Prophet Row: নূপুর বিতর্কে কুয়েতের ইউ টার্ন! দেশ ছাড়া করার হুঁশিয়ারি!
কুয়েতের ভোলবদল। নূপুর শর্মা বিতর্কে আচমকাই ১৮০ ডিগ্রি ইউ টার্ন সরকারের। ভবিষ্যতের কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসী ভারতীয়, পাকিস্তানের নাগরিকরা।
নবীকে নিয়ে BJP-র সাসপেন্ডেড মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখানোর অভিযোগে কুয়েতে আইনভঙ্গকারী প্রবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সে দেশের সরকার। এমনকী দেশ থেকে তাঁদের বহিস্কৃতও করা হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হল। অথচ এই কুয়েত সরকারই একই ইস্যুতে সে দেশের ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিল। এমনকি ক্ষমা চাইতেও নির্দেশ দিয়েছিল। কিন্তু, আচমকাই ইউ টার্ন নিল কুয়েত সরকার (Kuwait Govt)।
নবীকে নিয়ে সাসপেন্ডেড বিজেপি মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের জেরে প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে বিদেশেও। কুয়েতের ভারতীয় রাষ্ট্রদূত সিবি জর্জকে ডেকে অভিযুক্তের কড়া শাস্তিরও দাবি জানিয়েছিল কুয়েত সরকার।
রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়েছিল প্রতিবাদপত্র। কিন্তু, আচমকাই ১৮০ ডিগ্রি ভোল পালটে তারাই অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি দেশ থেকে তাড়িয়েও দেওয়া হতে পারে বলে কড়া বার্তা দেওয়া হয়েছে।
কুয়েত সরকারের (Kuwait Govt) এধরণের সিদ্ধান্তের পেছনে কারণ কী?
কুয়েতের আইন অনুযায়ী সে দেশে বসবাসকারী প্রবাসীরা কোনও বিক্ষোভসূচিতে অংশগ্রহণ করতে পারে না। দেশের আইন ভাঙার অভিযোগে এবং পরবর্তীকালে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, অন্য দেশের নাগরিকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে তারা। শাস্তি হিসেবে গ্রেফতার করা হতে পারে। যদি গ্রেফতার না করা হয়, সে ক্ষেত্রে অভিযুক্তদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। ভবিষ্যতে তারা কেউ আর কুয়েতে প্রবেশ করতে পারবে না।
এই ঘটনার জেরে ইতিমধ্যেই কুয়েতের সুপারমার্কেটে বয়কট করা হয়েছে ভারতীয় পণ্য। আর এর ফলে উপসাগরীয় দেশগুলিতে প্রশ্ন উঠেছে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়েও। যদিও এ ব্যাপারে এখনও কোনও স্বস্তির খবর জানাতে পারেনি ভারত সরকার।
- Related topics -
- দেশ
- নুপুর শর্মা
- রাজনীতি
- ভারতীয়
- বিজেপি