কর্মসংস্থান

রাজ্যে ইন্ডিয়ান কোস্ট গার্ডের দপ্তরে চাকরির জন্য চলছে নিয়োগ, মাধ্যমিক পাশ করলেই করতে পারবেন আবেদন

রাজ্যে ইন্ডিয়ান কোস্ট গার্ডের দপ্তরে চাকরির জন্য চলছে নিয়োগ, মাধ্যমিক পাশ করলেই করতে পারবেন আবেদন
Key Highlights

ইন্ডিয়ান কোস্ট গার্ডের জন্য প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাশ সকলেই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বিরাট সুখবর পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য। ইন্ডিয়ান কোস্ট গার্ড দপ্তরে গ্রুপ- সি নিয়োগ চলছে পশ্চিমবঙ্গের মধ্যেই। মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই আবেদন করা যাবে। 

কোন কোন পদের জন্য চাকরির আবেদন করতে পারবেন জেনে নিন

১. পদের নাম- সিভিলিয়ান এমটি ড্রাইভার।

শূন্যপদ- মোট ৮ টি। (ইউআর-৫, ওবিসি-১,এসসি -২)             

বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা।                                                             

স্থান- হলদিয়া, কলকাতা, ভুবনেশ্বর, পারাদ্বীপ।

২. পদের নাম- ফর্ক লিফট অপারেটর।

শূন্যপদ- ১ টি। ( ইউআর-১)                                                           

বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা।                                         

স্থান- ভুবনেশ্বর।

৩. পদের নাম- এমটি ফিটার/ এমটি (মেক)

শূন্যপদ- মোট ৩ টি। (ইউআর- ২, এসসি- ১)

বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা।

স্থান- কলকাতা।

৪. পদের নাম- ফায়ারমান।

শূন্যপদ- মোট ২ টি। (ইউআর-১,ওবিসি-১)

বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা।

স্থান- কলকাতা।

৫. পদের নাম- এমটিএস (চৌকিদার)

শূন্য পদ- ১ টি। (SC- ১)

বেতন- প্রতিমাসে ১৮,০০০ টাকা।

স্থান- হলদিয়া।

৬. পদের নাম- লাস্কার

শূন্য পদ- ১ টি। (SC- ১)  

বেতন- প্রতিমাসে ২৫,৫০০ টাকা।

স্থান- হলদিয়া৬. পদের নাম- এমটিএস (চৌকিদার)

কীভাবে আবেদন করবেন? 

আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে । আপনাকে 31 ডিসেম্বরের আগেই আবেদন করতে হবে। আপনারা আবেদন করতে পারবেন পোস্ট অফিসের মাধ্যমে বা স্পিড পোস্ট এর মাধ্যমে। আপনারা অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করলে সেখান থেকে আবেদনপত্র পাঠানোর ঠিকানা টি পেয়ে যাবেন।

আবেদন মূল্য: আবেদন করতে আপনাকে কোন রকম টাকা দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি এখানে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ: এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 11 ডিসেম্বর থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে ৩১শে ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত।


Gujarat High Court | ফের "বোমা-হুমকি" গুজরাট হাই কোর্টে! ইমেল পেয়েই তল্লাশি চালাচ্ছেন পুলিশ ও ডগ স্কোয়াড
Sourav Ganguly | ৬ বছর পর CAB প্রেসিডেন্ট পদে ফিরলেন মহারাজ, ফের ক্রিকেট প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ্যায়
Ukraine | ৩৬১টি ড্রোন নিয়ে রাশিয়ার তৈল শোধনাগারে হামলা চালাল ইউক্রেন, পুড়ে ছাই ফ্যাক্টরি
RG Kar Doctor Death | অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষ খাইয়ে খুন? আরজি কর হাসপাতালের চিকিৎসককের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
West Bengal Weather | বর্ষার 'এক্সট্রা টাইম'! আগামী কয়েকদিন বর্ষণে ভিজবে গোটা বঙ্গ! গোটা দিন ধরেই বৃষ্টির পূর্বাভাস!
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবনী রচনা | Sarvepalli Radhakrishnan Biography, Quotes, Photos in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo