H1-B Visa | এইচ১-বি ভিসা রিনিউতে নয়া নিয়ম! উপকৃত হতে চলেছেন অসংখ্য ভারতীয়! কাজের সুযোগ দেবে কানাডাও!

Friday, July 7 2023, 5:32 am
highlightKey Highlights

এইচ১-বি ভিসা রিনুয়ালের জট কাটলো। আমেরিকাতে বসেই ভিসার মেয়াদফা বৃদ্ধি করতে পারবেন ভারতীয়রা। এই ভিসা থাকলে ওয়ার্কিং পারমিট দেবে কানাডা সরকার।


এইচ১-বি ভিসা (H1-B Visa) নিয়ে কার্যকর হলো নয়া নীতি। এই ভিসা নীতি বদলের ফলে দক্ষ ভারতীয়দের আমেরিকায় বসবাস হতে চলেছে আরও সহজ। সম্প্রতি নরেন্দ্র মোদির (Narendra Modi) মার্কিন সফরে এইচ১-বি ভিসার নয়া নিয়ম চালু করার কথা ঘোষণা করে বাইডেন প্রশাসন। এবার সেই কথা মতোই সুবিধা পেতে চলেছে ভারতীয়রা।

এইচ১-বি ভিসা রিনুয়ালের কাটলো জট
এইচ১-বি ভিসা রিনুয়ালের কাটলো জট

বিগত কয়েক বছর ধরেই আবেদন এবং তা গ্রাহ্যের ভিত্তিতে এইচ-১বি এবং এল ভিসা'য়  (L Visa) গোটা বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে ভারত (India)। তবে এতদিন ছিল বড় এক সমস্যাও। এই ভিসা রিনিউ (Visa Renew) করতে গেলে ইউএস অভিবাসন নিয়ম (US Immigration Rules) মেনে, সেই দেশ ছেড়ে নিজের দেশে অর্থাৎ মার্কিন ছেড়ে ভারতে এসে বা তৃতীয় দেশে গিয়ে আবদেন জানাতে হতো। এর জন্য হয়রানির সঙ্গে জলের মতো চলে যেত প্রচুর টাকাও। এখানেই ঝঞ্ঝাটের ইতি নেই। ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন মঞ্জুর হলে আবার নিয়ম মেনে ইউএসএ'তে (USA) ঢোকার সময়ে নতুন করে ভিসার স্ট্যাম্প (Visa Stamp) পড়ত। ফলে রাউন্ড ট্রিপ (Round Trip) বা দু'টি ওয়ান-ওয়ে বিমানযাত্রার (One-Way Flight) জন্য মোটা টাকার অঙ্ক গুনতে হতো ভারতীয়দের। আবার এই সময় ভিসার আবেদন অগ্রাহ্য হলে ওপেন টিকিট কেটেও বিশেষ সুবিধা মিলত না।

Trending Updates
 'ইন-কান্ট্রি' রিনিউএবল ভিসা চালুর ব্যবস্থা চালু করা হচ্ছে
 'ইন-কান্ট্রি' রিনিউএবল ভিসা চালুর ব্যবস্থা চালু করা হচ্ছে

তবে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের সময় ইউএস প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সরকারের তরফ থেকে জানানো হয়, এইচ-১বি ভিসা নিয়ে নতুন নিয়ম চালু হবে। এই নয়া নিয়ম অনুযায়ী, ভিসার মেয়াদ বৃদ্ধি করার জন্য ওই দেশে থাকা ভারতীয়দের আর দেশে ফিরতে হবে না। অর্থাৎ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো করে তোলার জন্য  'ইন-কান্ট্রি' রিনিউএবল ভিসা (In-Country' Renewable Visa) চালুর ব্যবস্থা চালু করা হচ্ছে। যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই এইচ১-বি ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন বিদেশি নাগরিকরা। যদিও পাইলট প্রকল্পে (Pilot Scheme) অল্প কিছু ভিসা এ ভাবে ভারতীয় ও অন্য দেশের নাগরিকদের মঞ্জুর করার পর পুরো বিষয়টি খতিয়ে দেখবে শীর্ষ মার্কিন প্রশাসন (US Administration)।

 মোদির মার্কিন সফরের সময় বাইডেন সরকারের তরফ থেকে এইচ-১বি ভিসা নিয়ে নতুন নিয়ম চালুর কথা জানানো হয় 
 মোদির মার্কিন সফরের সময় বাইডেন সরকারের তরফ থেকে এইচ-১বি ভিসা নিয়ে নতুন নিয়ম চালুর কথা জানানো হয় 

অন্যদিকে, এরই মধ্যে কানাডা সরকার (Canadian Government) জানিয়েছে, আমেরিকার ভিসা থাকলেই ওয়ার্ক পারমিটের (Working Permit) আবেদন করা যাবে কানাডাতেও। আমেরিকার মতো কানাডাও এইচ-১বি ভিসা হোল্ডারদের মূলত প্রযুক্তিগত ক্ষেত্রে চাকরি দিতে চাইছে ভারতীয়দের। জানা গিয়েছে, কানাডা স্টেম ফিল্ড (STEM Field) নিয়েও আলাদা পদক্ষেপ নিতে পারে। সাম্প্রতিককালে প্রযুক্তি সংস্থাগুলি থেকে ব্যাপক ছাঁটাইয়ের জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা। তবে কানাডার এই ঘোষণার পর আবার আশার আলো দেখছেন তারা।

কানাডাও এইচ-১বি ভিসা হোল্ডারদের মূলত প্রযুক্তিগত ক্ষেত্রে চাকরি দিতে চাইছে ভারতীয়দের 
কানাডাও এইচ-১বি ভিসা হোল্ডারদের মূলত প্রযুক্তিগত ক্ষেত্রে চাকরি দিতে চাইছে ভারতীয়দের 

উল্লেখ্য, গত ২০২২ সালে মোট ৪ লাখ ৪২ হাজার এই১-বি ভিসা ইস্যু করেছিল আমেরিকা। যার মধ্যে ৭৩ শতাংশ দেওয়া হয়েছিল ভারতীয়দের। প্রতি বছরই মার্কিন প্রশাসনের তরফে বিভিন্ন সংস্থাকে ৬৫ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয়। প্রতিটি ভিসার মেয়াদ  থাকে তিন বছর, যা আরও তিন বছরের জন্য রিনিউ অর্থাৎ মেয়াদ বৃদ্ধি করা যায়। সাম্প্রতিক বছরে সবথেকে বেশি সংখ্যক এইচ১বি ভিসা ব্যবহার করে আমেরিকায় কর্মী নিয়োগ করেছে ইনফোসিস (Infosys), টিসিএস (TCS), অ্যামজন (Amazon), মেটা (Meta), অ্যালফাবেট (Alphabet) কোম্পানি। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File