লাইফস্টাইল

7 Warning Signs of Dengue Fever | শহরে বাড়ছে ডেঙ্গুর বাড়বাড়ন্ত! শিশুর জ্বর হলে তা 'সাধারণ' ভেবে করবেন না ভুল! দেখুন ডেঙ্গু জ্বরের ৭টি সতর্কীকরণ লক্ষণ!

7 Warning Signs of Dengue Fever | শহরে বাড়ছে ডেঙ্গুর বাড়বাড়ন্ত! শিশুর জ্বর হলে তা 'সাধারণ' ভেবে করবেন না ভুল! দেখুন ডেঙ্গু জ্বরের ৭টি সতর্কীকরণ লক্ষণ!
Key Highlights

কলকাতায় বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। এই পরিস্থিতিতে বাতিল স্বাস্থ্যদফতরের ছুটি। জানুন শিশুদের মধ্যে ডেঙ্গুর লক্ষণ ও ডেঙ্গু জ্বরের ৭টি সতর্কীকরণ লক্ষণ সম্পর্কে।

খাস শহর কলকাতায় (Kolkata) বাড়ছে ডেঙ্গুর দাপট। বঙ্গে এবং শহরে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জানা গিয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গে ডেঙ্গু আক্রান্ত ছাড়িয়েছে ২৬ হাজার ছ’শোর সীমা। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজোতেও ছুটি বাতিল করল পুর স্বাস্থ্যদফতর। ছোট থেকে বড় কেউই বাদ যাচ্ছেন না এই মশাবাহিত রোগের হাত থেকে।

পুরসভা সূত্রে খবর, ২০২২-এ কলকাতায় মোট ডেঙ্গু আক্রান্ত ছিল ২৪০০। কিন্তু ২০২৩-এর সেপ্টেম্বর পর্যন্ত সেই সংখ‌্যা ছুঁয়েছে ২,৭০০। জানা গিয়েছে, কলকাতা পুরসভার তিনটে বরোর অবস্থা সবচেয়ে খারাপ। ১০, ১৩ আর ১ নম্বর বরো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পুর স্বাস্থ‌্যদপ্তর। এই প্রসঙ্গে মেয়র পারিষদ (স্বাস্থ‌্য) অতীন ঘোষ (Atin Ghosh) জানিয়েছেন, তিনটে বরোতে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে খারাপ। মঙ্গলবার মেয়র পারিষদ জানান, যেখানে মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন,তার আশপাশেই ডিম পাড়ছে মশা। সে ডিম থেকে নতুন যে মশাটা জন্মাচ্ছে, সে ডেঙ্গুর ভাইরাস নিয়েই জন্মাচ্ছে। ডেঙ্গুর এই পরিস্থিতিতে দুর্গাপুজো তো বটেই, কালীপুজোতেও ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেয় পুর স্বাস্থ‌্যদফতর। কলকাতা পুরসভার স্বাস্থ‌্য বিভাগের মেয়র পারিষদ জানিয়েছেন, ডেঙ্গু পরিস্থিতির দিকে নজর রেখে অক্টোবর-নভেম্বরে সমস্ত ছুটির দিনেও কাজ করতে হবে পুরসভার স্বাস্থ‌্যবিভাগকে।

পুরসভা আরও জানিয়েছে, আক্রান্তের পাশাপাশি অন‌্যান‌্য বছরের তুলনায় শহরে ডেঙ্গু টেস্টও বেড়েছে অনেকটাই। ২০২২-এ শহরে কলকাতা পুরসভার ক্লিনিকে সব মিলিয়ে ৯০ হাজার ডেঙ্গুর রক্ত পরীক্ষা হয়েছিল। এবার আগস্ট পর্যন্ত সে সংখ‌্যা ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছে। এখনও বছর শেষ হতে চার মাস বাকি। পুরসভা মনে করছে, বছর শেষে পুর ক্লিনিকে এই ডেঙ্গু রক্ত পরীক্ষার সংখ‌্যা দেড় লক্ষ ছোঁবে। এই প্রসঙ্গে, রাজ্যের স্বাস্থ‌্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, জ্বর মানেই ডেঙ্গু নয়। কিন্তু জ্বর তিনদিন থাকলে রক্ত পরীক্ষা করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

তবে বর্ষার এই মরশুমে প্রায় সকলেই জ্বর, সর্দি, কাশিতে ভুক্তভুগি। একটু ঠান্ডা-গরম লাগলেই এখন ঘরে ঘরে হচ্ছে জ্বর। বিশেষত এই সময়ে ভাইরাল ফিভারে ভুগছে বাড়ির ছোট সদস্যরা। তবে এক্ষেত্রে কীভাবে বুঝবেন কোনটা সাধারণ জ্বর এবং কোনটা ডেঙ্গু? এক নজরে দেখে নিন শিশুদের মধ্যে ডেঙ্গুর লক্ষণ (Dengue Symptoms in Kids) ও ডেঙ্গু জ্বরের ৭টি সতর্কীকরণ লক্ষণ (7 Warning Signs of Dengue Fever)

