হাওড়া-বর্ধমান শাখায় কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে, দেখুন বাতিল ট্রেনের তালিকা
শক্তিগড়ে কাজ চলার কারণে আজ থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় (কর্ড এবং মেন লাইন) দৈনিক তিন জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
কাজ চলবে শক্তিগড়ে। বাতিল ট্রেনের মধ্যে দু'জোড়া কর্ড লাইনের। এক জোড়া লোকাল ট্রেন মেন লাইনের। কোনও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়নি বা যাত্রাপথ সংক্ষিপ্ত করেনি পূর্ব রেল।
পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নন-ইন্টারলকিং সংক্রান্ত কাজের পর আরও কিছু কাজ থাকে। সেই কাজের জন্য আজ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় শক্তিগড়ে চার ঘণ্টা ট্র্যাফিক ব্লক (সকাল ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত) থাকবে। সেজন্য কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
হাওড়া থেকে কোন কোন ট্রেন বাতিল থাকবে? হাওড়া থেকে ৩৬৮২৩ (কর্ড লাইন), ৩৭৮২৫ (মেন লাইন) এবং ৩৬৮২৫ (কর্ড লাইন) বর্ধমান লোকাল বাতিল থাকবে। আজ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ওই তিনটি ট্রেন বাতিল থাকবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
বর্ধমান থেকে কোন কোন লোকাল ট্রেন চলবে না? ৩৭৮২৬ (মেন লাইন), ৩৬৮৩৮ (কর্ড লাইন) এবং ৩৬৮৪০ (কর্ড লাইন) বর্ধমান-হাওড়া বাতিল থাকবে। ২২ অক্টোবর (শনিবার) পর্যন্ত ওই তিনটি ট্রেন চলবে না। আপাতত যা ঠিক আছে, তাতে শনিবারের পর থেকে পরিষেবা স্বাভাবিক হবে।
- Related topics -
- পরিবহন
- লোকাল ট্রেন
- রেল পরিষেবা
- হাওড়া