Kolkata Municipal Election 2021 । অবশেষে জারি হল বিজ্ঞপ্তি। কবে হবে কলকাতা পুরভোট?

Thursday, November 25 2021, 11:43 am
highlightKey Highlights

১৯শে ভোট, সম্ভবত ২১ তারিখ সম্ভাব্য ফল, কলকাতা পুরভোট ইভিএমে, বলল রাজ্য নির্বাচন কমিশন ।


আজ দুপুরে একটি বৈঠকে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যে কলকাতার পুর ভোটের নির্ঘন্ট জানানো হয়েছে। সাংবাদিক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনের চেয়ারম্যান সৌরভ দাস বলেন, গণনা নিয়ে চূড়ান্ত ঘোষণা পরে হবে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী,

<b>তারিখ </b><b>সময়সূচী / পর্ব </b>
১লা ডিসেম্বর, ২০২১ প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন
২রা ডিসেম্বর, ২০২১ মনোনয়ন প্রার্থীদের যাচাই এবং বাছাই করা হবে 
৪ঠা ডিসেম্বর, ২০২১ প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ
১৯শে ডিসেম্বর, ২০২১ সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকাতার সকল ভোটগ্রহণ কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া চলবে 
২২শে ডিসেম্বর, ২০২১ (সম্ভবত) কলকাতা পুরভোট নির্বাচনের ফলাফল ঘোষিত হবে 
২০শে ডিসেম্বর পুনর্নিবাচন 
Trending Updates
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন&nbsp;
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন 

ভোট প্রচারের নিয়মাবলী: 

  1. কলকাতা পুরসভার অন্তর্গত মোট ১৪৪ টি ওয়ার্ড, ৪৭৪২ টি বুথ, ৩৮৫ টি অতিরিক্ত বুথ এবং ১৭০৭ টি প্রেমিসেস আছে।  
  2. দরজায় দরজায় ভোট প্রচারে সর্বাধিক ৫ জন নিয়ে যেতে পারবেন মনোনীত প্রার্থী।
  3. ছোট মিটিং বাদে কোনো বড় মিটিং বা মিছিল করা যাবে না। 
  4. সন্ধ্যা সাতটার পর মিটিং মিছিল হবে না। 
  5. ভোট প্রচারের সময় সম্পূর্ণভাবে কোভিড বিধি মেনে চলতে হবে। 

কলকাতা পুরভোট বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন আরও জানিয়েছেন, "কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না এখনও ঠিক নেই। ডিজি রিপোর্ট দেবেন, তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File