দেশ

Indian Navy Recruitment: ভারত সরকারের অগ্নিপথ প্রকল্পে নৌবাহিনীতে নিয়োগ!

Indian Navy Recruitment: ভারত সরকারের অগ্নিপথ প্রকল্পে নৌবাহিনীতে নিয়োগ!
Key Highlights

অগ্নিপথ প্রকল্পে এবার নিয়োগ শুরু হল ভারতীয় নৌবাহিনীতে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। ভারতীয় নৌসেনার অফিসিয়াল ওয়েবসাইটে এরই মধ্যে আবেদন করা শুরুও হয়ে গেছে।

অগ্নিবীর প্রকল্পের জন্য নাম নথিভূক্তির প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১৫ই জুলাই থেকে। মোট শূন্যপদের সংখ্যা ২৮০০, যার মধ্যে ৫৬০ টি মহিলাদের জন্য। যাঁরা অঙ্ক ও ফিজিক্স নিয়ে দ্বাদশ উত্তীর্ণ, এবং তার সঙ্গে কেমিস্ট্রি, জীববিদ্যা বা কম্পিউটার সায়েন্স পড়েছেন, তাঁরা এই শূন্যপদগুলোর জন্য আবেদন করতে পারেন।

অগ্নিপথ প্রকল্পের আওতায় নিয়োগ করছে ভারতীয় নৌবাহিনী। আগ্রহীরা নৌসেনার ওয়েবসাইট joinindiannavy.gov.in.-এ গিয়ে দ্রুত আবেদন করুন।

অগ্নিবীর এসএসআর হিসেবে ভারতীয় নৌসেনার সুদক্ষ টেকনিক্যাল বিভাগে যোগদানের সুযোগ রয়েছে। অগ্নিবীররা কাজ করবেন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট যুদ্ধজাহাজে। এছাড়াও রসদবাহী জাহাজ এবং অত্যাধুনিক সাবমেরিনে কাজের সুযোগও থাকবে। নৌবাহিনীর অগ্নিবীরদের জন্য লিখিত পরীক্ষা হবে ২০২২ সালের অক্টোবর মাসে। আবেদনের প্রক্রিয়া শেষ হলেই নির্দিষ্ট দিনক্ষণ জানানো হবে। নির্বাচিত প্রার্থীদের সম্ভবত নভেম্বরের ২১ বা ২২ তারিখে আইএনএস চিল্কা ক্যাম্পে যোগদান করানো হবে।

প্রার্থীরা নৌবাহিনীর এসএসআর পদে কীভাবে আবেদন করবেন:

  • নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in-এ যান। 
  • হোমপেজে প্রয়োজনীয় তথ্য দিয়ে অগ্নিবীর অনলাইন রেজিস্ট্রেশন করুন।>অগ্নিবীর এসএসআরের জন্য আবেদনপত্র পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় নথি আপলোড করুন, কোনও ফি থাকলে দিন, তারপর ফর্ম জমা দিন। 
  • পূরণ করা ফর্ম ডাউনলোড করে প্রিন্টআউট নিয়ে রাখুন।