ডেঙ্গু জ্বরের ৭টি সতর্কীকরণ লক্ষণ । 7 Warning Signs of Dengue Fever :

ডেঙ্গু একটি মশা বাহিত রোগ যা, প্রধানত এডিস মশা থেকে ছড়ায়। ডাক্তারদের মতে, পরিবেশে উপস্থিত কোনো ভাইরাস  যদি এডিস মশার মধ্যে থাকে এবং সেই মশা যদি কোনো ব্যক্তিকে  কামরায় তাহলে ডেঙ্গু হওয়ার সম্ভবনা থাকে। স্ত্রী এডিস মশা এই সংক্রমণের কাজটি করে থাকে, কোনো ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির থেকে সুস্থ ব্যক্তির মধ্যে। রোগ বহনকারী মশা দ্বারা কামড়ানোর ৪ থেকে ৬ দিনের মধ্যেই ব্যক্তির ডেঙ্গু জ্বর শুরু হয়। প্রধানত জ্বরই হলো ডেঙ্গুর প্রধান লক্ষণ। তবুও অনেকেই এই জ্বরকে ভাইরাল ফিভার ভেবে বিশেষ গুরুত্ব দেন না। একারণে ডেঙ্গু মারাত্মক ক্ষতিকর হতে পারে বলে দাবি চিকিৎসকদের। জ্বর হলে কীভাবে বুঝবেন, এটি সাধারণ জ্বর নাকি ডেঙ্গু? দেখে নিন ডেঙ্গু জ্বরের ৭টি সতর্কীকরণ লক্ষণ (7 Warning Signs of Dengue Fever)।

  • জ্বর এবং শরীরে ব্যথা : ডেঙ্গু রোগের প্রাথমিক লক্ষণ হলো অত্যধিক জ্বর এবং শরীরে অসহ্য ব্যথা। জ্বর হলে তা ৯৯ এবং ১০৫ ডিগ্রি ফারেনহাইট এর তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে । অনেকক্ষেত্রে জ্বর হলে ঘামও দিতে পারে, কিন্তু ঘাম দিলেও অনেক সময় জ্বর আরও বাড়তে পারে।
  • হাতে পায়ে ও কোমরে ব্যাথা :  ডেঙ্গু রোগে আক্রান্ত জ্বরের সঙ্গে ব্যক্তির পা এবং হাতে ও কোমরে ব্যথাও হতে পারে। এক্ষেত্রে কোনরকম ওষুধ বা ম্যাসাজ খুব একটা বেশি সাহায্য করে না।
  • শ্বাস প্রশ্বাসে সমস্যা  :ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তির অনেক সময় অত্যধিক শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে, যা নানান শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে।
  •  চোখ জ্বালা এবং অস্থিরতা  : ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তির চোখে লালচে ভাব দেখা দিতে পারে, যা চোখে একটি তীক্ষ্ণ জ্বালা এবং অসুবিধা উৎপন্ন করতে পারে। এটি ডেঙ্গু জ্বরের আরেকটি সাধারণ লক্ষণ।
  •  পেট ব্যথা এবং অসুস্থতা  :   ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তিদের শরীরের পেশী ব্যথার সঙ্গে সঙ্গে পেটে ব্যথাও হতে পারে এবং তারা অসুস্থ অনুভব করতে পারে। এক্ষেত্রে সঠিক খাদ্যাভাস এবং পুষ্টির প্রয়োজন।
  •  কাশি এবং সর্দি : ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তির জ্বরের সঙ্গে সাধারণভাবে কাশি এবং সর্দি হতে পারে। এই ধরণের লক্ষণ সাধারণ ভাইরাল ফিভার বলে মনে হলেও, আদৌতে কিন্তু তা নয়। এক্ষেত্রে তিনদিনের বেশি জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া শ্রেয়।
  • প্রস্রাব  : ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তিদের শরীর থেকে প্রস্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে।এটি ছাড়াও দ্বিতীয়বার ডেঙ্গু সংক্রমণের পর কোনো ব্যক্তি যদি আবারও মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়, তাহলে এর  তীব্রতা বেড়ে যায়। তাই, যারা আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন তাদের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। ডেঙ্গু ভাইরাস মানবদেহের রক্তনালীর ক্ষতি করে। ফলস্বরূপ রক্তনালীতে গর্ত তৈরি হয়। রক্ত প্রবাহে, কম প্লেটলেট থাকে। এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গ থেকে রক্তপাত এবং অন্যান্য জটিলতার কারণে রোগীর শেষ পর্যন্ত মৃত্যু হতে পারে।

শিশুর ডেঙ্গুর লক্ষণ । Dengue Symptoms in Child :

