এক লাফে ১০৮ টাকা বেড়ে বাণিজ্যিক রান্নার গ্যাস হল ২০৯৫ টাকা!

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

অনেকটাই বাড়ল বাণিজ্যিক গ্যাসের মূল্য। এ বার পালা রান্নার গ্যাসের?


গৃহস্থের হেঁশেলে ব্যবহারের রান্নার গ্যাসের দাম এই দফায় না বাড়লেও সাধারণ জনগণের উদ্বেগ বহু গুণ বাড়িয়ে হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডার মার্চে ১০৮ টাকা বেড়ে ২০০০ পেরোল কলকাতা নগরীতে।

সংশ্লিষ্ট মহলের দাবি, পেট্রল-ডিজ়েলের মতো রান্নার গ্যাসের দামও যে পাঁচ রাজ্যে বিধানসভার ভোটের দিকে তাকিয়ে স্থির, সেটা মোটামুটি পরিষ্কার। গৃহস্থের বোঝা বাড়িয়ে এখনই তাঁদের কাছে অপ্রিয় হওয়ার পথে হাঁটতে চায় না মোদী সরকার। ফলে আপাতত অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত জ্বালানিতে খাঁড়া নামছে। এর আগে বিমান জ্বালানি এটিএফ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এ বার ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার ছুঁয়ে ফেলল ২০৯৫ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File