Sector Five Kolkata | মেট্রোর কাজের জন্য ৬ মাসের ভোগান্তি! সেক্টর ফাইভে রোড ডাইভারশন! স্বাধীনতা দিবসে কমবে মেট্রো চলাচল!

Tuesday, September 12 2023, 9:38 am
highlightKey Highlights

টেকনোপলিস মোড়ের রাস্তা বন্ধ করে দেওয়া হলো মেট্রোর কাজের জন্য। কলকাতাগামী গাড়ির জন্য করা হয়েছে রোড ডাইভারশন। স্বাধীনতা দিবসে নর্থ-সাউথ করিডরে ১৮৮টি এবং ইস্ট ওয়েস্ট করিডরে ৯০টি মেট্রো চলবে।


সপ্তাহের শুরুতেই ভোগান্তির মুখে পড়তে হতে পারে সেক্টর ফাইভের অফিস কর্মীদের। মেট্রোরেলের কাজের জন্য ডাইভারশন হতে চলেছে সেক্টর ফাইভ-এর রোড (Sector Five Kolkata)। আগামী ৬ মাসের জন্য বন্ধ থাকবে টেকনোপলিস মোড়ের (Technopolis) সামনের রাস্তা। ফলে কলকাতা যেতে হলে এবার অন্য রাস্তা ধরে যাতায়াত করতে হবে বলেই জানিয়েছেন বিধান নগর ডিসি।

গতকাল অর্থাৎ শনিবার রাত থেকেই এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। বিধান নগর ডিসি ট্রাফিক ইন্দিরা মুখোপাধ্যায় (Bidhan Nagar DC Traffic Indira Mukherjee) জানান, টেকনোপলিস মোড়ের আগেই মেট্রোর কাজ হচ্ছে। সেই কাজের জন্যই কলকাতা যাওয়ার রাস্তা বন্ধ থাকবে আগামী ৬ মাস। কর্মব্যস্ত দিনে এয়ারপোর্টের দিক থেকে সল্টলেকের দিকে যাওয়ার জন্য অসংখ্য অফিস কর্মী এই রাস্তা ব্যবহার করে থাকেন। তবে এবার থেকে আগামী ছয় মাসের জন্য এই রাস্তা দিয়ে যাঁরা যান, তাঁদের জন্য ড্রাইভারশন করা হচ্ছে। উল্লেখ্য, গত এক সপ্তাহ থেকেই সেক্টর ফাইভ, কলকাতার টেকনোপলিস স্টেশনে মেট্রোর কাজ চলছে। তবে এতদিন পর্যন্ত এই রাস্তা বন্ধ করা হয়নি মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে। কিন্তু শনিবার রাত থেকে মেট্রোরেল কর্তৃপক্ষর পক্ষ থেকে টেকনোপলিসের সামনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। মেট্রো স্টেশনের কাজের জন্য টেকনোপলিসের সামনে লাল বক্স করে দেওয়া হয়েছে। কলকাতা লেন পুরোপুরি বন্ধ থাকবে।

  আগামী ৬ মাসের জন্য বন্ধ থাকবে টেকনোপলিস মোড়ের সামনের রাস্তা  
  আগামী ৬ মাসের জন্য বন্ধ থাকবে টেকনোপলিস মোড়ের সামনের রাস্তা  

তাহলে এখন বিকল্প রাস্তা কী আছে? জানা গিয়েছে, এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ার জন্য  নিউটাউন বক্স ব্রিজ (Newtown Box Bridge) থেকে নেমে কেয়া মোটর্স  হয়ে ফিলিপস মোড়, আরএস সফটওয়্যার মোড় হয়েও কলকাতার দিকে যাওয়া যাবে। এল বি রোড (LB Road) বা সল্টলেকের দিকে যাওয়া প্রয়োজন হলে কেয়া মোটর্স এর সামনে হয়ে টেকনোপলিস বিল্ডিংয়ের ব্যাক সাইড দিয়ে নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন অফিস কর্মীরা। নিউ টাউনের নারকেলবাগান মোড় থেকে এম আর ধরে চিংড়িঘাটার (Chingrighata) দিকে যাওয়া যেতে পারে। আবার সল্টলেকের দিকে যেতে গেলেও যাওয়া যেতে পারে। এছাড়াও আর একটা বিকল্প রাস্তা তৈরি হয়েছে নারকেলবাগান মোড় থেকে নতুন ব্রিজ ধরে গোদরেজ ওয়াটার সাইট রিং রোড ধরে এসডিএফ হয়ে চিংড়িঘাটা যাওয়ার জন্য। 

শুধুমাত্র কলকাতাগামী গাড়িগুলোর জন্যই এই ডাইভারশন
শুধুমাত্র কলকাতাগামী গাড়িগুলোর জন্যই এই ডাইভারশন

সূত্রের খবর,ইতিমধ্যেই রোড ড্রাইভারশন দেওয়া রয়েছে। জানা গিয়েছে,  শুধুমাত্র কলকাতাগামী গাড়িগুলোর জন্যই এই ডাইভারশন। এয়ারপোর্টগামী রাস্তায় কোনও পরিবর্তন এখন হচ্ছে না। যাতে কোথাও কোনও সমস্যা না হয়, সেজন্য অতিরিক্ত পুলিশি ব্যবস্থাও করা হয়েছে। অন্যদিকে, স্বাধীনতা দিবসের (Independence Day) দিন কমতে চলেছে মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো কর্তৃপক্ষর (Kolkata Metro Authority) থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ওইদিন উত্তর-দক্ষিণ করিডরে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (Dakshineswar to Kavi Subhash Metro Route, Kolkata) রুটে ১৮৮টি এবং পূর্ব-পশ্চিম বা ইস্ট ওয়েস্ট করিডরে (East-West Metro Route, Kolkata) ৯০টি মেট্রো চলবে।

  দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে ১৮৮টি  মেট্রো চলবে
  দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে ১৮৮টি  মেট্রো চলবে

 কলকাতা মেট্রোরেল কর্পোরেশন জানিয়েছে,স্বাধীনতা দিবসের দিন দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। দক্ষিণেশ্বরের উদ্দেশেও প্রথম ট্রেন ছাড়বে ৬টা ৫০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে এবং দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। একই সময় কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রোটি ছাড়বে রাত সাড়ে ৯টায়। 

সেক্টর ফাইভ কলকাতা সম্পর্কে আরও পড়ুন : 'অফিস পাড়া'র নয়া আকর্ষণ সেক্টর ফাইভ টাউন স্কোয়ার! 

  ইস্ট ওয়েস্ট করিডরে ৯০টি মেট্রো চলবে
  ইস্ট ওয়েস্ট করিডরে ৯০টি মেট্রো চলবে

অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় শিয়ালদহ (Sealdah) থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী (Salt Lake Sector Five, Kolkata) প্রথম ট্রেন সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়বে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহর উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। পাশাপাশি শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৩৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে শিয়ালদহর শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File