Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানোর আইনজীবীরা ভেগাস মামলায় মহিলা আইনজীবীর কাছে ৬২৬ হাজার ডলার দাবী করেছেন
মহিলাটি ২০১৮ সালে তারকা খেলোয়াড় রোনালদোর বিরুদ্ধে মামলা করেছিলেন এবং দাবি করেছিলেন যে তিনি তাকে ২০০৯ সালে লাস ভেগাসে ধর্ষণ করেছিলেন।
রোনাল্ডোর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন এক মহিলা। সেই অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন জনপ্রিয় ফুটবলার রোনাল্ডো। এ বার সেই মহিলার আইনজীবীর কাছে ক্ষতিপূরণ দাবি করলেন রোনাল্ডো। ভারতীয় মূল্যে প্রায় পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। তাঁর আইনজীবীকে এমনই নির্দেশ দিয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা।
এক মহিলা রোনাল্ডোর বিরুদ্ধে এই মামলা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ১৩ বছর আগে অর্থাৎ ২০০৯ সালে আমেরিকার লাস ভেগাসের একটি হোটেলের ঘরে রোনাল্ডো তাঁকে শারীরিক নির্যাতন করেছিলেন।
রোনাল্ডোর আইনজীবী পিটার ক্রিশ্চিয়ানসেন ইতিমধ্যেই সেই মহিলার আইনজীবী লেজলি মার্ক স্টোভালকে আদালতের চিঠি পাঠিয়েছেন। যদিও বা স্টোভাল এখনও পর্যন্ত কোনও উত্তর দেননি। আগামী ৮ই জুলাইয়ের মধ্যে তাঁকে উত্তর দিতে হবে।
বহু বছর আগের সেই ‘ঘটনা’ নিয়ে ওঠা অভিযোগ খারিজ করে দেয় লাস ভেগাসের আদালত। শুধু তাই নয়, ৪২ পাতার রায়ে বিচারপতি জেনিফার ডরসি তীব্র ভর্ৎসনা করেছেন অভিযোগকারী মহিলার আইনজীবীদের। আদালতের বক্তব্য, অভিযোগকারীর আইনজীবীরা ইচ্ছাকৃত ভাবে বিভ্রান্তি তৈরি করেছিলেন।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
- ফুটবলার
- লাইফস্টাইল