অর্থনৈতিক

চালের রপ্তানিতে এবার লাগাম টানতে চাইছে ভারত সরকার, এরফলে রয়েছে বিপর্যয়ের শঙ্কা

চালের রপ্তানিতে এবার লাগাম টানতে চাইছে ভারত সরকার, এরফলে রয়েছে বিপর্যয়ের শঙ্কা
Key Highlights

খাদ্য সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে গম এবং চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পর এবার চালের রপ্তানিতে লাগাম টানতে যাচ্ছে ভারত।

গম এবং চিনির রপ্তানি নিষিদ্ধ করার পর ভারতের পরবর্তী খাদ্য সুরক্ষামূলক পদক্ষেপের লক্ষ্য হতে চলেছে চাল। তবে ভারত যদি এই পদক্ষেপ নেয় তাতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তার ওপর বিপর্যয়কর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দেশীয় বাজারে চালের সহজলভ্যতা নিশ্চিত করতে এবং মূল্যবৃদ্ধি ঠেকাতে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিতে পারে ভারত

গম এবং চিনি রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা বিশ্ববাজারে ব্যাপক টালমাটাল অবস্থায় ফেলে দেয়। ভারতের নিষেধাজ্ঞার পরপরই বিশ্বজুড়ে এই দুই খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পায়। ভারতের মতো বিশ্বের অন্যান্য দেশও নানা ধরনের খাদ্যপণ্য রপ্তানিতে লাগাম টানছে।

বিশেষজ্ঞরা বলেছেন, গম এবং ভুট্টার দাম যখন আকাশচুম্বী তখন বিশ্বের শীর্ষ রপ্তানিকারক এই দেশটি চালের ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ নিলে তা বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে ক্ষুধার মুখোমুখি করবে এবং মুদ্রাস্ফীতির ঝুঁকি তৈরি হবে।