রক্ষকই ভক্ষক! ক্ষোভের আগুনে ফেটে পড়ছে ইরান, নিরাপত্তা রক্ষীর আঘাতে মৃত্যু হল এক ছাত্রীর

Monday, October 31 2022, 4:24 pm
highlightKey Highlights

ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে ইরানে বিক্ষোভ। এই ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।


ইরানের বিক্ষোভে অংশগ্রহণকারী এক স্কুল ছাত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠল এক ইরান পুলিশের বিরুদ্ধে। জানা গিয়েছে, এই নির্মম ঘটনাটি আরদাবিলের একটি মেয়েদের স্কুলে হয়েছে বলে। নিরাপত্তা বাহিনী ইরানের শাসনের সমর্থনে গান গাইতে নির্দেশ দেয় স্কুলের ছাত্রীদের। কিন্তু নিরাপত্তা বাহিনীর নির্দেশ মানতে অস্বীকার করে ছাত্রীরা। এরপরেই ক্ষুব্ধ নিরাপত্তা রক্ষীরা ছাত্রীদের ওপর হামলা করে। তাঁদের মারধর করেন। 

নিরাপত্তা রক্ষীদের আঘাতে মৃত ছাত্রী, বিক্ষোভের জেরে মৃত্যু হল একাধিক কিশোরীর 

ইরান প্রশাসন ওই ছাত্রী মৃত্যুর ঘটনায় নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। ইরানের সরকারি টেলিভিশনে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, স্কুল ছাত্রীটির জন্ম থেকেই হৃদরোগের সমস্যা ছিল। সেই কারণে ছাত্রীটির মৃত্যু হয়েছে। ছাত্রীটির মৃত্যুর পর রবিবার ইরানের শিক্ষক ইউনিয়নের তরফে ঘটনার নিন্দা করা হয়েছে। ছাত্রীদের ওপর নিরাপত্তা রক্ষীদের হামলাকে অমানবিক বলে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, ১৩ তারিখের ঘটনায় নিরাপত্তা রক্ষীদের হামলায় সাত জন ছাত্রী আহত হয়েছেন। ১০ জন ছাত্রীকে ইরানের নিরাপত্তা রক্ষী গ্রেফতার করেছে।

ইরানের বিক্ষোভের জেরে বহু শিশু ও কিশোর আহত 
ইরানের বিক্ষোভের জেরে বহু শিশু ও কিশোর আহত 

ইরান ভিত্তিক মানবাধিকার সংগঠন রাভিনা শামদাসানি জানিয়েছেন, ইরানের সাতটি প্রদেশে নিরাপত্তা রক্ষীদের অভিযানে কমপক্ষে ২৩জন শিশু ও কিশোরের মৃত্যু হয়েছে। ইরান প্রশাসন যত কঠোরভাবে বিক্ষোভ দমানো চেষ্টা করছেন, বিক্ষোভ তত জোরদার হচ্ছে। আন্তর্জাতিক মহলের একাংশ যদিও মনে করছে, এই বিক্ষোভ অত্যন্ত শক্তিশালী ও স্বতস্ফূর্ত হলেও ইরান সরকারের পতনের কোনও সম্ভাবনা নেই।

ইরানের বিক্ষোভের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। সেখানে ইরানের মহিলাদের হিজাব উড়িয়ে বিক্ষোভ করতে দেখা গিয়েছে। পুরুষ পুলিশের মুখোমুখি হচ্ছেন ইরানের মহিলারা। নিজেদের দাবি চাইছেন। ইরানের এই লড়াইয়ে অনেকে এগিয়ে এসেছেন। ইরানের মহিলাদের ক্রমাগত মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে বলে পশ্চিমি দেশগুলো সরব হয়েছে। কানাডার বিদেশমন্ত্রী ১৪টি দেশের মহিলা বিদেশমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেছেন। ইরানের বিক্ষোভকে সমর্থন করে এই বৈঠক বলে জানা গিয়েছে।

বিক্ষোভের জেরে ক্ষুব্ধ নিরাপত্তা রক্ষীর আঘাতে প্রাণ হারায় এক পড়ুয়া
বিক্ষোভের জেরে ক্ষুব্ধ নিরাপত্তা রক্ষীর আঘাতে প্রাণ হারায় এক পড়ুয়া

পুলিশি হেফাজতে ২২ বছরের মাহাসা আমিনির মৃত্যু হয় পুলিশি হেফাজতে। তিনি কুর্দিস্তান প্রদেশের মেয়ে। পোশাক বিধি লঙ্ঘন ও সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে পুলিশ তাঁকে আটক করেন। আটকের তিন দিন পরে তাঁর মৃত্যু হয়। মাহাসা আমিনির মৃত্যুর পর থেকে ক্ষোভে ফেটে পড়তে থাকে ইরানের সাধারণ মানুষ। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করে। সেই বিক্ষোভ ইরান প্রশাসান দমন করার চেষ্টা করে কঠোর হাতে। 





পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File