লাইফস্টাইল

Nanoplastia Hair Treatment | হাইলাইটের কারণে চুল রুক্ষ্ম হয়ে গিয়েছে? ন্যানোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্ট চুলকে দেবে পুনর্জীবন!

Nanoplastia Hair Treatment | হাইলাইটের কারণে চুল রুক্ষ্ম হয়ে গিয়েছে? ন্যানোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্ট চুলকে দেবে পুনর্জীবন!
Key Highlights

পুজোর আগেই চুলকে দিন পুনর্জীবন। ন্যানোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্ট রুক্ষ্ম চুলকে সতেজ করার সঙ্গে বাড়িয়ে দেবে জেল্লা।

দোরগোড়ায় কড়া নাড়ছে পুজো। জোর কদমে শপিং পর্ব চলছে সকলের। তবে এর  সঙ্গে চলছে শরীর ও রূপ চর্চাও। পুজোর মরশুম মানেই রকমারি ফেসিয়াল,হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট। বর্তমানে পুজোর আগে চুলের নানারকম ট্রিটমেন্ট 'মাস্ট' হয়ে গিয়েছে। কেরাটিন, সমুদনিং, বোটক্স এর মতো হেয়ার ট্রিটমেন্ট প্রায়শই করিয়ে থাকেন অনেকে। তবে চুলের বেহাল অবস্থা পাল্টে দিয়ে বর্তমানে বিশেষ জনপ্রিয়তা পাচ্ছে ন্যানোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্ট (Nanoplastia Hair Treatment)।

অনেকেই সারা বছরে চুলে হাইলাইট বা কালার করিয়ে থাকেন। তবে এতে চুল হয়ে যায় রুক্ষ্ম। এছাড়াও দূষণের কারণে, সঠিক পরিচর্চার অভাবে চুল গোড়া থেকেই নষ্ট হওয়া শুরু করে। নানারকমের শ্যাম্পু বা তেল বা টোটকা ব্যবহার করেও এই সমস্যা দূর হতে চায়না। এক্ষেত্রে চুলের সকল সমস্যা দূর করতে পারে ন্যানোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্ট (Nanoplastia Hair Treatment)। এই নতুন হেয়ার ট্রিটমেন্ট চুলের গোড়া থেকে তার মধ্যে প্রাণের সঞ্চার করে। রুক্ষ চুলকে জেল্লাদার করে তোলে। জেনে নিন এই হেয়ার ট্রিটমেন্টের সংম্পর্কে আরও বিস্তরভাবে।

ন্যানোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্ট কী? । What is Nanoplastia Hair Treatment?

ন্যানোপ্লাস্টিয়া এমন একটি হেয়ার ট্রিটমেন্ট যা দরকারী জৈব পদার্থ, অ্যামিনো অ্যাসিড এবং দরকারী উপাদান দিয়ে চুলকে সুস্থ্য, জেল্লাদার করে তোলে। এই হেয়ার ট্রিটমেন্ট চুল কার্ল, স্ট্রেট বা চুলে হওয়া নানারকম ক্ষতি ঠিক করে। ন্যানোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্ট (Nanoplastia Hair Treatment) এর পর চুল মসৃণ, স্বাস্থ্যকর, চকচকে, উজ্জ্বল হয় এবং দীর্ঘ সময়ের জন্য সুস্বাস্থ্য বজায় রাখে। ন্যানোপ্লাস্টিয়া পণ্যগুলিতে কোনও ফর্মালডিহাইড থাকে না। অন্যান্য হেয়ার ট্রিটমেন্টের থেকে এই হেয়ার ট্রিটমেন্ট বেশ কার্যকর।

ন্যানোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্ট কখন প্রয়োজন? । When is Nanoplastia Hair Treatment Necessary?

অনেকেই স্টাইলিংয়ের জন্য চুল কালার বা হাইলাইট করিয়ে থাকেন। আবার অনেকে নিত্যদিনই চুল স্ট্রেট বা কার্ল করে থাকেন। এতে হেয়ার স্টাইল হলেও চুলের ক্ষতিও হয়। চুল রুক্ষ্ম হয়ে যায়, জেল্লা চলে যায়, চুল ভঙ্গুর হয়ে যায়। এক্ষেত্রে চুলের সুস্বাস্থ্য এবং জেল্লা ফিরিয়ে দিতে পারে ন্যানোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্ট। তবে এই ট্রিটমেন্ট ভার্জিন হেয়ারে করা হয় না। অর্থাৎ যে চুলে কালার বা হাইলাইট করা হয়নি কখনো সেই চুলে এই ট্রিটমেন্ট হয় না। কারণ ভার্জিন হেয়ারে কেরাটিন মজুত থাকে। ন্যানোপ্লাস্টিয়ার মাধ্যমে চুলে বিভিন্ন প্রয়োজনীয় উপাদানের একটি কোটিং দেওয়া হয়, যা কর্টেক্সের ভিতর পর্যন্ত গিয়ে চুল উজ্জ্বল করে তোলে। রুক্ষ চুলে এই ট্রিটমেন্ট ভিতর থেকে উজ্জ্বলতা আনে। এই ট্রিটমেন্টের মাধ্যমে যে কোটিং দেওয়া হয় তার ভিতরে রয়েছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, ওজ়োন, প্রোটিন, এমনকি নারকেল তেলও।

ন্যানোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্টের পদ্ধতি । Nanoplastia Hair Treatment Procedures :

  • ন্যানোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্ট পদ্ধতিতে প্রথমেই চুলে শ্যাম্পু করে নেওয়া হয়। কারণ চুলে তেল বা ময়লা লেগে থাকলে কোনও প্রডাক্ট ঢুকবে না।
  •  চুল ব্লন্ড বা স্ট্রেটনিং বা অন্য স্টাইলিংয়ের কারণে খুব রুক্ষ হয়ে গেলে একটি বিশেষ ধরনের সেরাম স্প্রে করা হয়, যা ভিতর থেকে উজ্জ্বলতা বাড়িয়ে দেয়।
  •  এরপর চুলের গোড়া থেকে এক ইঞ্চি দূরত্ব রেখে ক্রিম লাগানো হয়। এই ক্রিম এক থেকে দেড় ঘণ্টা রাখা হয়। 
  • যদি কোনও কারণে বেশি প্রডাক্ট লাগানো হয়ে গিয়ে থাকে, তার জন্য চুল হালকা করে উপর থেকে ধুয়ে নেওয়া হয়, যাতে টেন পারসেন্ট মতো প্রডাক্ট বেরিয়ে যায়।
  •  তারপর সেরাম লাগিয়ে ব্লো ড্রাই করার পরে আয়রন করা হয়। 
  • এরপর চুল স্বাভাবিক উষ্ণতায় এলে জল দিয়ে ভাল করে চুল ধোয়া হয়। 
  • তার পরে হেয়ার মাস্ক লাগিয়ে মিনিট পনেরো পরে ভাল করে ধুয়ে ব্লো ড্রাই করা হয়। 

পুরো ট্রিটমেন্ট সম্পূর্ণ হতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগে। এই হেয়ার ট্রীটমেন্টেরফা খরচ নির্ভর করে চুলের দৈর্ঘ্য ও ঘনত্বের উপরে। তবে মোটামুটি ভাবে পাঁচ হাজার টাকা থেকে শুরু হয় এই হেয়ার ট্রিটমেন্টের খরচ।

বাড়িতে ন্যানোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্ট করা কি সম্ভব? । Is it possible to do Nanoplastia Hair Treatment at home?

বর্তমানে অধিকাংশ মেয়েরাই চুলে একবার না একবার কালার বা হাইলাইট করে থাকে। এছাড়াও বিয়ে বাড়ি কিংবা পার্টি বা এমনি কোনো কারণেই হোক, চুল কার্ল বা স্ট্রেট করে হেয়ার স্টাইলিং তো চলতেই থাকে। তবে এতে চুলের ক্ষতিও হয় সেরকমই। এই ক্ষতি থেকেই চুলকে জেল্লাদার করে তোলার কার্যকর উপায় ন্যানোপ্লাস্টিয়া হেয়ার ট্রিটমেন্ট (Nanoplastia Hair Treatment)। তবে পার্লারে এই ট্রিটমেন্টের খরচ ভালোই। ফলে এখনের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ট্রিটমেন্ট কি বাড়িতে করা সম্ভব? এর প্রশ্নের উত্তরে হেয়ার এক্সপার্টদের মত, বাড়িতে এই হেয়ার ট্রিটমেন্ট করা সম্ভব কিন্তু তার জন মেনে চলতে হবে সঠিক অ্যালগরিদম। এছাড়াও এর ফল পার্লারে করা হেয়ার ট্রিটমেন্টের মতো নাই হতে পারে।

প্রসঙ্গত, এই অত্যাধুনিক হেয়ার ট্রিটমেন্ট করলেই কাজ শেষ নয়। ট্রিটমেন্টের পরও চুলের যত্ন নিতে হবে। প্রথমত এ ধরনের ট্রিটমেন্ট করার পরে অন্তত দু’দিন শ্যাম্পু করতে বারণ করে থাকেন হেয়ার এক্সপার্টরা। এছাড়াও রিটমেন্টের পরে সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এতে চুলের সুস্বাস্থ্য বজায় থাকে এবং চুল জেল্লাদার হয়।


Rabindra Jayanti | বংশের আসল পদবী ছিল না ‘ঠাকুর’! চিনে তিনি রবীন্দ্রনাথ নয় পরিচিত 'চু- চেন-তাং' নামে! জানুন কবিগুরুর সম্পর্কে অজানা তথ্য!
West Bengal Weather Update | সোমবার বিকেলেই বেশ কিছু জেলায় হতে পারে কালবৈশাখী! সারা সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা!
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
FSSAI সম্পর্কে বিস্তারিত তথ্য | Detailed information about FSSAI
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download