বিজ্ঞান ও প্রযুক্তি

Electronic Car in Lalbazar | পরিবেশ রক্ষা করতে ইলেকট্রিক গাড়িতে শহর টহল দেবে কলকাতা পুলিশ! সৌরবিদ্যুৎ ব্যবহার করবে মেট্রো!

Electronic Car in Lalbazar | পরিবেশ রক্ষা করতে ইলেকট্রিক গাড়িতে শহর টহল দেবে কলকাতা পুলিশ! সৌরবিদ্যুৎ ব্যবহার করবে মেট্রো!
Key Highlights

কলকাতাকে পরিবেশ বান্ধব করে তুলতে পুলিশের জন্য ২০০টি ব্যাটারি চালিত গাড়ি আনার সিদ্ধান্ত নিলো লালবাজার। সৌরবিদ্যুৎ উৎপাদনে মেট্রোর ব্যবহারে জোর।

পরিবেশ রক্ষার জন্য আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো কলকাতা পুলিশ (Kolkata Police)। শহর কলকাতাকে আরও সবুজ ও সুন্দর করে তুলতে ২০০টিরও বেশি বৈদ্যুতিক গাড়ি অর্থাৎ ইলেকট্রিক গাড়ি (Electronic Car) নিয়ে আসার সিদ্ধান্ত নিলো লালবাজার (Lalbazar)। এই গাড়িগুলি ব্যবহার করা হবে শহর টহলদারির জন্য। তবে কেবল পুলিশের গাড়ির ক্ষেত্রেই নয়, কলকাতাকে আরও উন্নত ও পরিবেশ বান্ধব গড়ে তোলার জন বিশেষ ব্যবস্থা নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষও। পরিবেশ রক্ষার জন্য সৌরবিদ্যুতের ব্যবহার করতে চলেছে মেট্রোও (Metro)।

লালবাজার সূত্রে খবর, কলকাতায় টহলদারির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ কর্তৃপক্ষ। দিনে রাতে সব সময়ই শহর জুড়ে টহলদারি চালাচ্ছে কলকাতা পুলিশ। তবে এদিকে ক্রমশ বাড়ছে তেলের দাম। ফলে যাতে এক ঢিলে দুই পাখি লক্ষভেদ হয় তাই ই-কার (E-Car) এর ব্যবস্থা করতে চলেছে লালবাজার। উল্লেখ্য, গত বছরই বেশ কয়েক ব্যাটারি চালিত গাড়ি আনা হয় শহরে। যা ইতিমধ্যেই টহল দিচ্ছে তিলোত্তমার বুকে। এবার আরও টহলদারিতে জোর দিতে প্রায় দু’শোটি বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

তবে বর্তমানে পুলিশের কাছে যে সব ইলেকট্রিক গাড়িগুলি আছে তা চার্জ দিতে বেশ সমস্যার মুখে পড়তে হয়। লালবাজার ও বেশ কয়েকটি জায়গায় গাড়ি চার্জ দেওয়ার ব্যবস্থা থাকলেও বেশ অসুবিধায় পড়তে হচ্ছে। ফলে পরবর্তীকালে ২০০টি ইলেকট্রিক গাড়ি নিয়ে এলে এই সমস্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা লালবাজারের। যার জন্য, ব্যাটারি চালিত গাড়ি নিয়ে আসার সঙ্গে পুলিশের নিজস্ব চার্জিং স্টেশনের (Charging Station) ব্যবস্থা করার দিকেও নজর দিচ্ছেন পুলিশকর্তারা। সূত্রের খবর, গাড়ির তেলের জন‌্য কলকাতা পুলিশের নিজস্ব ইউনিট ছাড়াও শহরের কিছু পেট্রোলপাম্পের সঙ্গেও গাঁটছড়া বেঁধেছে লালবাজার। ওই পাম্পগুলিতেই পুলিশের নিজস্ব চার্জিং স্টেশন তৈরির চেষ্টা চলছে। বেশি সংখ‌্যক চার্জিং স্টেশন থাকলে প্রয়োজনে প্রত্যেকদিনই বৈদ্যুতিক গাড়িগুলিতে চার্জ দেওয়া সম্ভব হবে। শহরে আসতে চলা এই ২০০ টি ইলেকট্রিক গাড়িগুলির মধ্যে বেশিরভাগই তুলে দেওয়া হবে কলকাতার থানাগুলির হাতে। থানার আওতায় থাকা এলাকার পরিধি ও গুরুত্ব বুঝে কোন থানায় ক’টি করে ই-কার দিতে পারা যায়, তা নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন লালবাজারের পুলিশকর্তারা।

অন্যদিকে, কলকাতাকে আরও উন্নত করতে এবং প্রাকৃতিক জ্বালানি সঞ্চয় করতে সোলার বা সৌরবিদ্যুতের (Solar Power) ব্যবহার করার সিদ্ধান্ত নিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। পরিবেশ বাঁচাতে এবার সৌরবিদ্যুৎ উৎপাদনের দিকে নজর দিচ্ছে মেট্রো রেলওয়ে (Metro Railway)। ইতিমধ্যেই, এর জন্য বিভিন্ন জায়গায় সোলার পাওয়ার প্ল্যান্ট (Solar Power Plant) বসানো হয়েছে।

মেট্রোর পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে মেট্রো সবমিলিয়ে ২১৮৯.৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করছে। নর্থ-সাউথ মেট্রোর (North-South Metro) নোয়াপাড়া (Noapara), দমদম (Dumdum), মহানায়ক উত্তমকুমার (Mahanayak Uttam Kumar), কবি সুভাষ স্টেশনে (Kavi Subhash) এর মধ্যে সবমিলিয়ে ৬৫৭ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ উৎপাদনের প্ল্যান্ট বসানো হয়েছে। পাশাপাশি, ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) সল্টলেক সেক্টর ফাইভ (Sector V), সেন্ট্রাল পার্ক স্টেশন (Central Park Station) ও সেন্ট্রাল পার্ক ডিপো (Central Park Depo) মিলিয়ে মোট ১৫১৯ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ উৎপাদনের প্ল্যান্ট কাজ করছে। এছাড়াও পিপিপি মডেলে মেট্রোর তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালেও (Tapan Sinha Memorial Hospital) একটি ১৩.৫ কিলোওয়াটের আরও একটি প্ল্যান্ট বসানো হয়েছে। এই প্ল্যান্টগুলি বসানোর জন্য মূলত ব্যবহার করা হচ্ছে মেট্রোর নিজস্ব ভবনের ছাদগুলিকে। আশা করা যাচ্ছে,আগামী বছরের মধ্যেই মেট্রোর সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২,৭৯২ কিলোওয়াটে পৌঁছে যাবে। ফলে পরবর্তীকালে স্মার্ট সিটি কলকাতা (Smart City Kolkata) আরও স্মার্ট হওয়ার সঙ্গে পরিবেশ বান্ধবও হয়ে উঠবে।


Dust Allergy | ধুলোর সংস্পর্শে আসতেই শুরু হাঁচি? ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে মেনে চলুন এই কয়েকটি বিষয়!
Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
Kitchen Utensils | স্টিল, অ্যালুমিনিয়াম, নন-স্টিক না মাটির পাত্র? কোন ধরণের বাসনে রান্না করা স্বাস্থ্যকর?
Router WiFi | রাউটার হ্যাক হয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি! সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা CERT-IN! WiFi সুরক্ষিত রাখতে কী করবেন?
Mother’s Day | যত্ন নিন মায়ের স্বাস্থ্যের! জানুন মায়েদের জন্য রয়েছে কী কী স্বাস্থ্যবিমা এবং ৫০ পেরোলেই করাবেন কোন স্বাস্থ্য পরীক্ষা!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali