Jio Air Fiber | ২০২৩ এর গণেশ চতুর্থীর দিনই লঞ্চ হবে জিও এয়ার ফাইবার! জানুন কত টাকায় কী কী পরিষেবা পাবেন!

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

বহু অপেক্ষা পর ২০২৩ এর গণেশ চতুর্থীর দিন আসতে চলেছে জিও এয়ার ফাইবার।


২০২৩ এর গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi of 2023) দিনই এক নতুন যুগের সূচনা করতে চলেছে রিলায়েন্স জিও (Jio)। ২০২৩ এর গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi of 2023) দিন অর্থাৎ ১৯সে সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে জিও এয়ার ফাইবার (Jio Air Fiber)। জানা গিয়েছে, জিও এয়ার ফাইবার (Jio Air Fiber) প্রতিদিন ১,৫০,০০০ সংযোগ দেওয়ার টার্গেট রেখেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Reliance Industries Limited Mukesh Ambani)  জানান, আগামী ১৯ সেপ্টেম্বর অর্থাৎ ২০২৩ এর গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi of 2023) দিন জিও এয়ার ফাইবারের সূচনা করা হবে।

২০২৩ এর গণেশ চতুর্থীর  দিন অর্থাৎ ১৯সে সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে জিও এয়ার ফাইবার 
২০২৩ এর গণেশ চতুর্থীর  দিন অর্থাৎ ১৯সে সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে জিও এয়ার ফাইবার 

বহু দিন ধরেই জিও এয়ার ফাইবার (Jio Air Fiber) এর লঞ্চ করার অপেক্ষায় ছিলেন আম জনতা। অবশেষে ২০২৩ এর গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi of 2023) দিন লঞ্চ হতে চলেছে এই ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা। জিও’র দাবি অনুযায়ী, ১.৫ জিবিপিএস ইন্টারনেট স্পিড পাবেন গ্রাহকরা। বাড়ির পাশাপাশি অফিসেও ব্যবহার করা যাবে জিও এয়ার ফাইবার।

Trending Updates
১.৫ জিবিপিএস ইন্টারনেট স্পিড পাবেন গ্রাহকরা
১.৫ জিবিপিএস ইন্টারনেট স্পিড পাবেন গ্রাহকরা

জিও এয়ার ফাইবার কী? । What is Jio Air Fiber?

জিও এয়ার ফাইবার (Jio Air Fiber)  জিওর একটি নতুন ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা। যেখানে ফাইভ জি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা দেওয়া হয়। বর্তমানে যে ফাইবার-অপটিক সংযোগগুলি ব্যবহার করা হয় তার থেকে বেশি গতিতে পাওয়া যাবে এই পরিষেবা। জিও’র দাবি অনুযায়ী, এটি সেটআপ করাও ভীষণ সহজ। শুধুমাত্র প্লাগ-ইন করে সুইচ অন করলেই জিও এয়ার ফাইবার-এর পরিষেবা পাওয়া যাবে। বাড়িতেই ব্যক্তিগত ওয়াইফাই- হটস্পট পাওয়া যাবে এবার থেকে। কারণ এতে আলট্রা হাই-স্পিড ফাইভ জি ব্যবহার করা হয়েছে। সংস্থা জানিয়েছে, এতে গিগাবাইট ইন্টারনেট স্পিড পাবেন ইউজাররা।

 মুকেশ আম্বানি জানান,  ১৯ সেপ্টেম্বর জিও এয়ার ফাইবারের সূচনা করা হবে
 মুকেশ আম্বানি জানান,  ১৯ সেপ্টেম্বর জিও এয়ার ফাইবারের সূচনা করা হবে

জিও এয়ার ফাইবার সম্পর্কে আরও জানুন । Know more about Jio Air Fiber :

 জিও ফাইবার আসলে কোনও তার ছাড়াই ফাইবারের মতো স্পিড দিতে পারবে। বর্তমানে বাড়িতে ওয়াইফাইতে ৫জি থাকে। তবে জিও এয়ার ফাইবার (Jio Air Fiber) ব্যবহার করে বাড়িতে বা অফিসে গিগাবিট স্পিডে ইন্টারনেট পেতে পারেন গ্রাহক।

জিও ফাইবার কোনও তার ছাড়াই ফাইবারের মতো স্পিড দিতে পারবে
জিও ফাইবার কোনও তার ছাড়াই ফাইবারের মতো স্পিড দিতে পারবে

 জিও ওয়েবসাইটে বলছে, কোনও তার বা কেবল ছাড়াই জিও এয়ার ফাইবার  ইন্টারনেট ব্যবহার করা যাবে। শুধু প্লাগ ইন করলেই হবে। আর কোনও ঝামেলা নেই। বাড়িতে, অফিসে সর্বত্র ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। প্যান ইন্ডিয়া ৫জি নেটওয়ার্ক ব্যবহার করা হবে এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে। গিগাবিট স্পিডে ইন্টারনেট চলবে বাড়িতে বা অফিসে। 

জিও এয়ার ফাইবার দেশজুড়ে উপলব্ধ করার পরিকল্পনা নিয়েছে রিলায়েন্স
জিও এয়ার ফাইবার দেশজুড়ে উপলব্ধ করার পরিকল্পনা নিয়েছে রিলায়েন্স

 জিএ ফাইবারের দাবি, প্রতিদিন তারা অন্তত ১৫০,০০০ জনকে কানেকশন দিতে পারবে। দুই ডিভাইসের মধ্যে মূল পার্থক্য হল জিও ফাইবার একটি ওয়্যার ফাইবার-অপটিক কেবিল। যেখানে জিও এয়ার ফাইবার সম্পূর্ণ ওয়্যারলেস। জিও ফাইবারে যেমন তারের সমস্যা ছিল জিও এয়ার ফাইবারে সেই সমস্যা থাকবে না। জিও ফাইবার যেখানে সীমিত দেশজুড়ে অনেকেই পেতেন না সেখানে জিও এয়ার ফাইবার দেশজুড়ে উপলব্ধ করার পরিকল্পনা নিয়েছে রিলায়েন্স। যেহেতু পোর্টেবেল ইউনিট হিসেবে কাজ করবে জিও এয়ার ফাইবার এবং বহু সুবিধা পাওয়া যাবে সেই কারণে এটির দাম বর্তমান জিও ফাইবারের থেকে বেশি হতে পারে। ভারতে জিও এয়ার ফাইবারের খরচ পড়তে পারে ৬ হাজার টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File