রাজ্য

West Bengal: পিএসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা মুকুলের

West Bengal: পিএসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা মুকুলের
Key Highlights

বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে স্পিকারকে পদত্যাগ পত্র ইমেইল করলেন মুকুল রায়।

সোমবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ই-মেল পাঠিয়ে ইস্তফা দিয়েছেন মুকুল রায়। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন তিনি। 

We did not nominate Roy for inclusion in the PAC. The ruling party wants to spend government funds and keep the accounts as well. This is autocracy. The speaker violated convention.

Suvendu Adhikari, BJP legislator, and leader of the opposition in the assembly

গত শুক্রবার বিধানসভার অধিবেশনে শেষে স্পিকার ৪১টি কমিটির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ান। এর ফলে পিএসি চেয়ারম্যান পদে মুকুলেরও মেয়াদ বাড়ে এক বছর। এর মধ্যেই সোমবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করে স্পিকারকে ই-মেল করেছেন মুকুল।

গত বছর অর্থাৎ ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয় লাভ করেন মুকুল। কিন্তু, তারপরেই তৃণমূল ভবনে গিয়ে বিজেপি ছেড়ে শাসকদলে যোগ দেন তিনি। কিন্তু আদালতের নির্দেশে দু’বার স্পিকারের জানিয়েছেন, মুকুল এখনও বিজেপিতেই রয়েছেন। তাই তিনি বিজেপির বিধায়ক। তৃণমূলে যোগ দেওয়ার কোনও প্রমাণ নেই।