দেশ

Indian Navy Recruitment| ভারতীয় নৌবাহিনীতে মোট ২২৭টি পদে কাজের সুযোগ

Indian Navy Recruitment| ভারতীয় নৌবাহিনীতে মোট ২২৭টি পদে কাজের সুযোগ
Key Highlights

ভারতীয় নৌবাহিনীতে যোগ দিতে চান, কিন্তু বুঝতে পারছেন না কীভাবে ও কোথায় আবেদন করবেন? চিন্তা নেই। ভারতীয় নৌবাহিনীর ২০২৪ সালের জানুয়ারি কোর্সের নিয়োগের জন্য বিস্তারিত রইলো আপনার জন্য।

ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy) ২০২৪ সালের জানুয়ারি কোর্সের জন্য শুরু হল নিয়োগ। নিয়োগ করা হবে এক্সিকিউটিভ ব্রাঞ্চ (Executive Branch), এডুকেশন ব্রাঞ্চ (Education Branch) ও টেকনিক্যাল ব্রাঞ্চ অফিসারের শর্ট সার্ভিস কমিশন (SSC) অফিসার পদে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন মোট ২২৭টি পদের জন্য। 

কর্তৃপক্ষ জানিয়েছে, এক্সিকিউটিভ ব্রাঞ্চের জন্য ১৫০টি, এডুকেশন ব্রাঞ্চের জন্য ১২টি ও টেকনিক্যাল ব্রাঞ্চ অফিসারের শর্ট সার্ভিস কমিশন অফিসারের জন্য ৮০টি পদে প্রার্থী নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা উক্ত সকল পদের জন্য আবেদন করতে পারবেন কেবল অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করতে পারবেন মহিলা-পুরুষ উভয়ই।

নিয়োগের জন্য যোগ্যতা-

ভারতীয় নৌবাহিনীতে যোগদান করার জন্য আবেদনকারীর জন্ম সাল হতে হবে ২ জানুয়ারি ১৯৯৯ থেকে ১ জুলাই ২০০৪ এর মধ্যে। এছাড়াও আবেদনের জন্য যোগ্য শারীরিক মান সংক্রান্ত বিশদ জানুন ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট- www.joinindiannavy.gov.in -এ গিয়ে। 

নির্বাচন প্রক্রিয়া-

ভারতীয় নৌবাহিনীতে ২০২৪ সালের জানুয়ারি কোর্সে নিয়োগের জন্য বেশ কিছু প্র্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হবে যোগ্য প্রার্থীকে। প্রথমে, বুদ্ধিমত্তা পরীক্ষা, ছবি উপলব্ধি, এবং গ্রুপ আলোচনা পরীক্ষা করা হবে। দ্বিতীয় পর্যায়ে হবে সাইকোলজিক্যাল পরীক্ষা, গ্রুপ টাস্ক টেস্ট, এবং ইন্টারভিউ। এরপর পাইলট অ্যাপটিটিউড ব্যাটারি টেস্ট (PABT) সহ এসএসবি ইন্টারভিউয়ের মাধ্যমে কম্পিউটার দ্বারা নির্বাচন করা হবে এবং অবশেষে করা হবে মেডিক্যাল পরীক্ষা।

উল্লেখ্য, ভারতীয় নৌবাহিনীতে নিয়োগের জন্য আবেদন করতে জমা  দিতে হবেনা কোনও ফি। নিয়োগের জন্য পরীক্ষা বা সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান বাছাই করা যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে সময় মতো। 

 আবেদন ঠিকানা-

ভারতীয় নৌবাহিনীতে ২০২৪ সালের জানুয়ারি কোর্সে নিয়োগের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২৯.০৪.২০২৩ থেকে ১৪.০৫.২০২৩ এর মধ্যে আবেদন করতে পারবেন শুধুমাত্র ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in এর মাধ্যমে।

অনলাইন আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পর, একটি রেজিস্ট্রেশন নম্বর সহ স্লিপ কম্পিউটার স্ক্রিনে আসবে। যা ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রয়োজন। ফলে এটি প্রার্থীদের অবশ্যই প্রিন্ট আউট করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় কোথাও প্রিন্ট-আউ বা  কোনও হার্ড কপি বা নথি লাগবে না। 


Ice Cream | গরমে আইসক্রিম খেয়ে মুখে ঠান্ডা অনুভূত হলেও শরীর হচ্ছে উল্টে গরম! আইসক্রিম খাওয়া নিয়ে কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা?
West Bengal Weather | প্রচন্ড গরমের মধ্যেই তাপপ্রবাহের 'লাল' সতর্কতা! আগামী তিন দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা!
West Bengal Weather | সপ্তাহের প্রথম দিনেই আংশিক মেঘলা আকাশ দিচ্ছে কিছুটা স্বস্তি! রাজ্যের তিন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস! কমতে পারে তাপমাত্রাও!
Surya Tilak | রামনবমীতে প্রথম সূর্যাভিষেক রামলালার! সূর্যকিরণে জ্বলজ্বল করে উঠল রামলালার কপালের তিলক! নেপথ্যে বিজ্ঞানের কোন কৌশল? দেখুন ভিডিও!
Charlie Chaplin | শৈশব থেকেই ছিল বুক চাপা কষ্ট! মাত্র আট বছর বয়সে যাত্রা দলে লিখিয়েছিলেন নাম! আজ তিনি 'অমর কমেডি কিং' চার্লি চ্যাপলিন!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali