Indoor Plants for Oxygen | বায়ু দূষণ থেকে বাঁচুন! বাড়িতে এই ইনডোর প্ল্যান্ট লাগিয়ে বৃদ্ধি করুন অক্সিজেনের মাত্রা! কমবে বায়ুর দূষকের পরিমাণও!

Thursday, October 5 2023, 9:54 am
highlightKey Highlights

বাড়ছে বায়ু দূষণ, কমছে জীবন থেকে সময়। সুস্থ্য থাকতে লাগান লিভিং রুম ইনডোর প্ল্যান্ট । অক্সিজেনের জন্য ইনডোর প্ল্যান্টগুলি যেমন বাড়াবে অক্সিজেনের মাত্রা, তেমনই কমাবে বায়ুর দূষকের পরিমাণ।


আমরা সকলেই জানি  উদ্ভিদ পৃথিবীতে মানুষের বেঁচে থাকার ভিত্তি এবং অক্সিজেন উৎপাদনের জন্য একটি অপূরণীয় কাজ করে। যে স্থান বিভিন্ন ধরণের গাছপালা এবং উদ্ভিদ দ্বারা বেষ্টিত, সেখানে বাতাস পরিষ্কার এবং সতেজ, অক্সিজেনে পরিপূর্ণ হয়। যার ফলে পরিবেশ রক্ষার জন্য গাছ রোপন করা সবথেকে কার্যকর উপায়। তবে দূষণমুক্ত বায়ু এবং ভরপুর অক্সিজেনের জন্য সবার ক্ষেত্রে বাড়িতে বড়োসড়ো গাছ লগ্ন সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি ঘরে আনতে পারেন ইনডোর প্ল্যান্ট (Indoor Plants)। এমন বেশকিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে যা প্রচুর পরিমাণে অক্সিজেন (Indoor Plants for Oxygen) প্রদান করে। পাশাপাশি বায়ু দূষণমুক্ত করে এবং এই ধরণের গাছের জন্য কম স্থান লাগে, লিভিং রুমেও রাখতে পারবেন এই গাছ (Living Room Indoor Plants)। ফলে দেখে নিন নিজেকে ও নিজের পরিবারকে বায়ু দূষণের হাত থেকে রক্ষা করতে এবং বাড়ি অক্সিজেন দ্বারা পরিপূর্ণ করে তুলতে কোন কোন ইনডোর প্ল্যান্ট আনতে পারেন।

পরিবেশ রক্ষার জন্য গাছ রোপন করা সবথেকে কার্যকর উপায়
পরিবেশ রক্ষার জন্য গাছ রোপন করা সবথেকে কার্যকর উপায়

১. পোথোস । Pothos :

পোথোস একটি সুন্দর এবং সক্রিয় পাতার গাছ। যার যত্ন নেওয়াও খুব সহজ। এই ইনডোর প্ল্যান্ট (Indoor Plants for Oxygen) বাড়ির অভ্যন্তরীণ বায়ুর গুণমান উন্নত করার জন্য খুব পরিচিত। এটি বায়ুমণ্ডলে ফর্মালডিহাইড (Formaldehyde), বেনজিন (Benzene) এবং কার্বন মনোক্সাইডের (Carbon Monoxide) মতো দূষক দূর করে। পাশাপাশই, পোথোস অক্সিজেন উত্পাদন এবং রাতে মুক্তির জন্য একটি দুর্দান্ত গৃহমধ্যস্থ উদ্ভিদ। একটি পরীক্ষা দেখা গিয়েছে, এই ইনডোর প্ল্যান্টটি বায়ু থেকে ৬.৫ শতাংশ কার্বন ডাই অক্সাইড হ্রাস করে, সর্বোচ্চ পরিমাণ অক্সিজেন প্রদান করতে সক্ষম। এই গাছের যেমন কম যত্ন লাগে, তেমনই এই গাছ খুব জায়গাতে বেড়ে ওঠে। যার ফলে এই গাছকে লিভিং রুম ইনডোর প্ল্যান্ট (Living Room Indoor Plants) হিসেবেও সাজিয়ে রাখতে পারেন।

 পোথোস  বায়ু থেকে ৬.৫ শতাংশ কার্বন ডাই অক্সাইড হ্রাস করে
 পোথোস  বায়ু থেকে ৬.৫ শতাংশ কার্বন ডাই অক্সাইড হ্রাস করে

২. অ্যারেকা পাম । Areca Palm :

গোল্ডেন পাম (Golden Palm), বাটারফ্লাই পাম (Butterfly Palm) এবং ইয়েলো পাম (Yellow Palm) সবই অ্যারেকা পামে পামের নাম। এই সুন্দর অ্যারেকা পামগুলি হল গ্রীষ্মমন্ডলীয় গাছ যা প্রচুর অক্সিজেন উৎপাদন করে। এই গাছেরও খুব বেশি যত্নের প্রয়োজন হয়না। অ্যারেকা পাম প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপাদন করা ছাড়াও ফরমালডিহাইড (Formaldehyde), জাইলিন (Xylene), বেনজিন (Benzene) এবং টলুইনের (Toluene) মতো বিপজ্জনক দূষণকারী উপাদানগুলিকেও বায়ু থেকে সরিয়ে দেয়। আপনার লিভিং রুমে (Living Room Indoor Plants) পাশাপাশি দুটি অ্যারেকা পাম রাখলে যেমন অক্সিজেনের পরিমাণ বাড়বে তেমনই বায়ু দূষণ কমাবে (Indoor Plants for Oxygen)।

অ্যারেকা পামগুলি হল গ্রীষ্মমন্ডলীয় গাছ যা প্রচুর অক্সিজেন উৎপাদন করে
অ্যারেকা পামগুলি হল গ্রীষ্মমন্ডলীয় গাছ যা প্রচুর অক্সিজেন উৎপাদন করে

৩. স্নেক প্ল্যান্ট । Snake Plant :

স্নেক প্ল্যান্ট, অক্সিজেন উৎপাদনে অসাধারণ দক্ষতার জন্য সুপরিচিত (Indoor Plants for Oxygen)। অক্সিজেন উৎপাদনের পাশাপাশি এই গাছ ইনডোর প্ল্যান্ট হিসেবেও অতিপরিচিত। যার ফলে প্রায়শই এই গাছ বাড়িতে বা অফিসে রাখতে দেখা যায়। এই উদ্ভিদটি ফর্মালডিহাইড (Formaldehyde), নাইট্রোজেন অক্সাইড (Nitrogen Oxide), জাইলিন (Xylene), বেনজিন (Benzene) এবং ট্রাইক্লোরোইথিলিন (Trichloroethylene) শোষণ করে বাতাসকে বিশুদ্ধ করে। তবে এই উদ্ভিদটি দিনে সালোকসংশ্লেষণ করে এবং রাতে অক্সিজেন শোষণ করে, যার ফলে এই গাছ রাতে বেডরুমে না রেখে লিভিং রুমে রাখুন (Living Room Indoor Plants)।

স্নেক প্ল্যান্ট, অক্সিজেন উৎপাদনে অসাধারণ দক্ষতার জন্য সুপরিচিত
স্নেক প্ল্যান্ট, অক্সিজেন উৎপাদনে অসাধারণ দক্ষতার জন্য সুপরিচিত

৪. স্পাইডার প্ল্যান্ট । Spider Plant :

ইনডোর প্ল্যান্ট বা লিভিং রুম ইনডোর প্ল্যান্ট (Living Room Indoor Plants) হিসেবে সুপরিচিত স্পাইডার প্ল্যান্ট বায়ুতে দূষিত পদার্থ কমিয়ে অক্সিজেন বাড়াতে পারে (Indoor Plants for Oxygen)। স্পাইডার প্ল্যান্ট বাতাস থেকে কার্বন মনোক্সাইড (Carbon Monoxide), ফর্মালডিহাইড (Formaldehyde) এবং বেনজিন (Benzene) শোষণ করে বায়ু পরিশুদ্ধ করে। এটি একটি চমত্কার অক্সিজেন উৎপাদনকারী গৃহমধ্যস্থ উদ্ভিদ। এছাড়াও, এই গাছ ইতিবাচক শক্তি বিতরণ এবং উদ্বেগ ও স্ট্রেস ব্যবস্থাপনায় সহায়তা করার জন্যও পরিচিত।

স্পাইডার প্ল্যান্ট বায়ুতে দূষিত পদার্থ কমিয়ে অক্সিজেন বাড়াতে পারে
স্পাইডার প্ল্যান্ট বায়ুতে দূষিত পদার্থ কমিয়ে অক্সিজেন বাড়াতে পারে

৫. পিস লিলি । Peace Lily :

পিস লিলি লিভিং রুম ইনডোর প্ল্যান্ট (Living Room Indoor Plants) হিসেবে সুপরিচিত এর সাদা ফুল এবং সৌন্দর্যের জন্য। মনে করা হয়, এই গাছ  আকর্ষণ নিয়ে আসে এবং সমৃদ্ধির প্রতীক। পিস লিলির যত্ন নেওয়া খুব সহজ এবং বাড়ির অভ্যন্তরে অক্সিজেন বাড়ানোর দুর্দান্ত উৎস হয়ে উঠতে পারে (Indoor Plants for Oxygen)। পিস লিলি বায়ু পরিষ্কার করে, অক্সিজেন সমৃদ্ধ বাতাস তৈরি করে। বায়ু থেকে দূষক অপসারণে চমৎকার ভূমিকা প্লান করে পিস লিলি। পিস লিলি বেনজিন (Benzene) এবং ট্রাইক্লোরোইথিলিন (Trichloroethylene) অপসারণ করে।

পিস লিলি বায়ু পরিষ্কার করে, অক্সিজেন সমৃদ্ধ বাতাস তৈরি করে
পিস লিলি বায়ু পরিষ্কার করে, অক্সিজেন সমৃদ্ধ বাতাস তৈরি করে

৬. তুলসি । Tulsi :

তুলসির গুনাগুন সম্পর্কে যত বলা হয় ততই যেন কম। যুগযুগ ধরে সর্বগুণ সম্পন্ন এই গাছ ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় নানান কাজে ব্যবহৃত হয়ে আসছে।হাঁপানি, সর্দি, গলা ব্যথা, উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরল, সেইসাথে স্ট্রেস ত্রাণ এবং প্রদাহ নিয়ন্ত্রণ সহ একাধিক শারীরিক অসুস্থ্যতা মোকাবিলা করতে তুলসির অবদান অনস্বীকার্য। এছাড়াও হিন্দু ধর্মে এই গাছের রয়েছে বিশেষব ভূমিকাও। যার ফলে আগে তুলসি মঞ্চ দেখা যেত প্রায় সকল হিন্দু বাড়িতেই। তবে এখন সে চল কমে গিয়েছে। তবে ঔষধি গুন্, ছাড়াও এই গাছ অক্সিজেন উৎপাদনেও বিশেষ ভূমিকা পালন করে। তুলসি গাছ দিনে ২০ ঘন্টা অক্সিজেন উত্পাদন করে এবং কার্বন মনোক্সাইড (Carbon Monoxide), কার্বন ডাই অক্সাইড (Carbon Dioxide) এবং সালফার ডাই অক্সাইডের (Sulfur Dioxide) মতো বিপজ্জনক বায়ু দূষক শোষণ করে।

ইনডোর প্ল্যান্ট সম্পর্কে আরও পড়ুন : যত্নে রাখুন আপনার ইন্ডোর প্ল্যান্ট

তুলসি গাছ দিনে ২০ ঘন্টা অক্সিজেন উত্পাদন করে
তুলসি গাছ দিনে ২০ ঘন্টা অক্সিজেন উত্পাদন করে

উল্লেখ্য, বিশ্বের সবথেকে দূষিত দেশের মধ্যে পঞ্চম স্থানে অবস্থিত আমাদের দেশ, ভারত (India)। জল দূষণ, মাটি দূষণের সঙ্গে সঙ্গে ক্রমশ চিন্তা ধরাচ্ছে বায়ু দূষণের মাত্রা। সম্প্রতি শিকাগো বিশ্ববিদ্যালয়ের (University of Chicago) তরফ থেকে একটি রিপোর্ট পেশ করে বলা হয়, ভারতে বায়ুদূষণ আগের তুলনায় মাত্রারিক্তভাবে বেড়ে গিয়েছে। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) নির্ধারিত মানদণ্ডের ১১ গুণেরও বেশি দূষণ ভারতে। এমনকি বাড়তে থাকা বায়ু দূষণের জেরে গোটা দেশবাসীর জীবন থেকেই কমছে সময়। বায়ু দূষণ (Air Pollution) মানেই, অক্সিজেনের (Oxygen) অভাব এবং প্রচুর পরিমাণে দূষিত উপাদান। বায়ু দূষণের থেকে নিজেদের রক্ষা করতে এবং পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন গ্রহণের জন্য আমরা অনেকেই মাস্ক, এয়ার পিউরিফায়ার (Air Purifier) ব্যবহার করে থাকি। কিন্তু তাতেও সেরকম লাভ হয়না। এক্ষেত্রে দরকার গাছ! অক্সিজেনের জন্য ইনডোর প্ল্যান্টই (Indoor Plants for Oxygen) আপনাকে যেমন বায়ু দূষণের থেকে রক্ষা করবে, তেমনই বাড়ি করে তুলবে অক্সিজেনে ভরপুর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File