Jagdeep Dhankhar: দ্রৌপদীর উপস্থিতিতে শপথ দেশের ১৪তম উপ-রাষ্ট্রপতির

Thursday, August 11 2022, 9:52 am
highlightKey Highlights

দেশের নয়া উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন NDA প্রার্থী জগদীপ ধনখড়। ৬ অগাস্ট উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তিনি।


ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (NDA) প্রার্থী তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় ১৪তম উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন। বৃহস্পতিবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জগদীপ ধনখড়কে শপথবাক্য পাঠ করান। গত ৬ই অগাস্ট বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন 'কৃষক পুত্র' জগদীপ ধনখড়।

জগদীপ ধনখড় জয়ী হতেই তাঁর দিল্লির বাসভবনে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান নয়া উপরাষ্ট্রপতিকে। খবর পেয়ে ধনখড়কে অভিনন্দন জানাতে পৌঁছেছিলেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও। মার্গারেট আলভাও অভিনন্দন জানিয়েছিলেন জগদীপ ধনখড়কে।

Trending Updates

এবার আনুষ্ঠানিকভাবে Vice Presindent Of India হিসেবে শপথ নিলেন Jagdeep Dhakhar। দীর্ঘদিনের রাজনীতিবিদ তিনি। ক্ষমতার বলে তিনি এখন সংসদের উচ্চকক্ষেরও চেয়ারম্যান।

১৯৫৩ সালের পার্লামেন্ট অফিসার্স অ্যাক্ট অনুযায়ী উপরাষ্ট্রপতির বেতন (Salary Of Vice President Of India) নির্ধারিত হয়। সেই হিসেবে এবার দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে প্রতি মাসে চার লাখ টাকা করে বেতন পাবেন জগদীপ ধনখড়। ২০১৮ সালের আগে যা আরও দেড় লাখ টাকা কম ছিল। ২০১৮ সালের বাজেটে এই বেতন বাড়িয়ে দেওয়ার প্রস্তাব গৃহীত হয়।

Source of Picture: ANI
Source of Picture: ANI

কেবলমাত্র উপরাষ্ট্রপতিই নয়, জগদীপ ধনখড় বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যানও বটে। অর্থাৎ লোকসভার স্পিকারের (Lok Sabha Speaker) ন্যায় মর্যাদা এবং সুযোগ সুবিধাও পাবেন তিনি। জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) আজীবন বিনামূল্যে মেডিক্যাল পরিষেবা পাবেন। বিনামূল্যে ট্রেন এবং বিমানে ভ্রমণ করতে পারবেন তিনি। তাঁর বাসভবনে একটি বিনামূল্যের ল্যান্ডলাইন পরিষেবা পাবেন জগদীপ ধনখড়। এছাড়াও মোবাইল ফোনের খরচও পাবেন ধনখড়। তাঁর জন্য মোতায়েন করা হবে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File