Manipur Violence | লাগাতার হিংসার কারণে পদত্যাগের পথে মণিপুরের মুখ্যমন্ত্রী! ছিড়ে ফেলা হলো ইস্তফাপত্র!

Friday, June 30 2023, 12:04 pm
highlightKey Highlights

এদিন সকাল থেকেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-র পদত্যাগের জল্পনা উঠেছিল। তবে এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাড়ির বাইরে একজোট হন জনসাধারণ। ছিড়ে ফেলা হয় ইস্তফাপত্র। সিদ্ধান্ত বদল করেন মুখ্যমন্ত্রী।


প্রায় দুই মাস ধরে উত্তপ্ত মণিপুর (Manipur Violence)। জনজাতি সংঘর্ষের জেরে এখনও লাগাম ছাড়া মণিপুরের পরিস্থিতি। কার্ফু জারি করা থেকে শুরু করে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া, সেনা মোতায়েন সবরকম ব্যবস্থায় নেওয়া হয়েছিল। তাতে সুরাহা মেলেনি। ফলে লাগাতার হিংসার কারণে আজ অর্থাৎ শুক্রবার পদত্যাগের সিদ্ধান্ত নেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (Manipur Chief Minister N Biren Singh)।

লাগাতার হিংসার কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং
লাগাতার হিংসার কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং

এদিন সকাল থেকেই মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগের খবর নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। জানা গিয়েছিলো, এদিন দুপুর ১টা নাগাদ রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।  বিজেপির (BJP) অন্দরেই চাপের মুখে পড়ে বিরেনের এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর ছিল সংক্রান্ত মহলে। তবে এই খবর ছড়িয়ে পড়ার পরেই তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন মহিলারা। তাঁদের দাবি, এই কঠিন পরিস্থিতিতে আরও মজবুত হাতে রাজ্যের হাল ধরতে হবে সরকারকে। যারা অশান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এই সময়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত নয়। এই অবস্থাতেই সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পরে এক ছবি। যা রাশ টানে মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগের জল্পনার ওপর।

Trending Updates
 রাজভবনের উদ্দেশে মুখ্যমন্ত্রীর গাড়ি রওনা দিলেও তা মাঝপথেই আটকে দেন সাধারণ জনগণ
 রাজভবনের উদ্দেশে মুখ্যমন্ত্রীর গাড়ি রওনা দিলেও তা মাঝপথেই আটকে দেন সাধারণ জনগণ

মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে মণিপুরের মুখ্যমন্ত্রীর ইস্তফার ছেড়া চিঠি। জানা যায়, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফাই দিতে চেয়েছিলেন, কিন্তু তাঁর পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই বিপুল জনসমাগম হয় মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে। ফলে জনতার চাপে পড়ে তিনি সিদ্ধান্ত বদল করেন। ছিঁড়ে ফেলা হয় পদত্যাগের ইস্তফাপত্র। ইতিমধ্যেই একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে মহিলারা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ইস্তফাপত্র ছিঁড়ে ফেলছেন। এমনকি জনতার চাপে পরে তিনি রাজ্যপালের বাড়িতেও যেতে পারেননি। এরপরই  মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তাঁর টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানান তিনি রাজ্যের পরিস্থিতি বিচার করে পদত্যাগ করছেন না।

মুখ্যমন্ত্রী এন বীরেন সিং  টুইট করে জানান তিনি রাজ্যের পরিস্থিতি বিচার করে পদত্যাগ করছেন না
মুখ্যমন্ত্রী এন বীরেন সিং  টুইট করে জানান তিনি রাজ্যের পরিস্থিতি বিচার করে পদত্যাগ করছেন না

সূত্রের খবর, এদিন দুপুর তিনটে নাগাদ মণিপুরের রাজ্যপাল অনুসুইয়া উইকের (Manipur Governor Anusuiya Uikey) সঙ্গে দেখা করার কথা ছিল মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের। রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেবেন বলেই ঠিক করেছিলেন তিনি। কিন্তু এই খবর ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিপুল জনসমাগম হয়। রাজভবনের উদ্দেশে মুখ্যমন্ত্রীর গাড়ি রওনা দিলেও তা মাঝপথেই আটকে দেন সাধারণ জনগণ। রাজভবনের বাইরেই মহিলারা রাস্তা আটকে রাখেন। এরপর মুখ্যমন্ত্রীর ইস্তফাপত্রও ছিঁড়ে ফেলেন কয়েকজন মহিলা।

মুখ্যমন্ত্রীর ইস্তফাপত্র ছিঁড়ে ফেলেন কয়েকজন মহিলা
মুখ্যমন্ত্রীর ইস্তফাপত্র ছিঁড়ে ফেলেন কয়েকজন মহিলা

প্রসঙ্গত, গত রবিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করেন মণিপুরের মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন কেটে গেলেও মণিপুরের পরিস্থিতি কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেই বিষয়েও আলোচনা হয়। পিটিআই (PTI) সূত্রে খবর, এরপরেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং নিজেই বলেন যে এ রাজ্যে হিংসা থামাতে নয় তিনি নিজে ইস্তফা দেবেন নাহলে, কেন্দ্র নিজে পদক্ষেপ করে তাদের হাতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়ে নিক। যদিও দলের তরফে মুখ্যমন্ত্রীকে ইস্তফা দেওয়ার বদলে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপনেওয়ার পরামর্শ দেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাড়ির বাইরে একজোট হন জনসাধারণ
মুখ্যমন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাড়ির বাইরে একজোট হন জনসাধারণ

উল্লেখ্য, দুই সম্প্রদায় মেতেই (Meitei Community) ও কুকি (Kuki Community) সংঘাতে দীর্ঘ ২ মাস ধরে জ্বলছে মণিপুর। ইতিমধ্যেই এই সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে ১০০ জনেরও বেশি মানুষের। যার মধ্যে রয়েছে শিশুও। এই অবস্থায় নানারকম পদক্ষেপ নেওয়া হলেও কমছেনা হিংসার আগুন। এরই মধ্যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ জনগণেরই আটকানোর ঘটনা সংঘর্ষ থামাতে পারবে কি না তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File