খেলাধুলা

IPL 2024 Auction | আইপিএল নিলামে অজিদের দাপট! ৩ ক্রিকেটারের মূল্য ছাড়ালো ৫০ কোটি! নিলামে দর হাঁকালেন খোদ ক্রিকেটার!

IPL 2024 Auction | আইপিএল নিলামে অজিদের দাপট! ৩ ক্রিকেটারের মূল্য ছাড়ালো ৫০ কোটি! নিলামে দর হাঁকালেন খোদ ক্রিকেটার!
Key Highlights

মঙ্গলবার দুবাইয়ে আয়োজিত হয় আইপিএল ২০২৪ নিলাম। সেখানে আইপিএলের ইতিহাসে রেকর্ড ভাঙলেন অজি ক্রিকেটার। সর্বোচ্চ মূল্যে অজি ক্রিকেটারকে কিনলো কেকেআর।

শুরু হয়েছে আইপিএল ২০২৪ (IPL 2024) এর প্রস্তুতি। মঙ্গলবার দুবাইয়ে আয়োজিত হয় আইপিএল ২০২৪ নিলাম (IPL 2024 Auction)। আইপিএল ২০২৪ মরশুমের জন্য আইপিএল নিলাম (IPL Auction) এ একের পর এক নজির গড়েছে। এদিন নিলামে দেখা গেল ওডিআই বিশ্বকাপ বিজয়ীদের দাপট। মাত্র তিন ক্রিকেটারের দাম উঠল ৫০ কোটিরও বেশি! আইপিএল নিলাম (IPL Auction) এর ইতিহাসে তৈরী হলো রেকর্ডও!

মঙ্গলবার আইপিএল ২০২৪ নিলাম (IPL 2024 Auction) এর শুরুতেই উঠেছিল ট্র্যাভিস হেডের (Travis Head) নাম। পরপর দুটি ফাইনালে তাঁর সংহারমূর্তির সামনেই নতজানু হয়েছে ভারত। বিশ্বকাপেও মাত্র ১২০ বলে ১৩৭ রানের ইনিংস খেলে দলকে ট্রফি জিতিয়েছেন তিনি। নিলামে তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি। তাঁকে দলে নেওয়ার জন্য শুরু হয় একের পর এক বেটিং। চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে চলে তুমুল লড়াই। অবশেষে শেষ পর্যন্ত ৬ কোটি ৮০ লাখ টাকায় হায়দরাবাদে যান বিশ্বকাপের ফাইনালে শতরানকারী অজি ব্যাটার।

অলরাউন্ডার বিভাগে প্যাট কামিন্সের (Pat Cummins) নাম উঠতেই লড়াই শুরু হয় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। তাঁকে দলে পেতে লড়াই শুরু হয় মুম্বই ও চেন্নাইয়ের মধ্যে। পরে যোগ দেয় বেঙ্গালুরু, হায়দরাবাদও। তাদের দর হাঁকাহাঁকির জেরে ভেঙে চুরমার আইপিএলের যাবতীয় রেকর্ড। প্রথম ক্রিকেটার হিসাবে ২০ কোটিরও বেশি দাম পেয়েছেন কামিন্স। বেস প্রাইস ২ কোটি হলেও শেষ পর্যন্ত ২০ কোটি ৫০ লাখ টাকায় হায়দরাবাদে চলে যান প্যাট কামিন্স।তবে সকলকে অবাক করে আইপিএল নিলামের ইতিহাসে রেকর্ড ব্রেক করে কেকেআর। তারা আইপিএলের সর্বকালের ইতিহাসে সব থেকে বেশি দামে দলে নেয় কামিন্সের জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্ককে। বোলারদের তালিকায় মিচেল স্টার্কের (Mitchell Starc) নাম আসতেই নড়েচড়ে বসেন আইপিএল ২০২৪ (IPL 2024) দলের মালিকরা। কলকাতা ও গুজরাটের মধ্যে অজি পেসারকে নিয়ে দড়ি টানাটানি চলতে থাকে। প্রায় ১০ মিনিটের লড়াইয়ের শেষে আইপিএলের ইতিহাসে সর্বকালীন ২৪ কোটি ৭৫ লাখ টাকায় তাঁকে দলে নেয় কেকেআর। 

অন্যদিকে নিলামে নজির গড়েছেন ভারতীয় এক ক্রিকেটারও! প্রয়োজনীয় ক্রিকেটারদের জন্য দর হাঁকতে দেখা গেল ঋষভ পন্থকে। অতীতে একাধিক অধিনায়ককে আইপিএল নিলামে অংশ নিতে দেখা গিয়েছে। তবে তিনি এমন একটি কাজ করলেন, যা আগে কোনও ক্রিকেটার করেননি। গত বছর ২৫ সে ডিসেম্বর ক্রিকেট মাঠে শেষ বার দেখা গিয়েছিল পন্থকে। ৩০ সে ডিসেম্বর রুরকির বাড়িতে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তখন থেকেই ২২ গজের বাইরে তরুণ উইকেটরক্ষক। ঠিক ৩৬০ দিন পর নতুন ভূমিকায় দেখা গেল তাঁকে।  এদিন নিলামে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং, ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নিলামের টেবিলে ছিলেন পন্থও। পেশাদার ক্রিকেটের আবহে ফিরে প্রথম ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেটার হিসাবে নজির গড়লেন পন্থ। পন্টিং, সৌরভদের পরামর্শ মতো বিড করতে দেখা গিয়েছে তাঁকে।

উল্লেখ্য, সারা বছর আইপিএলের জন্য অপেক্ষায় থাকেন দেশবাসী। আইপিএল ২০২৪ সময়সূচী (IPL 2024 Schedule) সম্পর্কে জানা যাচ্ছে, নতুন বছরের মার্চ মাসের ২৩ তারিখ থেকে শরু হতে পারে ক্রিকেটের মহোৎসব। আইপিএল ২০২৪ সময়সূচী (IPL 2024 Schedule) অনুযায়ী এই টুর্নামেন্ট চলবে ২৯ শে মে পর্যন্ত। শোনা যাচ্ছে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের ফাইনাল। চ্যাম্পিয়ন দল পাবে ৪৬.০৫ কোটি টাকা। যদিও বিসিসিআইয়ের তরফে এখনও পর্যন্ত আইপিএলের সময়সূচী জানানো হয়নি। প্রসঙ্গত, গত মরসুমে আইপিএল চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এই নিয়ে পঞ্চম বারের মতো কাপ জেতে সিএসকে।


SIR Document | কাল থেকেই বাড়িতে বাড়িতে পৌঁছবে এনুমারেশন ফর্ম, বাবা মায়ের নাম না থাকলে কোন কোন ডকুমেন্ট রেডি রাখবেন?
Weather Update | দমকা হাওয়ায় কাঁপছে মহানগরী, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Women's Cricket World Cup | নভেম্বরে ভারত কন্যেদের শাপমোচন, প্রোটিয়াদের উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন হ্যারি-শেফালিরা
Second Hooghly Bridge | সাতসকালে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! স্তব্ধ যান চলাচল, খুলবে কখন জেনে নিন
Weather Update | শীতের আমেজে মজছে শহর কলকাতা, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Breaking News | রেললাইন পার হতে যেতেই ধেয়ে এলো ট্রেন, মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ৬ পুণ্যার্থীর
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo