দেশ

Indian Railways: সার্ভিস চার্জ তুলে নিল রেল, খুশী যাত্রীরা

Indian Railways: সার্ভিস চার্জ তুলে নিল রেল, খুশী যাত্রীরা
Key Highlights

ভারতীয় রেলের যাত্রীদের পানীয়ের জন্য সার্ভিস চার্জ নেবে না IRCTC। IRCTC-র তরফে এ ব্যাপারে সার্কুলেশন জারি করা হয়েছে। দেখে নেওয়া যাক বিস্তারিত আপডেট।

যারা প্রায়ই ট্রেনে যাতাযাত করেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে এবার প্রিমিয়াম ট্রেনে সার্ভিস চার্জ বাতিল করল রেল মন্ত্রক। IRCTC ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটেরিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন-এর তরফে এ বিষয়ে একটি সার্কুলারও জারি করা হয়েছে। মনে রাখতে হবে এতদিন পর্যন্ত প্রিমিয়াম ট্রেনে সফরের সময় খাবার এবং জল ও পানীয় অর্ডার করার ক্ষেত্রে ৫০ টাকা সার্ভিস চার্জ নিত।

রেলের নতুন সিদ্ধান্তের ফলে, রাজধানী, শতাব্দী, দুরন্ত বা বন্দে ভারত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে যাত্রীরা MRP-তেই বেডটি পেয়ে যাবেন। সম্প্রতি, শতাব্দী এক্সপ্রেসে এক যাত্রীকে ২০ টাকার চায়ের জন্য ৫০ টাকা সার্ভিস চার্জ দিয়ে মোট ৭০ টাকা দিতে হয়েছিল। সেই বিলের ছবি নিয়ে বেশ শোরগোল পড়েছিল।

সার্ভিস চার্জ চাওয়া অন্যায় - উপভোক্তা বিষয়ক মন্ত্রকের নির্দেশের পরেই রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হল। সম্প্রতি সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) তরফে জানানো হয়েছে, সার্ভিস চার্জ দাবি করা অন্যায়। কোনও হোটেল বা রেস্তোরাঁর সার্ভিসের জন্য আলাদা চার্জ নেওয়া উচিত না।

সার্কুলারে IRCTC জানিয়েছে, রাজধানী, দুরন্ত, শতাব্দী এবং বন্দে ভারত-এর মতো প্রি-বুক করা ট্রেনগুলিতে উভয় শ্রেণীর যাত্রীদের জন্য চা, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য ক্যাটারিং চার্জ নির্দিষ্ট করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই দাম GST-সহ অর্থাৎ এর জন্য আলাদা কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না যাত্রীদের। এছাড়া কোনও প্রি-পেইড ট্রেন দেরিতে চললেও ট্রেনের যাত্রীদের খাবারের চার্জ একই থাকবে।