দেশ

Indian Navy Recruitment| ভারতীয় নৌবাহিনীতে মোট ২২৭টি পদে কাজের সুযোগ

Indian Navy Recruitment| ভারতীয় নৌবাহিনীতে মোট ২২৭টি পদে কাজের সুযোগ
Key Highlights

ভারতীয় নৌবাহিনীতে যোগ দিতে চান, কিন্তু বুঝতে পারছেন না কীভাবে ও কোথায় আবেদন করবেন? চিন্তা নেই। ভারতীয় নৌবাহিনীর ২০২৪ সালের জানুয়ারি কোর্সের নিয়োগের জন্য বিস্তারিত রইলো আপনার জন্য।

ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy) ২০২৪ সালের জানুয়ারি কোর্সের জন্য শুরু হল নিয়োগ। নিয়োগ করা হবে এক্সিকিউটিভ ব্রাঞ্চ (Executive Branch), এডুকেশন ব্রাঞ্চ (Education Branch) ও টেকনিক্যাল ব্রাঞ্চ অফিসারের শর্ট সার্ভিস কমিশন (SSC) অফিসার পদে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন মোট ২২৭টি পদের জন্য। 

কর্তৃপক্ষ জানিয়েছে, এক্সিকিউটিভ ব্রাঞ্চের জন্য ১৫০টি, এডুকেশন ব্রাঞ্চের জন্য ১২টি ও টেকনিক্যাল ব্রাঞ্চ অফিসারের শর্ট সার্ভিস কমিশন অফিসারের জন্য ৮০টি পদে প্রার্থী নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা উক্ত সকল পদের জন্য আবেদন করতে পারবেন কেবল অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করতে পারবেন মহিলা-পুরুষ উভয়ই।

নিয়োগের জন্য যোগ্যতা-

ভারতীয় নৌবাহিনীতে যোগদান করার জন্য আবেদনকারীর জন্ম সাল হতে হবে ২ জানুয়ারি ১৯৯৯ থেকে ১ জুলাই ২০০৪ এর মধ্যে। এছাড়াও আবেদনের জন্য যোগ্য শারীরিক মান সংক্রান্ত বিশদ জানুন ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট- www.joinindiannavy.gov.in -এ গিয়ে। 

নির্বাচন প্রক্রিয়া-

ভারতীয় নৌবাহিনীতে ২০২৪ সালের জানুয়ারি কোর্সে নিয়োগের জন্য বেশ কিছু প্র্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হবে যোগ্য প্রার্থীকে। প্রথমে, বুদ্ধিমত্তা পরীক্ষা, ছবি উপলব্ধি, এবং গ্রুপ আলোচনা পরীক্ষা করা হবে। দ্বিতীয় পর্যায়ে হবে সাইকোলজিক্যাল পরীক্ষা, গ্রুপ টাস্ক টেস্ট, এবং ইন্টারভিউ। এরপর পাইলট অ্যাপটিটিউড ব্যাটারি টেস্ট (PABT) সহ এসএসবি ইন্টারভিউয়ের মাধ্যমে কম্পিউটার দ্বারা নির্বাচন করা হবে এবং অবশেষে করা হবে মেডিক্যাল পরীক্ষা।

উল্লেখ্য, ভারতীয় নৌবাহিনীতে নিয়োগের জন্য আবেদন করতে জমা  দিতে হবেনা কোনও ফি। নিয়োগের জন্য পরীক্ষা বা সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান বাছাই করা যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে সময় মতো। 

 আবেদন ঠিকানা-

ভারতীয় নৌবাহিনীতে ২০২৪ সালের জানুয়ারি কোর্সে নিয়োগের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২৯.০৪.২০২৩ থেকে ১৪.০৫.২০২৩ এর মধ্যে আবেদন করতে পারবেন শুধুমাত্র ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in এর মাধ্যমে।

অনলাইন আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পর, একটি রেজিস্ট্রেশন নম্বর সহ স্লিপ কম্পিউটার স্ক্রিনে আসবে। যা ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রয়োজন। ফলে এটি প্রার্থীদের অবশ্যই প্রিন্ট আউট করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় কোথাও প্রিন্ট-আউ বা  কোনও হার্ড কপি বা নথি লাগবে না। 


AR Rahman | সঙ্গীতশিল্পী এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ! দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতির ঘোষণা করলেন সায়রা বানু
Supreme Court | নেতাজির রহস্য উন্মোচন করা হোক! মামলা খারিজ করে সুপ্রিম কোর্টের বক্তব্য ‘সব রোগের ওষুধ সুপ্রিম কোর্টের নেই’
Uma Dasgupta | প্রয়াত ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’! অভিনেত্রী উমা দাশগুপ্তের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ
IND vs SA । পরপর ৩ বার জয়ের মুকুট ভারতের মাথায়, অর্শদীপ বরুন হার্দিক ঝড়ে উড়ে গেলো দক্ষিণ আফ্রিকা
India’s First Hydrogen Train | এবার জল দিয়েই চলবে ট্রেন! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে ডিসেম্বরেই
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo