Hair and Care | কিছুতেই মিটছেনা চুল পড়ার সমস্যা? আজই বদলে ফেলুন চিরুনি! চুল বৃদ্ধি করা থেকে চুল মজবুত করবে কাঠের চিরুনি!

Wednesday, October 11 2023, 12:43 pm
highlightKey Highlights

চুল এবং যত্নের জন্য নানারকমের প্রসাধনী ব্যবহার করেও থেকে যায় চুল পড়ার সমস্যা। চুল পড়ার সমস্যা দূর করুন কাঠের চিরুনি ব্যবহার করে। জানুন কাঠের চিরুনির উপকারিতা।


মুখের, ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি চুলের যত্ন নেওয়ার জন্য বর্তমানে অনেকেই নানাবিধ সামগ্রীর ব্যবহার করে থাকেন। হেয়ার স্পা, হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার মাস্ক চুল মসৃন করে তোলার জন্য, জেল্লা বৃদ্ধি করার জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ধরণের প্রসাধণী ব্যবহার করে চুল তো মসৃন হলো, কিন্তু চুল পড়ার সমস্যা? মহিলা থেকে শুরু করে পুরুষ, সকলের ক্ষেত্রেই একটা সময়ের পর থেকে চুল পড়ার সমস্যা দেখা দেয়। এর জন্য অনেকেই অনেক রকমের মাস্ক, তেল ব্যবহার করে থাকেন। অনেকে আবার অনেক রকমের ট্রিটমেন্টও করে থাকেন, কিন্তু তাতেও অন্যেক্ষেত্রেই বিশেষ কিছু লাভ হয় না। তাহলে উপায় কী?

চুল এবং যত্নের জন্য নানারকমের প্রসাধনী ব্যবহার করেও থেকে যায় চুল পড়ার সমস্যা
চুল এবং যত্নের জন্য নানারকমের প্রসাধনী ব্যবহার করেও থেকে যায় চুল পড়ার সমস্যা

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চুল পড়ার কারণ অনেক কিছুই হতে পারে। পুষ্টির অভাব থেকে শুরু করে, জীবন পরিচালনা, সঠিক খাদ্যাভাসের অভাব, স্ট্রেস, অসুখ, হরমোন, রাসায়নিক, এমনকি চিরুনিও! শুনতে অবাক লাগলেও, চিরুনির ওপরেও নির্ভর করে চুল এবং যত্ন (Hair and Care)। বর্তমানে অধিকাংশ মানুষই প্ল্যাস্টিকের চিরুনি ব্যবহার করে থাকেন। তবে এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিকের চিরুনির তুলনায় চুল এবং যত্ন (Hair and Care)-এর জন্য কাঠের চিরুনির উপকারিতা (Wooden Comb Benefits) বহুগুন বেশি। চুলের যত্নে প্লাস্টিকের চিরুনিকে উপকার আর গুণে ছাপিয়ে যায় বাঁশের চিরুনি কিম্বা কাঠের চিরুনি। অনেকে মনে করে থাকেন, কাঠের চিরুনি ব্যবহার করলে চুল পড়া যেমন কমে তেমনই চুলের গুনাগুনও ভালো হয়। যার ফলে বিশেষজ্ঞরা প্লাস্টিকের তৈরী চিরুনির বদলে কাঠের তৈরী চিরুনি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। জানুন কাঠের চিরুনির উপকারিতা (Wooden Comb Benefits) সম্পর্কে বিস্তারিত ভাবে।

চুল এবং যত্ন-এর জন্য কাঠের চিরুনির উপকারিতা বহুগুন বেশি
চুল এবং যত্ন-এর জন্য কাঠের চিরুনির উপকারিতা বহুগুন বেশি

কাঠের চিরুনির উপকারিতা । Wooden Comb Benefits :

লম্বা, স্বাস্থ্যোজ্জ্বল এবং জেল্লাদার চুল সব মেয়েদের এমনকি পুরুষদেরও স্বপ্নের মতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে নানান কারণে চুল ভঙ্গুর হয়ে পড়ার সঙ্গে চুল পড়ার সমস্যাও সৃষ্টি হয়। বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিক বা ধাতুর চিরুনিতে চুল রুক্ষ হয়ে যাওয়ার ও ভেঙে ঝরে যাওয়ার প্রবণতা বেশি থাকে। ফলে কিছু ক্ষেত্রে চুল পরে যাওয়া এবং চুলের রুক্ষতার নেপথ্যে কারণ হয়ে দাঁড়াতে পারে এই প্লাস্টিকের চিরুনি। তাই চুলের সম্পূর্ণ স্বাস্থ্য বজায় রাখতে চাইলে প্লাস্টিক বা ধাতুর চিরুনির বদলে কাঠের চিরুনি বেছে নিতে বলেন বিশেষজ্ঞরা। কাঠের চিরুনি ব্যবহার করে কী কী উপকারিতা পাবেন দেখে নিন এক নজরে।

চুল বৃদ্ধিতে সাহায্য করে । Helps to Grow Hair :

 কাঠের চিরুনির উপকারিতা (Wooden Comb Benefits) হিসেবে প্রথমেই আসে চুল পড়ার সমস্যার কথা। কাঠের চিরুনির দাঁড়া প্লাস্টিক বা ধাতুর চিরুনির চেয়ে অনেক বেশি মসৃণ, ফলে স্ক্যাল্প মাসাজের কাজটা খুব ভালোভাবে হয়। এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বেশি হয় এবং স্বাভাবিকভাবেই চুলের বৃদ্ধিও ভালো হয়। চুল পড়ার হাত থেকে রক্ষা পেতে কাঠের চিরুনি খুবই গুরুত্বপূর্ণ।

