গত পাঁচ বছরে, ৫২২০ বিদেশীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে ৪৫৫২ (৮৭ শতাংশ) নতুন নাগরিক পাকিস্তানের নাগরিক।
গত পাঁচ বছরে, ৮৭ শতাংশ আবেদনকারী যারা ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন তারা পাকিস্তানের বাসিন্দা। ইন্ডিয়া টুডে দ্বারা দায়ের করা তথ্যের অধিকার স্বরাষ্ট্র মন্ত্রকপ্রকাশ করেছে। ৫২২০ বিদেশীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে ৪৫৫২ (৮৭ শতাংশ) নতুন নাগরিক পাকিস্তানের নাগরিক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই অনুসারে গত পাঁচ বছরে, ছয় লাখেরও বেশি ভারতীয় তাদের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন, যিনি গত বছরের নভেম্বরে লোকসভায় জানিয়েছিলেন। নিত্যানন্দ রাই লোকসভাকে জানিয়েছেন যে গত পাঁচ বছরে, ২০১৭ থেকে ২০২১ (১০ সেপ্টেম্বর পর্যন্ত), ৬,০৮,১৬২ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে ৫২২০ বিদেশীকে ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছিল। গড়ে প্রতি বছর ১,২১,৬৩২ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন, কিন্তু গত পাঁচ বছরে গড়ে মাত্র ১০৪৪ জন ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন। এর মানে মোট গ্রহণ মোট ব্রেন ড্রেনের প্রায় ১ শতাংশ।
ভারতীয়দের জন্য শীর্ষ গন্তব্য হল মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। বিপরীত মাইগ্রেশনও ঘটছে তবে খুব মাইক্রোস্কোপিক স্তরে। গত ৫ বছরে মাত্র ৭১ জন আমেরিকান নাগরিক ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন। বিপরীতে, শীর্ষ তিনটি দেশ যাদের অধিবাসীরা ভারতীয় নাগরিকত্ব পেয়েছে তারা হল পাকিস্তান (৮৭%), আফগানিস্তান (৮%), এবং বাংলাদেশ (২%)।