Madhyamik Shiksha Parishad | মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আলাদা আলাদা প্রশ্নের কোড ও আরএফডি ডিভাইস ব্যবহারের সিদ্ধান্ত পর্ষদের!
মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা রুখতে কড়া পদক্ষেপ নিলো মাধ্যমিক শিক্ষা পরিষদ। বৈঠক করে জানানো হয় প্রত্যেক পরীক্ষার্থীর জন্য থাকবে আলাদা আলাদা প্রশ্নের কোড। পরীক্ষা কেন্দ্রে থাকবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরের ব্যবস্থাও।
প্রত্যেক বছরই মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে আসে খবরের শিরনামে। পরীক্ষা শুরু হতে না হতেই প্রশ্নপত্র ফাঁস। বিগত বেশ কিছু বছর ধরে এই ঘটনায় রীতিমতো চিন্তায় ফেলে মধ্যশিক্ষা পর্ষদকে। তবে এবার কোনোভাবেই যাতে এই ঘটনা না ঘটে সেই ব্যবস্থাই করতে চলেছে মাধ্যমিক শিক্ষা পরিষদ (Madhyamik Shiksha Parishad)। সূত্রের খবর, যেভাবে ভোটের সময় স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়, উচ্চ মাধ্যমিকেও সে রকম পরীক্ষা কেন্দ্র বাছাই করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস রুখতে প্রশ্নে কোডের ব্যবস্থা করছে মধ্যশিক্ষা পর্ষদ।
বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে মালদায় বৈঠক করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ওই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের স্থানীয় আধিকারিক ও পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত জেলা অ্যাডভাইসারি কমিটি এবং কাউন্সিলের প্রতিনিধিরাও। সেই বৈঠক শেষে সংসদ সভাপতি সংবাদমাধ্যমকে জানান, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য যে সমস্যাগুলো হতে পারে, সেগুলো সভায় চিহ্নিত করার পাশাপাশি সমস্যার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, সে সব নিয়েও বিশদে আলোচনা হয়েছে।
মাধ্যমিক শিক্ষা পরিষদ (Madhyamik Shiksha Parishad) এর বৈঠকের পর, পশ্চিমবঙ্গের অতীব গুরুত্বপূর্ণ এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনার রুখতে এবার অতি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে ইলেকট্রনিক্স গ্যাজেটের অপব্যবহার রুখতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর (Radio Frequency Detector) ব্যবহার করা হবে বলে জানানো হয়। ইলেকট্রনিক্স গ্যাজেট বিশেষ করে যার মাধ্যমে যোগাযোগ স্থাপন করা যায়, তেমন জিনিস যাতে কোনও ভাবেই পরীক্ষা কেন্দ্রে না থাকে, সেটা নিশ্চিত করতেই এবার রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর (Radio Frequency Detector) বা আরএফডি ডিভাইস ব্যবহার করা হবে। সেই কারণে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রের তালিকা তৈরি করা হয়েছে। সেই কেন্দ্রগুলোয় এই ডিভাইস থাকবে। এ ছাড়াও মেন সাবজেক্ট গুলোর পরীক্ষার দিন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা কেন্দ্রগুলোয় যেতে পারবেন। বিগত বছরগুলোর কিছু ঘটনার প্রেক্ষিতে মালদাকে এ বার স্পর্শকাতর জেলা হিসেবে গণ্য করা হয়েছে বলে খবর।
এছাড়াও মাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে এবার থেকে হবে কোডের ব্যবহার। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আলাদা আলাদা প্রশ্নে কোড থাকবে। উত্তরপত্রে পরীক্ষার্থীকে তার প্রশ্নের কোড লিখতে হবে। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, গতবার পরীক্ষার সময়েও দেখা গিয়েছে প্রশ্নের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার ঘটনা। তাই এবার প্রশ্নপত্রের প্রত্যেকটি পাতায় থাকবে এই কোডের ব্যবহার। এর ফলে যে ভাবেই কেউ ছবি তুলুক না কেন, পর্ষদের নজরে চলে আসবে সেই কোড। যে প্রশ্নপত্রের ছবি তোলা হবে, সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।
উল্লেখ্য, মালদায় এবার ১৯টি মেইন ভেনুর অধীনে মোট ১৩২টি ভেনুতে পরীক্ষা নেওয়া হবে। মালদা জেলা অ্যাডভাইসারি কমিটির জয়েন্ট কনভেনর (উচ্চ মাধ্যমিক) জয়চন্দ্র পাঠক বলেন, এতদিন থানায় বসে প্রশ্নপত্র গুণে আলাদা করতে হত। এতে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। স্বচ্ছতা আনতে মাধ্যমিক পরীক্ষার মতো প্রতিটি ভেনু এবং মেন ভেনু ধরে ধরে প্রশ্নপত্রের আলাদা প্যাকেট করার জন্য জেলা থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতি বছরই কমপক্ষে দশ লাখ পরীক্ষার্থী মাধ্যমিক দেয়। ২০২৪ সালেও সংখ্যাটা থাকবে তার আশপাশেই। সেই পরীক্ষাতেই কোডেড সিরিয়াল নম্বর তৈরি করে প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষার আঁটুনি আরও শক্ত করতে চাইছে পর্ষদ। পাশাপাশি থাকবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরের ব্যবস্থাও। জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রের ইনভিজিলেটররা প্রশ্ন বিলির সময়েই পরীক্ষার্থীদের ডেসক্রিপটিভ রোল (ডিআর) শিটে সেই সিরিয়াল নম্বর উল্লেখ করবেন। ডিআর শিটে সই করতে হবে দু’পক্ষকেই।
প্রসঙ্গত, ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই আগামী বছরের পরীক্ষাসূচি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। সেই অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষার তারিখ ২০২৪ (Madhyamik Exam Date 2024) ২রা ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু হবে বেলা ১১ টা ৪৫ থেকে বিকেল ৩ টে পর্যন্ত।
মাধ্যমিক পরীক্ষার তারিখ ২০২৪ (Madhyamik Exam Date 2024) :
- ২ ফেব্রুয়ারি (শুক্রবার)- প্রথম ভাষা
- ৩ ফেব্রুয়ারি (শনিবার)- দ্বিতীয় ভাষা
- ৫ ফেব্রুয়ারি (সোমবার)- ইতিহাস
- ৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার)- ভূগোল
- ৮ ফেব্রুয়ারি (বৃহষ্পতিবার)-গণিত
- ৯ ফেব্রুয়ারি (শুক্রবার)-জীবন বিজ্ঞান,
- ১০ ফেব্রুয়ারি (শনিবার)-ভৌতবিজ্ঞান
- ১২ ফেব্রুয়ারি (সোমবার)- ঐচ্ছিক বিষয়
উল্লেখ্য, ২০২৪ সালে পুরানো সিলেবাসেই মাধ্যমিক পরীক্ষা হলেও ২০২৫ সালে নতুন সিলেবাসে পরীক্ষা হবে মাধ্যমিকের। এবার সেই নিরিখে তৈরি হল নতুন সিলেবাস কমিটি। আপাতত এক মাসের জন্য এই কমিটি তৈরি করা হয়েছে। এই নয়া কমিটির মাথায় রয়েছেন বঙ্গবাসী কলেজের অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্য়ায়। এছাড়াও প্রেসিডেন্সি কলেজের অধ্য়াপক সুমিত চক্রবর্তীকেও রাখা হয়েছে উপদেষ্টা হিসাবে। নতুন সিলেবাস কমিটির উপদেষ্টা হিসাবে রয়েছেন অভীক মজুমদারও। সিলেবাস কমিটির ইংরেজির বিষয়ে মেন্টর করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্য়াপক মৈনাক বিশ্বাসকে। গণিতের মেন্টর করা হয়েছে সংস্কৃতি বিষয়ক সচিব কৌশিক বসাককে। সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক রাজীব চৌধুরীকে বাংলা বিষয়ে মেন্টর করা হয়েছে। জানা গিয়েছে, মূলত সিলেবাসকে আরও সমৃদ্ধ করার জন্য এই উদ্যোগ। একএকজন মেন্টর এক-একটি বিষয়ের উপর কাজ করবেন। তাঁরাই সময়ের সঙ্গে সামঞ্চস্য রেখে ছাত্রছাত্রীদের উপযোগী সিলেবাস তৈরি করবেন। এই সিলেবাসের ব্যাপারে তাঁরা সুপারিশ করবেন। সেই অনুসারে তাঁরা মাধ্যমিকের সিলেবাস তৈরি করবেন। সেই সিলেবাসের উপর ভিত্তি করেই মাধ্যমিক পরীক্ষা দেবেন লক্ষ লক্ষ পড়ুয়া। নিঃসন্দেহে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটা ২০২৫ সালের কথা মাথায় রেখে করা হয়েছে।