D Gukesh । ভারত আবার 'দাবার' সভায় শ্রেষ্ঠ আসন নিলো সর্বকনিষ্ঠ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 'ডি গুকেশ'র হাত ধরে, নেপথ্যে কার অবদান?

Saturday, December 14 2024, 2:48 pm
highlightKey Highlights

বয়স ১৮ বছর ৮ মাস ১৪ দিন, কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন( youngest world champion of chess) হলেন দাবাড়ু ডি গুকেশ(D Gukesh)। কিভাবে হলেন সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন ? জেনে নিন সবিস্তারে


কে এই গুকেশ ?

বয়স ১৮ বছর ৮ মাস ১৪ দিন, কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন( youngest world champion of  chess) হলেন দাবাড়ু ডি গুকেশ(D Gukesh)। পুরো নাম দোম্মারাজু গুকেশ। জন্ম অন্ধ্র প্রদেশ থেকে আগত একটি তেলেগু পরিবারে। বাবা রজনীকান্ত পেশায় একজন নাক কান গলা বিশেষজ্ঞ অর্থাৎ কিনা ENT স্পেশালিস্ট। মা পদ্মা একজন মাইক্রোবায়োলজিস্ট। মোটামুটি সচ্ছল পরিবার। এহেন পরিবারের ছেলে চেম্বারে বসে প্রেসক্রিপশন না লিখে সাদা কালো খোপ কাটা মঞ্চে হাতে বোড়ে নিয়ে মাথা খাটাচ্ছে , এমন উদাহরণ বিরল। কিন্তু কে না জানে বেস্ট হতে গেলে বিরল হতে হয়। তাই তাঁর দাবা খেলার জন্যে বাবা রজনীকান্ত ছেড়ে দেন নিজের নিশ্চিত চাকরি। ছেলেকে গাইড করার জন্যে সাথে ঘুরতে থাকেন সব জায়গায়। মা পদ্মার মাইনেতে চলতে থাকে সংসার। বিরল আত্মত্যাগ, সন্দেহ নেই।

Trending Updates

 দাবার মঞ্চে গুকেশ:

দাবার মঞ্চে গুকেশের(D Gukesh) আবির্ভাব ২০১৩ সালে। সেই বছরই কার্লসেনের কাছে হারেন বিশ্বনাথন আনন্দ। দাবায় একটি যুগের অবসান ঘটে। তখন গুকেশের বয়স ছিল মাত্র ৭। চেন্নাইয়ের আর পাঁচটা স্কুলে যে রকমটা হয়ে থাকে সেভাবেই স্কুলে দাবার সঙ্গে গুকেশের পরিচয় হয়। ন'বছর বছর বয়সে সে দাবা শিখতে যেতে শুরু করে চেন্নাইয়ের গ্র্যান্ডমাস্টার বিষ্ণু প্রসন্নের কাছে। জিততে থাকে একের পর এক খেতাব, তাঁর মধ্যে ঊল্লেখযোগ্য গুলি হলো :