স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বেশি হয় এবং স্বাভাবিকভাবেই চুলের বৃদ্ধিও ভালো হয়
স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বেশি হয় এবং স্বাভাবিকভাবেই চুলের বৃদ্ধিও ভালো হয়

 রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করে ।  Stimulates Blood Circulation :

কাঠের চিরুনি দিয়ে মাথার ত্বক এবং চুল ব্রাশ করার প্রধান সুবিধা হল, এটি রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করতে পারে। স্ক্যাল্পের রক্ত সঞ্চালনা উদ্দীপিত হলে চুলের ফলিকলে রক্ত ​​প্রবাহ বৃদ্ধি পায় যা চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফলে কাঠের চিরুনি ব্যবহারে ঘন এবং শক্তিশালী চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে। এছাড়াও উন্নত রক্ত সঞ্চালন প্রয়োজনীয় পুষ্টি চুলের গোড়ায় পৌঁছায়, তাদের ভেতর থেকে পুষ্টি যোগায়।

কাঠের চিরুনিগুলো চুল ভাঙা ও ক্ষতি কমায়
কাঠের চিরুনিগুলো চুল ভাঙা ও ক্ষতি কমায়

 চুল ভাঙ্গা কমায় ।   Reduces Hair Breakage :

প্লাস্টিকের চিরুনির দাঁত ধারালো থাকায় অনেক সময় তা চুলকে ভঙ্গুর করে তোলে। তবে কাঠের চিরুনিগুলো চুল ভাঙা ও ক্ষতি কমায়। এই চিরুনিগুলি মাথার ত্বক এবং চুলের জন্য স্বাস্থ্যকর। এছাড়াও যাঁদের চুল লম্বা, তাঁদের তো অবশ্যই কাঠের চিরুনি ব্যবহার করা উচিত। কাঠের চিরুনি ঝটপট চুলের জট ছাড়ায়, চুলে একটা বাড়তি জৌলুস এনে দেয়। চুল বাউন্সিও দেখায় অনেক বেশি।

খুসকি কমাতে সাহায্য করে । Helps Reduce Dandruff :

প্লাস্টিক বা ধাতব চিরুনি স্ক্যাল্প শুষ্ক করে দিতে পারে। যার ফলে চুলে খুশকির সমস্যা দেখা দেয়। চুলও উঠে যায়। তবে চুল এবং যত্ন (Hair and Care) এর জন্য এক্ষেত্রেও কাঠের চিরুনির উপকারিতা (Wooden Comb Benefits) অনস্বীকার্য। কাঠের চিরুনি পুরো চুলে আর স্ক্যাল্পে প্রাকৃতিক তেল সুন্দরভাবে ছড়িয়ে দেয়, তাই খুসকিও কমে যায় অনেকটাই। কাঠের চিরুনি মাথার ত্বকে উৎপন্ন প্রাকৃতিক তেলকে চুলের খাঁজ বরাবর সমানভাবে বিতরণ করতে সাহায্য করে। এটি প্রাকৃতিক কন্ডিশনিং প্রদান করে এবং মাথার ত্বককে খুব বেশি শুষ্ক করে না যা চুলকে পুষ্ট রাখে।

কাঠের চিরুনি পুরো চুলে আর স্ক্যাল্পে প্রাকৃতিক তেল সুন্দরভাবে ছড়িয়ে দেয়
কাঠের চিরুনি পুরো চুলে আর স্ক্যাল্পে প্রাকৃতিক তেল সুন্দরভাবে ছড়িয়ে দেয়

 কোন স্ট্যাটিক ইলেক্ট্রিসিটি নেই । No Static Electricity :

 প্লাস্টিক বা ধাতব চিরুনি থেকে ভিন্ন, কাঠের চিরুনি চুল ব্রাশ করার সময় স্ট্যাটিক বিদ্যুৎ তৈরি করে না। স্ট্যাটিক ইলেক্ট্রিসিটি চুলে জট সৃষ্টি করতে পারে। যা চুলের স্টাইল কপ্লাস্টিক বর্জ্য কমাতেরা চ্যালেঞ্জিং করে তোলে। একটি কাঠের চিরুনি চুলকে মসৃণ, আরও পরিচালনাযোগ্য করে তোলে।

 পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ ।   Environmentally Friendly :

কাঠের চিরুনিগুলি সাধারণত টেকসই উপকরণ থেকে তৈরি করা হয়। কাঠের চিরুনি ফলে পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ। এই ধরণের চিরুনির ব্যবহারে আপনি প্লাস্টিক বর্জ্য কমাতে সাহায্য করে।

কাঠের চিরুনি পরিষ্কার করা খুব সহজ
কাঠের চিরুনি পরিষ্কার করা খুব সহজ

প্লাস্টিকের চিরুনি খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেতে পারে। এই ধরণের চিরুনি পরিষ্কার করাও বেশ ঝামেলার। তবে কাঠের চিরুনি পরিষ্কার করা খুব সহজ। জল দিয়ে কাঠের চিরুনি ধোওয়ার দরকার নেই, কারণ জলের সংস্পর্শে এসে কাঠ নষ্ট হয়ে যেতে পারে। এর বদলে দাঁড়াগুলোয় সামান্য নারকেল তেল বা তিসির তেল বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে আধঘণ্টা রেখে দিন, তারপর পরিষ্কার নরম কাপড়ে মুছে নিলেই চিরুনিনতুনের মতো পরিষ্কার হয়ে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File