আন্তর্জাতিক

প্রয়াত মাইক্রোসফট কর্তার ছেলে, সন্তান হারালেন সত্য নাদেলা

প্রয়াত মাইক্রোসফট কর্তার ছেলে, সন্তান হারালেন সত্য নাদেলা
highlightKey Highlights

সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সত্য নাদেলা-র সন্তান জ়েন নাদেলা।

প্রয়াত মাইক্রোসফট (Microsoft) সিইও সত্য নাদেলার সন্তান জ়েন নাদেলা। মাত্র ২৬ বছর বয়সে মৃত্যু হয় জাইনের। জন্মের পর থেকেই সেরিব্রাল পলসি (Cerebral Palsy)-রোগে আক্রান্ত ছিলেন তিনি। সন্তানের মৃত্যু-সংবাদ নিজেই জানিয়েছেন সত্য নাদেলা।

মাইক্রোসফট সিইও সত্য নাদেলা

আজ সকালে তিনি তাঁর সংস্থার আধিকারিকদের কাছে একটি মেইল করে সেখানে তার পুত্র সন্তান মারা যাওয়ার কথা জানিয়েছেন। এছাড়াও তিনি ওই মেইলে লেখেন, প্রত্যেকে যেন নিজের পরিজনদের জন্য প্রার্থনা করে। ২০১৪ সালে মাইক্রোসফট -এর CEO পদে বসেন সত্য নাদেলা (Satya Nadella)। তারপর সংস্থার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন তিনি। 

ছোট্ট জেইন নাদেলা

গতবছর Microsoft এর সঙ্গে যুক্ত হয় একটি একটি শিশুদের হাসপাতাল। যেখানে সত্য নাদেলার সন্তানের চিকিৎসা করা হত। Microsoft এবং ওই হাসপাতালের যৌথ উদ্যোগে শিশুদের ব্রেন সংক্রান্ত কোনও সমস্যার চিকিৎসা করাতে একটি বিশেষ বিভাগ তৈরি করা হয়।

সেরিব্রাল পালসি (Cerebral Palsy) হল সাধারণত একটি নার্ভ সংক্রান্ত সমস্যা। জন্মের সময় অথবা ভ্রুন অবস্থায় থাকায় সময় ব্রেনের গঠন সঠিক ভাবে হয় না। ফলে নার্ভের একাধিক সমস্যা দেখা যায়। যার ফলে হাত, পা এবং শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গের উপর নার্ভের কোনও কন্ট্রোল থাকে না। ফলে কোনও কাজ করা সম্ভব হয় না এমনকী এই রোগে আক্রান্ত ব্যক্তি নড়াচড়াও করতে পারে না।


Trump Govt | এবার কোপ স্বাস্থ্য দফতরে, এক ধাক্কায় প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই ট্রাম্প প্রশাসনের !
Val Kilmer | ক্যানসারের কাছে হার মানলেন 'ব্যাটম্যান'! প্রয়াত কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার!
Waqf Amendment Bill | লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল! এই ওয়াকফ বিল আসলে কী?
Siliguri Murder | বন্ধুদের সাথে বিরিয়ানি খেতে গিয়েছিল, শিলিগুড়ির জঙ্গলে মিললো নবম শ্রেণির ছাত্রীর মৃতদেহ !
Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!