  •  ২০১৭ সালে ফ্রান্সের একটি টুর্নামেন্ট জিতে ইন্টারন্যাশানল মাস্টার(International Master) হন।
  • ২০১৮ গুকেশের জন্যে একটি লাকি বছর। ওই বছর থেকেই গুকেশের কেরিয়ারগ্রাফ তরতর করে ওপরে দিকে উঠতে থাকে। ২০১৮ সালে অনূর্ধ্ব১২ বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে(Under-12 World Youth Chess Championship) জয়লাভ করার সাথে সাথে বিশ্বব্যাপী দাবার মঞ্চে তার পদার্পন হয়। ২০১৮ এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপে (Asian Youth Chess Championship)বিভিন্ন ফরম্যাটে জিতে ৫টি স্বর্ণপদক বাগিয়ে নেন এই তরুণ দাবাড়ু।
  •  ২০১৯ সালে নয়াদিল্লিতে টুর্নামেন্ট জিতে বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ দাবাড়ু গ্র্যান্ডমাস্টার(world's second youngest chess grandmaster) হন।
  • ২০২২ সালে ৪৪তম চেস অলিম্পিয়াডে ( Chess Olympiad) ১১ খেলায় ৯ পয়েন্ট পান গুকেশ, হারান আমেরিকার ১ নাম্বার দাবাড়ু ফাবিয়ানো কারুয়ানাকে। ওই বছরের শেষের দিকে রেটিংয়ে ২৭০০ পয়েন্ট ক্রস করা তৃতীয় সর্বকনিষ্ঠ দাবাড়ূ হিসেবে রেকর্ড গড়েন তিনি। পাশাপাশি এইমচেস র‍্যাপিড টুর্নামেন্টে ম্যাগনাস কার্লসেনকে হারান সেবার।
  • আগস্ট ২০২৩ রেটিং তালিকায়, গুকেশ(D Gukesh) সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ২৭৫০ রেটিং এ পৌঁছান। দাবা বিশ্বকাপ ২০২৩( Chess World Cup ২০২৩) এর কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসনের কাছে পরাজিত হন।
  • ২০২৪ ফিদে সার্কিট অনুযায়ী সর্বোচ্চ স্কোর মূলত ফাবিয়ানো কারুয়ানার, ফলত ডিং লোরেনের বিরুদ্ধে বসার কথা ছিল কারুয়ানারই। কিন্তু কারুয়ানা অলরেডি ওয়ার্ল্ড কাপে তৃতীয় হওয়ায় তিনি সেখান থেকে সরাসরি কোয়ালিফাই করেন চ্যাম্পিয়নশিপ ম্যাচে। চক্রাকার নিয়মে দ্বিতীয় স্কোরার হিসেবে গুকেশ চান্স পান। আর এই চান্সের সাথে সাথে ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ দাবাড়ূ হিসেবে তাঁর নাম উঠে যায় তালিকায়। প্রথমজন- ববি ফিশার, দ্বিতীয়জন ম্যাগনাস কার্লসেন।
  • ক্যান্ডিডেটস টুর্নামেন্ট ২০২৪এ মোট ভারতীয় ছিলো ৩ জন। ভিদিত গুজরাতি, রমেশবাবু প্রজ্ঞানন্দ, ডি গুকেশ(D Gukesh)। সহখেলোয়াড়দের পেছনে ফেলে ৯ পয়েন্টে খেলা শেষ করে ডিং লিরেনের সামনে বসার যোগ্যতা অর্জন করেন তিনি।

২০২৪ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ম্যাচ:

খেলা সিঙ্গাপুরে। টাইটেল স্পন্সর গুগল। চোদ্দ রাউন্ডের এই ডি গুকেশ(D Gukesh) বনাম ডিং লিরেন গেমে টানটান উত্তেজনা বজায় ছিল শুরু থেকেই। বিশ্ব চ্যাম্পিয়নশিপের(world chess championship) লড়াইয়ের প্রথম রাউন্ডে গুকেশকে হারিয়ে দেন একসময়ের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লিরেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় গেম ড্র হয়। তৃতীয় গেমে মাথাচাড়া দিয়ে ওঠেন গুকেশ, লিরেনকে হারিয়ে দেন। তারপর একে একে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, ড্র হয় সবকটাতেই। একাদশ গেমে ফের মাথাচাড়া দিয়ে ওঠেন ভারতীয় দাবাড়ু, প্রথমবার লিড নিয়ে গুকেশ জিতে যান। দ্বাদশ গেমে কামব্যাক করেন লিরেন। হারিয়ে দেন গুকেশকে। ত্রয়োদশ গেমে আবার ড্র। চতুর্দশ গেমে লিরেনের সামান্য ভুলের সম্পূর্ণ সদ্ব্যবহার করে টুর্নামেন্ট জেতেন সদ্য ১৮য় পা দেওয়া তরুণ খিলাড়ি ডোম্মারাজু গুকেশ। দাবার ইতিহাসে কনিষ্ঠতম বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে নাম তোলেন তিনি।

আমাদের মনে পরে যায় ১১ বছর বয়সী সেই তরুনের কথা, সাত বছর আগে বিশেষজ্ঞদের প্রশ্নের উত্তরে যিনি বলেছিলেন , ‘আমি বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন হতে চাই।’ একটা বৃত্ত যেন সম্পূর্ণ হলো এবার। তাই চোখের জল আর বাঁধ মানলো না বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়নের। জিতলেন তিনি। জেতার স্বাদ পেলো আপামর ভারতবাসীও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File