Twitter-এর দায়িত্বে এবার ভারতীয় বংশদ্ভুত পরাগ আগরওয়াল, CEO পদ ছাড়লেন Jack Dorsey

Wednesday, December 1 2021, 11:53 am
highlightKey Highlights

টুইটারের চিফ টেকনোলজি অফিসার পদে এতদিন ছিলেন ভারতীয় বংশদ্ভুত পরাগ আগরওয়াল। এবার তাঁকেই দেওয়া হল সিইওয়ের দায়িত্ব।


গত কয়েকদিন ধরেই Twitter-এর CEO পদ ছাড়ার প্রসঙ্গে একাধিক জল্পনা চলছিল Jack Dorsey-কে নিয়ে। 

দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনের পর অবশেষে ইস্তফা

দীর্ঘদিন ধরেই টুইটারের দায়িত্ব সামলে আসছেন জ্যাক। ২০১৫ সাল থেকে প্রায় ১৬ বছর মাইক্রো ব্লগিং সাইট টুইটারে সিইও হিসাবে কাজ করে আসছিলেন তিনি। সংস্থার সিইও হিসাবেও তিনি চূড়ান্ত সফল। আজকের দিনে দাঁড়িয়ে দেশ থেকে বিদেশের খবর কিংবা অন্যান্য সব রকম তথ্য পাওয়ার ক্ষেত্রে মানুষের অন্যতম ভরসা হল টুইটার।

Trending Updates
Jack Dorsey
Jack Dorsey

টুইটারের মাধ্যমে পদত্যাগের ঘোষণা 

টুইটারের পাশাপাশি জ্যাক স্কোয়ারেরও টপ এক্সিকিউটিভ হিসাবে কাজ করেছেন। যদিও এখনও পর্যন্ত টুইটারের তরফে এবিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে স্বয়ং জ্যাক তার টুইটারের মাধ্যমে পুরো বিষয়টি জানিয়েছেন এবং সম্পূর্ণ ইস্তফাপত্রটি সোশ্যাল সাইটেই পোস্ট করেছেন। 

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল সাইটের দায়িত্বে এক ভারতীয় বংশদ্ভুত

জ্যাকের পর  ভারতীয় বংশদ্ভুত পরাগ আগরওয়ালকে পরবর্তী CEO-র দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে টুইটারের চিফ টেকনোলজি অফিসার ছিলেন। 

পরাগ আগরওয়াল
পরাগ আগরওয়াল

সিইও বদলের পর প্রাইভেসি পলিসিতেও আসবে পরিবর্তন

প্রাইভেসি পলিসিতেও একাধিক বদল আনছে সংস্থা।  কোনও ব্যক্তির পরিচয় বা ব্যক্তিগত তথ্য যাতে গোপন থাকে সেদিকে নজর রাখতে জারি হবে নতুন নিয়ম। 

টুইটারের প্রাইভেসি পলিসিতে বদল
টুইটারের প্রাইভেসি পলিসিতে বদল




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File