কমেডির বদলে এবার অ্যাকশনে নিজের দক্ষতা দেখাতে চলেছেন কার্তিক আরিয়ান, ‘‌শেহজাদা’‌র মাধ্যমে দ্বিতীয়বার জুটি বাঁধছেন কার্তিক–কৃতী

Thursday, November 24 2022, 1:55 pm
highlightKey Highlights

'‌লুকাছুপি'‌র পর আবারও কার্তিক আরিয়ান ও কৃতী শ্যাননকে একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। মঙ্গলবার জন্মদিনের দিনই তাঁর পরবর্তী ছবি '‌শেহজাদা'‌র টিজার প্রকাশ্যে এল।


বলিউডের বর্তমানের হার্ডথ্রব অভিনেতা কার্তিক আরিয়ানকে একের পর একে সিনেমা মুক্তি পাচ্ছে কিছুদিনের ব্যবধানে। আর প্রতিটি চরিত্রই দারুণভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হচ্ছে কার্তিক।

জন্মদিনের দিন ভক্তদের জন্য রিটার্ন গিফট! মুক্তি পেল কার্তিক অভিনীত শেহজাদা এর টিজার

বলিউডের অন্যতম প্রথম সারির নায়কদের মধ্যে রয়র রয়েছে কার্তিক আরিয়ানের নাম। মঙ্গলবার কার্তিকের জন্মদিন উপলক্ষ্যে সামনে এল এই সিনেমার টিজার। যার অপেক্ষা বহুদিন ধরেই দর্শকেরা করছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার টিজার শেয়ার করে অভিনেতা লিখেছেন, '‌যখন পরিবার সামনে আসে তখন আলোচনা করতে নেই.‌.‌.‌অ্যাকশন  করতে হয়!‌ আপনাদের শেহজাদার পক্ষ থেকে জন্মদিনের উপহার।‌'‌ টিজার দেখেই দর্শকরা বুঝে গিয়েছেন যে কার্তির ফের তাঁর চেনা পরিচিত হট অবতার নিয়ে আসতে চলেছেন। এই প্রথমবার কার্তিককে অ্যাকশন করতে দেখা যাবে। কার্তিকের পাশাপাশি দেখা গিয়েছে কৃতী শ্যাননের ঝলকও। যেখানে অভিনেত্রীর বোল্ড লুকস মাত দিচ্ছে দর্শকদের।

Trending Updates

ছবির টিজার দেখে বোঝা গিয়েছে যে কার্তিকের অন্যান্য সিনেমার মতোই এই সিনেমাও কমেডিতে ভরপুর থাকবে। এর আগে কার্তিকের ভুল ভুলাইয়া ২ বক্স অফিসে দারুণভাবে হিট করেছিল। বছরের শুরুতে বক্সঅফিসের বউনি হয়েছিল এই সিনেমা দিয়ে। কার্তিকের প্রশংসায় ছিল গোটা বলিউড। বলা যায় এরপর থেকেই কার্তিকের কেরিয়ারের মোড় অন্যদিকে ঘুরে গিয়েছে। '‌শেহজাদা'‌ ছবিটি আদতে তেলেগু ছবি 'আলা বৈকুণ্ঠপুররামুলু' ছবির হিন্দি রিমেক। তেলেগু ছবিটতে মুখ্য ভূমিকায় আল্লু অর্জুনকে দেখা গিয়েছিল। ছবির টিজারে কার্তিক আরিয়ানকে দেখা গিয়েছে যে তিনি একটি প্রাসাদের গেট থেকে ঘোড়ায় চড়ে বেরিয়ে আসছেন। তারপরেই দক্ষিণী ছবির স্টাইলে মারকাটারি অ্যাকশন। কৃতি শ্যাননকে সমুদ্রের ধারে নাচতে দেখা যায়। শেহজাদা ওরফে বান্টু ওরফে কার্তিক আরিয়ানকে দেখে কৃতি চোখ মারলে অভিনেতা মুগ্ধ হয়ে যান!

আলা বৈকুণ্ঠপুররামুলু ছবি আল্লু অর্জুনের সঙ্গে পূজা হেগড়েকে অভিনয় করতে দেখা গিয়েছিল। আর তার হিন্দি রিমেকে কার্তিকের সঙ্গে থাকবেন কৃতি শ্যানন। এই নিয়ে দ্বিতীয়বার কৃতি এবং কার্তিক জুটি বাঁধলেন কোনও ছবির জন্য। মঙ্গলবার কার্তিকের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন আয়ুষ্মান খুরানা, দিশা পাটানি, অনন্যা পাণ্ডে সহ বলিউডের একাধিক তারকা। তবে ভেড়িয়া ছবির প্রচারে কলকাতায় আসার কারণে আসতে পারেননি কৃতী শ্যানন। '‌শেহজাদা'‌ মুক্তি পাবে আগামী বছর ১০ ফেব্রুয়ারি।





পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File