Sharenting | ঘন ঘন সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন? 'স্যারেন্টিং' থেকে সাবধান বার্তা সিআইডির!
ছোট্ট শিশুদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ছবি ও ভিডিও থেকে সাইবার ক্রিমিনালরা তথ্য সংগ্রহ করতে পারে। যার ফলে বিপদে পড়তে পারেন আপনি-সহ আপনার সন্তানও।
বাড়িতে ছোট্ট সদস্য এলেই বাবারা তাদের খুদে সন্তানের ছবি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। সন্তানের হাসি,রাগ, নানা রকমের ভঙ্গি, খেলা, কথা বলা, প্রথম হাঁটা, অনেক কিছুর খিযির মুহূর্তই সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ফেসবুক (Facebook), ইনস্টাগ্রামের (Instagram) মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেন বাড়ির সদস্যরা। তবে এই ঘটনা খুবই সাধারণ ও বিপদহীন মনে হলেও তা একদমই ভুল বলে জানালেন ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (Crime Investigation Department) বা সিআইডি (CID) আধিকারিকরা।
সন্তানের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা আপনার সন্তানের জন্যই বিপদজনক হতে পারে সাবধান বার্তা দিলেন সিআইডি আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, খুদের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ডেকে আনতে পারে 'স্যারেন্টিং' (Sharenting)।
প্রযুক্তির যুগে এখন সবাই সোশ্যাল মিডিয়ায় দক্ষ। সবারই হাতের মুঠোয় রয়েছে গোটা দুনিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা। বর্তমানে মা বাবারা বা বাড়ির সদস্যরা ছোট্ট সন্তানের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দূরে থাকা আত্মীয় বা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। তবে সব ভালোরই খারাপ থাকে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ছোটদের এই সব তথ্যকেই হাতিয়ার করছে সাইবার জালিয়াতরা (Cyber Criminals)। এই বিষয়টিকেই বলা হয় স্যারেন্টিং।
সিআইডি জানাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছোটদের ছবি ও ভিডিও সংগ্রহ করে বিকৃত ছবি বানাচ্ছে সাইবার জালিয়াতরা। পাশপাশি সিআইডি উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন,স্যারেন্টিং শব্দটির প্রচলন খুব পুরনো নয়। তবুও শিশুদের ছবি শেয়ারিংয়ে কোনও রাশ টানছেন না বাবা-মায়েরা। শিশুর খুঁটিনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে ভবিষ্যতে তার ফল ভাল নাও হতে পারে। এই সব তথ্য নিজেদের কাজে ব্যবহার করতে পারে সাইবার জালিয়াতরা।
সম্প্রতি, সিআইডির ফেসবুক পেজের মাধ্যমে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য আবেদন করে পোস্ট করা হয়। যেখানে শিশুদের গোপনীয়তা বজায় রাখা ও সোশ্যাল মিডিয়ায় শিশুদের বেশি ছবি বা ভিডিও শেয়ার না করার কথা বলা হয়। পাশপাশি, সিআইডির উচ্চপদস্থ আধিকারিক জানান, স্যারেন্টিং-র বিষয়ে মা বাবাদের সতর্ক করার জন্য একটি ক্যাম্পেন শুরু করা হবে।
প্রসঙ্গত, স্যারেন্টিং-এর বিষয়ে কলকাতা সিআইডির আগেও ২০২০ সালে সচেতন করেছে এফবিআই (FBI)। এই বিষয়ে অপরাধ আগের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে বলেও জানা গিয়েছে। যার ফলে স্যারেন্টিং নিয়ে ক্যাম্পেন শুরু করে অসম পুলিশ (Assam Police)। এবার একই পথে হাটতে চলেছে কলকাতাও। এই বিষয়ে কলকাতা সিআইডি আধিকারিকরা জানিয়েছেন, সন্তানের জন্মদিন বা বিশেষ দিনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় ছবি বা ভিডিও পোস্ট করতে পারেন। কিন্তু খুব ঘন ঘন ছবি পোস্ট করা ডেকে আন্তে পারে বিপদ। ফলে সেক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে মা বাবা ও পরিবারের সদস্যদের।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- সাইবার ক্রাইম
- প্রতারণা
- সোশ্যাল মিডিয়া
- ফেসবুক
- ইনস্টাগ্রাম
- সিআইডি
- এফবিআই
- শহর কলকাতা