Mohun Bagan Day | দুদিন ধরে পালন হবে 'মোহনবাগান দিবস'! আজ প্রকাশ হবে সুব্রত ভট্টাচার্যর আত্মজীবনী!
পরাধীন ভারতে বাঙালি তথা ভারতীয়রা কীভাবে জ্বলে উঠেছিল তার বড় দৃষ্টান্ত ২৯ শে জুলাই, মোহন বাগান দিবস। চলতি বছর দুদিন ধরে পালন করা হবে এই দিবস। প্রকাশ করা হবে কিংবদন্তি সুব্রত ভট্টাচার্যর আত্মজীবনী।
আজ সবুজ-মেরুন দিবস। বাঙালি ফুটবল প্রেমীদের কাছে অত্যন্ত আবেগপূর্ণ এই দিন। কারণ আজ 'মোহন বাগান দিবস' (Mohun Bagan Day)। রাত ১২টা পেরোতেই মোহন বাগান দিবসকে ঘিরে উচ্ছসিত ফুটবল প্রেমীরা তথা মোহন বাগানের সমর্থকরা। কেবল ফুটবলই ২৯ শে জুলাই তারিখটা পরাধীন ভারতে বাঙালি তথা ভারতীয়রা কীভাবে জ্বলে উঠেছিল তারও বড় দৃষ্টান্ত।
মোহন বাগান দিবসের ইতিহাস । History of Mohun Bagan Day :
১৯১১ সালের এই দিনেই অর্থাৎ ২৯শে জুলাই ব্রিটিশদের বিরুদ্ধে ১১ জন দামাল বাঙালি ছেলে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন ফুটবল খেলে ইংরেজদের হারানোর জন্য। বুট পায়ে 'সাহেবদের' বিরুদ্ধে খালি পায়ে খেলার মাঠে নামেন ১১জন বাঙালি তরুণ। লক্ষ্য তাঁদের তখন একটাই, হেস্টিংসের মাথায় ইংরেজদের যে পতাকা উড়ছে, সেটাকে নামিয়ে দেশের পতাকা তোলা। ইস্ট ইয়র্কশায়ারের (East Yorkshire) বিরুদ্ধে আইএফএ শিল্ড ফাইনালে (IFA Shield Final) মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan)। ২-১ গোলে ইংরেজদের পরাজিত করেছিল মোহনবাগান। ১৯৮৯ সালে ক্লাবের প্রতিষ্ঠা-শতবর্ষ উপলক্ষে ভারত সরকার ১৯১১ সালের এই জয়ের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছিল। বাঙালি তরুণদের অদম্য জেদ এবং ইচ্ছা শক্তির কাছে হার মেনেছিল ব্রিটিশরা। খেলার মাঠে হলেও এই জয় গোটা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তুলেছিল এক হুঙ্কার।
১৯১১-র সেই ঐতিহাসিক মোহনবাগান একাদশের অন্যতম একজন ছিলেন হুগলির উত্তরপাড়ার মনমোহন মুখোপাধ্যায় (Manmohan Mukherjee)। ইংরেজদের বিরুদ্ধে যে গোলটি অভিলাষ ঘোষ (Abhilash Ghosh) করেছিলেন তার পাস বাড়িয়েছিলেন মনোমোহন মুখোপাধ্যায়। সেই সময় গোটা দেশের লোক তাকিয়ে শুধু ওই ১১ জনের দিকে। পা দিয়ে গলগল করে রক্ত বেরোনো সত্ত্বেও দমে থাকেননি মনমোহন মুখোপাধ্যায়। খেলার মাঠে ইংরেজদের পা থেকে চুম্বকের মতো বল কেড়ে নিচ্ছিলেন প্রতিবার। কেবল মনমোহন মুখোপাধ্যাযার নামই নয়, স্বর্ণাক্ষরে ভারতের ও ফুটবলের ইতিহাসে লেখা রয়েছে হাবুল, শিবদাসদের নাম।
মোহন বাগান দিবস ২০২৩ । Mohun Bagan Day 2023 :
প্রতিবছরের মতো এই দিনটিকে গর্বের সঙ্গে পালিত করা হয়। তবে এবার একদিন নয়, টানা দুদিন ধরে পালন করা হবে মোহন বাগান দিবস। এদিন সকালে মোহনবাগানের আঁতুড়ঘর মোহনবাগান লেনে অমর একাদশের প্রতি শ্রদ্ধা জানান কলকাতার উপমহানাগরিক তথা বিধায়ক অতীন ঘোষ (Atin Ghosh)। উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশীস দত্তও (Debashis Datta )। ২৯ জুলাইয়ের পাশাপাশি অনুষ্ঠান হবে ৩০ জুলাইও। গত সোমবার ক্লাব তাঁবুতে বৈঠক শেষে ক্লাব সচিব দেবাশিস দত্ত বললেন, ২৯ জুলাই মহরম থাকায় দুদিন ধরে অনুষ্ঠান করা হবে। প্রথমদিন দুপুরে প্রাক্তনদের ম্যাচ হবে। বাকি পুরস্কার বিতরণী সহ অন্যান্য কর্মসূচি হবে পরের দিন।
এবার ২৯ জুলাই মহরম। তাই আমরা দু’দিন ধরে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমদিন দুপুরে প্রাক্তনদের ম্যাচ হবে। বাকি পুরস্কার বিতরণী সহ অন্যান্য কর্মসূচি ৩০ জুলাই সন্ধ্যায় হবে।
আরও পড়ুন : মোহনবাগানের নয়া জার্সি মুক্তি পেল থাপা ও কামিংসের হাত ধরে! ডুরান্ড কাপের অভিনব উদ্বোধন কলকাতায়!
একেই দুদিন ধরে মোহন বাগান দিবস পালন হওয়ায় বেশ খুশি দলের সমর্থকরা। এরপর এদিন ফুটবল প্রেমীদের উচ্ছাস আরও বৃদ্ধি করতে এবং মোহন বাগান দিবস উপলক্ষ্যে প্রকাশ হতে চলেছে সুব্রত ভট্টাচার্যর (Subrata Bhattacharya) আত্মজীবনী ‘ষোলে আনা বাবলু’। জানা গিয়েছে, এদিন ৩টে নাগাদ সুব্রত ভট্টাচার্যর আত্মজীবনী প্রকাশ করবেন জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)।
মোহনবাগানের সোনালী ইতিহাসে অন্যতম উজ্জ্বল অধ্যায় সুব্রত ভট্টাচার্য। পেলের কসমস ক্লাবের (Pele's Cosmos Club) বিরুদ্ধে দাপট কিংবা মোহনবাগান জার্সিতে অগুনতি ট্রফি জিতেছেন কিংবদন্তি সুব্রত ভট্টাচার্য। দীর্ঘ দিন ধরে সবুজ মেরুন জার্সিতেই খেলেছেন তিনি। কোচিংও করিয়েছেন এই দলেই। ফলে তাঁর আত্মজীবনী প্রকাশ নিয়ে বেশ আগ্রহ মোহন বাগান সমর্থক ও সকল ফুটবল প্রেমীদের।
উল্লেখ্য, চলতি বছর কারা ‘মোহনবাগান রত্ন’ (Mohunbagan Ratna) পুরস্কার পেতে চলেছেন তা শনিবার জানানো হয় দলের পক্ষ থেকে। জানা গিয়েছে, চলতি বছরের ‘মোহনবাগান রত্ন’ পুরস্কার পেতে চলেছেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার (Gautam Sarkar)। এছাড়াও বর্ষসেরা ফুটবলারের সম্মান পাচ্ছেন আইএসএল (ISL) জয়ী মোহনবাগান দলের সোনার গ্লাভসজয়ী গোলকিপার বিশাল কায়েথ (Vishal Kayeth)। বর্ষসেরা ক্রিকেটার সম্মান পাবেন অর্ণব নন্দী (Arnav Nandi)। আগামীকাল অর্থাৎ ৩০শে জুলাই বিকেল ৫টা থেকে শুরু হবে মোহন বাগানের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শিল্পী লোপামুদ্রা মিত্রের গানের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। অনুষ্ঠান শেষ হবে বাবুল সুপ্রিয়ের গানের মাধ্যমে।
এ বছর মোহনবাগানের পুরস্কারপ্রাপকরা হলেন:
- মোহনবাগান রত্ন: গৌতম সরকার।
- জীবনকৃতি সম্মান : শঙ্কর বন্দ্যোপাধ্যায়।
- সেরা ফুটবলার, শিবদাস ভাদুড়ি পুরস্কার : বিশাল কায়েথ।
- সেরা ক্রিকেটার, অরুণ লাল পুরস্কার : অর্ণব নন্দী।
- সেরা ক্রীড়া সংগঠক, অঞ্জন মিত্র পুরস্কার : নবাব ভট্টাচার্য।
- সেরা ফরোয়ার্ড, সুভাষ ভৌমিক পুরস্কার : দিমিত্রি পেত্রাতোস।
- সেরা ক্রীড়াবিদ, প্রণব বন্দ্যোপাধ্যায় পুরস্কার : মোহর মুখোপাধ্যায়।
- সেরা যুব ফুটবলার: এঙ্গসন সিংহ।
- সেরা হকি খেলোয়াড়, কেশব দত্ত পুরস্কার : নীতীশ নিউপেন।
- সেরা সমর্থক, উমাকান্ত পালোধি পুরস্কার : শান্তি চক্রবর্তী এবং কমলেশ উপাধ্যায়।