দক্ষিণে বর্ষা প্রবেশেই আবহাওয়ার আমূল পরিবর্তন, আজ ফের জেলায় জেলায় ঝড়-বৃষ্টি

Saturday, June 18 2022, 10:49 am
highlightKey Highlights

শনিবার থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ। হালকা বা মাঝারি বৃষ্টি হবে। তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।


আষাঢ়ের দ্বিতীয় দিনেই বর্ষা নামল বঙ্গ জুড়ে। সময়ের আগেই উত্তরে বর্ষার আগমন হলেও এতদিন বঞ্চিত ছিল দক্ষিণবঙ্গ। অবশেষে  অপেক্ষার অবসান ঘটিয়ে এ বারে রাজ্যজুড়ে চলবে বৃষ্টি। চরম দাবদাহ থেকে মুক্তি মিলবে সাধারণ মানুষের। 

শনিবার থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ। হালকা বা মাঝারি বৃষ্টি হবে। তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আরও ২৪ ঘন্টা। তার পরেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় ভারী-অতি ভারী বৃষ্টির সর্তকতা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।

কলকাতার আকাশ মেঘলা রয়েছে। এমনকি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মেঘলা আকাশ ও বৃষ্টির জেরে তাপমাত্রা স্বাভাবিক বা তার কম থাকবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক।

Trending Updates




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File