রাজ্য

`অগ্নিপথ` ইস্যুতে সোমে `ভারত বনধ`, `বিক্ষোভ`-এর আশঙ্কা, সতর্ক লালবাজার

`অগ্নিপথ` ইস্যুতে সোমে `ভারত বনধ`, `বিক্ষোভ`-এর আশঙ্কা, সতর্ক লালবাজার
Key Highlights

অগ্নিপথ ইস্যুতে সোমবার কিছু যুব-ছাত্র সংগঠন বনধ করার চেষ্টা করতে পারে। তাঁরা বিভিন্ন জায়গায় অশান্তির বাঁধাতে পারে।

'অগ্নিপথ' আন্দোলনে সোমবার উত্তার হলে পারে কলকাতা। ভারত বনধের আশঙ্কাও রয়েছে। সূত্রের খবর, সেজন্য আগে ভাগে শহরের সমস্ত থানাকে সতর্ক করেছে লালবাজার। জেলা প্রশাসনকেও সতর্ক করেছে স্বরাষ্ট্র দফতর।

লালবাজার সূত্রে খবর, অগ্নিপথ ইস্যুতে সোমবার কিছু যুব-ছাত্র সংগঠন বনধ করার চেষ্টা করতে পারে। তাঁরা বিভিন্ন জায়গায় অশান্তির বাঁধাতে পারে। সেজন্য শিয়ালদহ স্টেশন, উল্টোডাঙা স্টেশন, কলকাতা স্টেশন, যাদবপুর স্টেশন এবং টালিগঞ্জ মেট্রো স্টেশনে নজরদারির বাড়ানোর কথা বলা হয়েছে।

এছাড়া শ্যামবাজার পাঁচ মাথার মোড়, মৌলালি, সেভেন পয়েন্ট, যাদবপুর 8বি বাসস্ট্যান্ড, হেস্টিং, রাজাবাজার, হাজরা এবং কেসি দাস এলাকাতে বিক্ষোভের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এখানেই শেষ নয়, হাওড়া ব্রিজগামী রাস্তা, সেনার দফতর এবং বিজেপি পার্টি অফিসেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

বনধ, বিক্ষোভ হক বা না হক, সোমবারের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না কলকাতা পুলিস। ওইদিন শহরে মোট ৩৮টি পিকেট থাকবে। ৯টি ডিভিশনের তদারকির দায়িত্ব সামলাবেন ২ জন অ্যাডিশনাল সিপি এবং ৭ জন জয়েন্ট সিপি। ৪৩টি জায়গা, যেখানে সরকারি অফিস রয়েছে এবং তার বাইরে বাহিনী পোস্টিং থাকবে। ৫৮টি জায়গাতে পিসিআরভি থাকবে।


Trump Govt | এবার কোপ স্বাস্থ্য দফতরে, এক ধাক্কায় প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই ট্রাম্প প্রশাসনের !
Cholesterol | কফি মেশিন থেকে বারে বারে কফি খান? সাবধান! ওই মেশিনেই লুকিয়ে 'মৃত্যু ফাঁদ'!
Train Ticket Cancel | এবার অনলাইনেও বাতিল করা যাবে টিকিট কাউন্টার থেকে কাটা ট্রেনের টিকিট!
Waqf Amendment Bill | লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল! এই ওয়াকফ বিল আসলে কী?
Medical Students | হবু ডাক্তারদের মধ্যে বেড়েছে ড্রপ আউট-সুইসাইডের প্রবণতা! মারাত্মক তথ্য দিলো ন্যাশনাল মেডিক্যাল কমিশন
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo