আবহাওয়া আপডেট

দক্ষিণবঙ্গে ৪৫% বৃষ্টির ঘাটতি! আগামী সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়

দক্ষিণবঙ্গে ৪৫% বৃষ্টির ঘাটতি! আগামী সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়
Key Highlights

দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ঠেকেছে ৪৫ শতাংশে। উত্তরবঙ্গে হয়েছে তিন শতাংশ বেশি বৃষ্টি। জানুন সোমবার থেকে উত্তরবঙ্গের কোন পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

দক্ষিণবঙ্গে এখনও ঝিমিয়ে আছে বর্ষা। জুনের শুরু থেকেই এই অঞ্চলের বৃষ্টির ঘাটতি ৪৫ শতাংশে ঠেকেছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ভালোই হচ্ছে। জানা গিয়েছে, আগামী সোমবার থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির মাত্রা বাড়বে।

উত্তরবঙ্গে আপাতত তেমন হেরফের হবে না তাপমাত্রার, কী বলছে আবহাওয়া দফতর? জেনে নেওয়া যাক

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বাড়বে বৃষ্টিপাত।

অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের উপর দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ুর সদয় হওয়ার সম্ভাবনা নেই তাই আগামী পাঁচদিন ভারী বৃষ্টি হবার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে যে সকল স্থানে মেঘ থাকবে, সেখানে স্বল্প সময়ের জন্য বৃষ্টি হবে। মেঘ কেটে গেলেই রোদ উঠবে। একটানা দীর্ঘ সময়ের জন্য বৃষ্টিপাত হবে না। স্বভাবতই সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ তেমন বেশি হবে না দক্ষিণবঙ্গে।

আগামী ১৯শে জুলাই অর্থাৎ মঙ্গলবারও উত্তরবঙ্গে একইরকম আবহাওয়া থাকবে। ইতিমধ্যেই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ওই পাঁচ জেলার একটি বা দুটি জায়গায় ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে।


Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Kolkata Traffic | ঈদ উপলক্ষে শহরের একাধিক রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি! বন্ধ পণ্যবাহী গাড়ির প্রবেশেও
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Train Cancelled | হাওড়ার খড়গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন! ভোগান্তি যাত্রীদের
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla