2000 Note Exchange | ২০০০ নোট বদলানোর সময় প্রায় শেষ! আগামীকালের মধ্যে নোট না বদল করলে পড়তে পারেন বিপদে! বাড়বে কি ২০০০ টাকার নোট বিনিময়ের শেষ তারিখ?

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

১৯সে মে আরবিআই প্রত্যাহার করে ২০০০ নোট। ২০০০ নোট বিনিময় করার শেষ তারিখ ৩০সে সেপ্টেম্বর। ২০০০ টাকার নোট বিনিময়ের শেষ তারিখ বৃদ্ধি করতে পারে আরবিআই। ২০০০ নোট বিনিময়ের তারিখ পরিবর্তন না হলে কী হবে জানুন।


 আগামীকালই অর্থাৎ ৩০সে সেপ্টেম্বরই ২০০০ টাকার নোট বিনিময়ের শেষ তারিখ (2000 Note Exchange Last Date)। চলতি বছর ১৯সে মে-তে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বাজারে প্রচলিত ২,০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) বা আরবিআই (RBI)। সেক্ষেত্রে ২০০০ নোট বিনিময়ের তারিখ (2000 Note Exchange Date) ঘোষণা করা হয়েছিল ৩০ সে সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল। তবে এই আবহে ২০০০ নোট বিনিময় (2000 Note Exchange) সংক্রান্ত আবারও এক নয়া তথ্য এসেছে সামনে।

৩০সে সেপ্টেম্বরই ২০০০ টাকার নোট বিনিময়ের শেষ তারিখ
৩০সে সেপ্টেম্বরই ২০০০ টাকার নোট বিনিময়ের শেষ তারিখ

২০০০ নোট বিনিময়ের সময়সীমা কি বাড়বে? । Will 2000 Note Exchange Period Increase?

Trending Updates

সূত্রের খবর, আরবিআই ফের ২০০০ নোট বিনিময়ের তারিখ (2000 Note Exchange Date) বাড়াতে পারে। অর্থাৎ পরিবর্তন হতে পারে ২০০০ টাকার নোট বিনিময়ের শেষ তারিখ (2000 Note Exchange Last Date)। জানা গিয়েছে, এই সময়সীমা বৃদ্ধি করে অক্টোবরের শেষ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হতে পারে। ফলে যারা এখনও ২০০০ নোট বিনিময় (2000 Note Exchange) করেননি তাঁদের জন্য এটি বড়োই স্বস্তির খবর। তবে এই বিষয়ে এখনও অফিসিয়াল কোনো নির্দেশ জারি করা হয়নি। যদিও  ১লা  সেপ্টেম্বর, ২০২৩-এ আরবিআই-এর প্রেস রিলিজ অনুসারে, ২০০০ টাকার নোটের ৯৩ শতাংশ নোট ১৯ সে মে, ২০২৩-এর মধ্যে ব্যাঙ্কে ফিরে এসেছে। ফলে ২০০০ টাকার নোট জমা দেওয়া এবং বিনিময় করার সময়সীমা বাড়ার সম্ভাবনা থাকলেও তা কম।

২০০০ নোট বিনিময়ের তারিখ (2000 Note Exchange Date) বা সময়সীমা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম থাকায় এখন স্বাভাবিকভাবেই জনসাধারণের প্রশ্ন, ২০০০ নোট বিনিময় (2000 Note Exchange) সময়সীমা বৃদ্ধি না পেলে যাদের কাছে ২০০০ টাকার নোট রয়েছে সেটার কী হবে?

 আরবিআই ফের ২০০০ নোট বিনিময়ের তারিখ বাড়াতে পারে
 আরবিআই ফের ২০০০ নোট বিনিময়ের তারিখ বাড়াতে পারে
  • ২০০০ টাকার নোটের টেন্ডার এখনও অব্যাহত রয়েছে। ফলে ৩০ সে সেপ্টেম্বরের পরেও কারোর কাছে ২০০০ টাকার নোট থেকে গেলে সেটার লেনদেন না হলেও জমার অনুমতি দেওয়া যেতে পারে।
  • ৩০সে সেপ্টেম্বরের পর পরিচয়পত্র দিয়ে রিজার্ভ ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বিনিময়ের অনুমতি দেওয়া যেতে পারে।
  • রিজার্ভ ব্যাঙ্ক নতুন কোনও বিজ্ঞপ্তি জারি করে ২০০০ টাকার নোট বিনিময়ের শেষ তারিখ (2000 Note Exchange Last Date) বৃদ্ধি না করলে বা ২০০০ নোট বিনিময়ের তারিখ (2000 Note Exchange Date) না বাড়ালে ২০০০ টাকার নোটের লেনদেন ও ব্যাঙ্কে বিনিময় সম্পূর্ণ বন্ধও হয়ে যেতে পারে।
৩০সে সেপ্টেম্বরের পর পরিচয়পত্র দিয়ে রিজার্ভ ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বিনিময়ের অনুমতি দেওয়া যেতে পারে
৩০সে সেপ্টেম্বরের পর পরিচয়পত্র দিয়ে রিজার্ভ ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বিনিময়ের অনুমতি দেওয়া যেতে পারে

২০০০ নোট বিনিময় (2000 Note Exchange) করার সময় বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে।  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১৯টি শাখা অফিস ও যে কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে ২০০০ টাকার নোট বদল করতে পারেন। এক্ষেত্রে দু'টি অপশন রয়েছে। কোনও ব্যক্তি চাইলে ২০০০ টাকার নোট নিজের অ্যাকাউন্টে জমা করতে পারেন অথবা কোনও পলিসির প্রিমিয়াম দিতে পারেন। অন্যথা কোনও ব্যক্তি ২০০০ টাকার নোট ভাঙিয়ে ছোট খুচরো নোট নিতে পারেন।

১৯টি শাখা অফিস ও যে কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে ২০০০ টাকার নোট বদল করতে পারেন
১৯টি শাখা অফিস ও যে কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে ২০০০ টাকার নোট বদল করতে পারেন

যদি কোনও ব্যক্তি ২০০০ টাকার নোট ভাঙিয়ে খুচরো নোট নিতে চান, সেক্ষেত্রে একবারে সর্বোচ্চ ২০,০০০ টাকার নোটই ভাঙাতে পারবেন। ২০০০ টাকার নোট বদলের এই বিষয়টি করা হবে পুরোপুরি বিনামূল্যে। অন্যদিকে, কোনও ব্যক্তি যদি মনে করেন ২০০০ টাকার নোট অ্যাকাউন্টে জমা দেবেন, সেক্ষেত্রে মোট ৫০,০০০টাকার বেশি জমা দিতে হলে প্যান কার্ডের নম্বর উল্লেখ করতে হবে।

২,০০০ টাকার নোটের ৯৩ শতাংশ ইতিমধ্যেই আরবিআই-র কাছে জমা পড়েছে
২,০০০ টাকার নোটের ৯৩ শতাংশ ইতিমধ্যেই আরবিআই-র কাছে জমা পড়েছে

উল্লেখ্য, ১লা সেপ্টেম্বরের মধ্যে, ২,০০০ টাকার নোটের ৯৩ শতাংশ ইতিমধ্যেই আরবিআই-র কাছে জমা পড়েছে। এদিকে, আরবিআই যখন মে মাসে এই নোটগুলি সার্কুলেশন থেকে প্রত্যাহার করার ঘোষণা করেছিল, তখন ৩.৬২ লক্ষ কোটি টাকার ২,০০০ টাকার নোটের সার্কুলেশন ছিল। এমতাবস্থায়, ১লা সেপ্টেম্বর পর্যন্ত ৩.৩২ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে এসেছে। গত ১৯ মে আরবিআই-এর ২,০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণার পরেই ২৩ মে থেকে, ব্যাঙ্কগুলি এই নোট এক্সচেঞ্জ বা জমা করার প্রক্রিয়া শুরু করা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File