বিয়ের পর ভিকি কৌশলের প্রথম জন্মদিন, ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখল, ‘নিউইয়র্কওয়ালা বার্থ ডে’

Monday, May 16 2022, 10:52 am
highlightKey Highlights

সম্প্রতি নিউ ইয়র্ক পাড়ি দিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা, সেখান থেকে একাধিক ছবিও শেয়ার করেছেন। জানা গিয়েছে এবারের জন্মদিনটাও নিউইয়র্কেই পালন করবেন অভিনেতা।


বর্তমানে নিউ ইয়র্ক শহরে রয়েছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। বিয়ের পর এটা জুটির তৃতীয় ট্যুর। হানিমুনে গিয়েছিলেন মলদ্বীপ, তারপর কোনও এক অজানা আইল্যান্ডে। আর এবার তাঁরা আমেরিকায়।

বিয়ের পরে জীবনসঙ্গীর সাথে কীভাবে নিজের জন্মদিনটা পালন করছেন ভিকি, তা জেনে নেওয়া যাক

সোমবার অভিনেতা ভিকি কৌশলের জন্মদিনে একটি ছবি পোস্ট করলেন ক্যাটরিনা। ক্যাপশনে লিখলেন, ‘নিউ ইয়র্ওক ওয়ালা বার্থ ডে মাই লাভ। তুমি সবকিছু আরও ভালো করে দিয়েছ’। তবে বউয়ের এই ফোটো ক্যাপশনে সামান্য বদল আনলেন ভিকি। 

Trending Updates

শুধরে দিয়ে ভিকি লিখলেন, ‘শাদিশুদা বার্থ ডে।’ ভিকি আর ক্যাটরিনার এই মিষ্টি ছবিকে ভালোবাসায় ভরিয়ে তুলল অনুরাগীরা। বেশ মস্করাও হল ভিকির কমেন্ট নিয়ে। কোনও কোনও ভক্ত তো প্রশ্নও তুললেন ‘বিয়ের পরের জন্মদিনটা কতটা আলাদা?’ কতটা আলাদা হয়েছে তা না জানালেও তারকা দম্পতি যে বেশ মজায় কাটাচ্ছেন এই বিশেষ দিনটি তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File