বর্ষায় সবথেকে বড় আতঙ্ক মশা বাহিত এই রোগ, ডেঙ্গু। তবে যেহেতু এই মরশুমে ছোটদের প্রায়শই ঠান্ডা লেগে জ্বর হয়ে থাকে তাই বাড়ির খুদে সদস্যের সাধারণ জ্বর না ডেঙ্গু হয়েছে তা বোঝা অনেক সময় মুশকিল হয়ে যায়। তবে শিশুদের মধ্যে বিশেষ কিছু ডেঙ্গুর লক্ষণ (Dengue Symptoms in Kids) দেখা যায়।

ডেঙ্গু জ্বরের ৭টি সতর্কীকরণ লক্ষণ ও ডেঙ্গুর ঘরোয়া প্রতিকার সম্পর্কে পড়ুন :জানুন ডেঙ্গুর লক্ষণ ও চিকিৎসা

বেশিরভাগ সময়, এডিস মশাগুলি সন্ধ্যার ঠিক আগে বা ভোরে এবং বিকেলে আক্রমণ করে। প্রাপ্তবয়স্কদের মতো শিশুদের সেভাবে সতর্ক করা যায়না, ফলে তাদের বর্ষার মরশুমে বিশেষ খেয়াল রাখতে হয়। ফলে বাড়িতে ছোট সন্তান থাকলে বাড়ি এবং আশেপাশের জায়গা পরিষ্কার রাখায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলে থাকেন চিকিৎসকরা। উল্লেখ্য, প্রাপ্তবয়স্কদের তুলনায়, শিশুর ডেঙ্গুর লক্ষণ (Dengue Symptoms in Child) প্রায়ই কম গুরুতর হয়। তবে  শিশুদের মধ্যে বিশেষ কিছু ডেঙ্গুর লক্ষণ (Dengue Symptoms in Kids) দেখা যায়, যা নিম্নরূপ।

  • উচ্চ তাপমাত্রা সহ পাঁচ দিনের বেশি জ্বর।
  • শরীরের তাপমাত্রা হ্রাস পাওয়া। অনেক সময় ৯৬.৮ ডিগ্রি ফারেনহাইটেরও কম তাপমাত্রা।
  • শরীরের নানান অঙ্গে ফুসকুড়ি হওয়া।
  • প্রত্যেকদিন একাধিকবার বমি হওয়া এবং বমি বমি ভাব।
  • অনেক ক্ষেত্রে শিশুর ডেঙ্গুর লক্ষণ (Dengue Symptoms in Child) হিসেবে নাক এবং মাড়ি থেকে রক্তপাত হয়।
  • ডেঙ্গু আক্রান্ত শিশু ক্রমাগত তন্দ্রা অনুভব করতে পারে।
  • বহু ক্ষেত্রে ডেঙ্গু দ্বারা আক্রান্ত হলে, শিশু ঘন  ঘন কান্নাকাটি করে। এক্ষেত্রে চিকিৎসকরা এটি শিশুদের মধ্যে ডেঙ্গুর লক্ষণ (Dengue Symptoms in Kids) হিসেবে বিবেচিত করে থাকেন।
  • চোখের অস্বস্তি বা হালকা সংবেদনশীলতা অনুভব হতে পারে ছোট্ট সন্তানের।
  • এর সঙ্গে শিশুর ডেঙ্গুর লক্ষণ (Dengue Symptoms in Child) হিসেবে হতে পারে মাথাব্যথা, শরীরের পেশী ব্যাথা, জয়েন্টগুলোতে ব্যাথা।

 উল্লেখ্য, এডিস ইজিপ্টাইয়ের (Aedes aegypti) বাড়বাড়ন্তের মধ্যে বাংলায় আসতে চলেছে ডেঙ্গুর টিকা। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে আইসিএমআর-এর (ICMR) শাখা নাইসেড (NICED) আগামী নভেম্বর মাসে রাজ্যের প্রায় সাড়ে দশ হাজার স্বেচ্ছাসেবকের উপর শুরু করছে ডেঙ্গু টিকার ক্লিনিক‌্যাল ট্রায়াল। নাইসেডের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই টিকা ডেঙ্গুর চারটি সেরোটাইপ অর্থাৎ ডেন-১, ডেন-২, ডেন-৩ এবং ডেন-৪ এই চারটি প্রজাতিকে রুখে দিতে পারবে।


India vs Malaysia | আজ মুখোমুখি ভারত ও মালয়েশিয়া! কেন গুরুত্বপূর্ণ ফিফা ফ্রেন্ডলির এই ফুটবল ম্যাচ?
Uma Dasgupta | প্রয়াত ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’! অভিনেত্রী উমা দাশগুপ্তের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ
IND vs SA । পরপর ৩ বার জয়ের মুকুট ভারতের মাথায়, অর্শদীপ বরুন হার্দিক ঝড়ে উড়ে গেলো দক্ষিণ আফ্রিকা
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
India’s First Hydrogen Train | এবার জল দিয়েই চলবে ট্রেন! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে ডিসেম্বরেই
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo