ICC World Cup Final | ২০ বছরের বদলা নিতে পারবে টিম ইন্ডিয়া? দেখুন বিশ্বকাপের মঞ্চে ভারত - অস্ট্রেলিয়ার কোন ম্যাচে কে জিতেছিল!

Sunday, November 19 2023, 8:22 am
highlightKey Highlights

আইসিসি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত- অস্ট্রেলিয়া। ২০২৩ এর আগে বিশ্বকাপের মঞ্চে ১৪ বড় মুখোমুখি হয়েছিল দুই দল। দেখুন কেমন ছিল সেই ম্যাচ গুলি।


এখন কেবল সময়ের অপেক্ষা। আজ, ১৯ সে নভেম্বর, রবিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইসিসি বিশ্বকাপ ফাইনাল (ICC World Cup Final) এ মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া! ইতিমধ্যেই টস জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।ফাইনালের দল ঠিক হতেই উত্তেজিত আট থেকে আশি। কারণ ক্রিকেট বিশ্বকাপ কেবলই যে খেলা নয়! ক্রিকেট প্রেমী ভারতের আবেগ, স্বপ্ন, লক্ষ্য। এখন ঘরের মাঠে তৃতীয়বার একদিনের ক্রিকেটে ভারতকে বিশ্বসেরা দেখার অপেক্ষায় প্রহর গুনছে ১৪০ কোটির দেশ। ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে শেষ অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত খেলেছিল ২০০৩ সালে। তবে সেই আইসিসি বিশ্বকাপ ফাইনাল (ICC World Cup Final) এ ট্রফি ঘরে আনতে পারেনি ভারত। তবে এর আগে ক্রিকেটের ময়দানে এর আগে ১৩ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই ২০২৩ (India vs Australia ODI 2023) বিশ্বকাপ ফাইনাল দেখার আগে দেখে নিন এই দুই দলের আগের ১৩টি ম্যাচ কেমন ছিল।

১৯৮৩ সাল : ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের একটি গ্রুপ পর্বের ম্যাচে জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে অজিরা তুলেছিল ৩২০ রান এবং টিম ইন্ডিয়া এই রান চেস করতে নেমে ১৫৮ রানে থেমে গিয়েছিল।

Trending Updates

১৯৮৩ সাল : ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের আরও একটি গ্রূপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। যে ম্যাচে ভারত ১১৬ রানে জয়লাভ করেছিল। সেই ম্যাচে ভারতের রান সংখ্যা ছিল ২৪৭, অন্যদিকে অজিরা আটকে গিয়েছিল মাত্র ১২৯ রানে।

১৯৮৭ সাল: ১৯৮৭ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচে মাত্র ১ রানে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২৭০ রান তুলেছিল এবং টিম ইন্ডিয়া ২৬৯ রানে থেমে যায়।

১৯৮৭ সাল: ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারতে হয়েছিল টিম ইন্ডিয়ার কাছে। যেবার ভারত প্রথমে ব্যাট করে ২৮৯ রান তুলেছিল এবং অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে গিয়েছিল ২৩৩ রানে।

১৯৯২ সাল: এই সালে ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়ে প্রথমে অস্ট্রেলিয়া ব্যাট করে তুলেছিল ২৩৭ রান। এই ম্যাচে ভারতকে হারতে হয়েছিল মাত্র ৩ রানে।

১৯৯৬ সাল: ১৯৯৬ সালে ভারতে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। যেবার অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২৫৮ রান তুলেছিল এবং ভারতের ইনিংস শেষ হয়ে গিয়েছিল ২৪২ রানে। এই ম্যাচে ১৬ রানে জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া।

১৯৯৯ সাল : ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হলে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২৮২ রান তুলেছিল এবং সেই ম্যাচে ভারতীয় দল ২০৫ রানে থেমে গিয়েছিল।

২০০৩ সাল : ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। যে ম্যাচে ভারত ১২৫ রানে অলআউট হয়ে গিয়েছিল এবং অস্ট্রেলিয়া অনায়াসে সেই ম্যাচ জিতেছিল।

২০০৩ সাল : ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল ফাইনালে। সেবার সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ১২৫ রানে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। আইসিসি বিশ্বকাপ ফাইনাল (ICC World Cup Final) ২০০৩ এ অস্ট্রেলিয়ার ইনিংস ছিল ২ উইকেটের বিনিময়ে ৩৫৯ এবং ভারতের ইনিংস থেমে যায় ২৩৪ রানে।

২০১১ সাল: ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়লাভ করেছিল। ভারতের মাটিতে সেবার অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ২৬০ রান তুলেছিল। ভারত ৫ উইকেটের বিনিময়ে নির্ধারিত ওভারের আগেই সেই রান তুলে নিয়েছিল।

২০১৫ সাল: ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সিডনিতে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। সেবার অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ৩২৮ জন তুলেছিল। তবে টিম ইন্ডিয়া ২৩৩ রানে অলআউট হয়ে যায়। ওই ম্যাচে ৯৫ রানে জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া।

২০১৯ সাল: ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। গ্রুপ পর্বের এই ম্যাচে ভারত ৩৫২ রান করেছিল ৫ উইকেটের বিনিময়ে। অস্ট্রেলিয়া ওই ম্যাচে ৩১৬ রানে অলআউট হওয়ার কারণে টিম ইন্ডিয়া ৩৬ রানে জয়লাভ করে।

২০২৩ সাল: চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ টিম ইন্ডিয়া শুরু করেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলে। ভারত বনাম অস্ট্রেলিয়া ২০২৩ (India vs Australia 2023) ম্যাচে অস্ট্রেলিয়া ১৯৯ রানে অলআউট হয়ে যায়। তবে এই ১৯৯ রান তুলতে রীতিমতো বেগ পেতে হয় টিম ইন্ডিয়াকে। প্রথমদিকে দুজনকে হারিয়ে রীতিমত চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তবে শেষমেষ ৬ উইকেটে ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ইন্ডিয়া স্কোয়াড (ODI World Cup 2023 India Squad) জয় লাভ করে। এরপর বিশ্বকাপ ২০২৩ এর ফাইনালে মুখোমুখি ভারত - অস্ট্রেলিয়া।

প্রসঙ্গত, ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই ২০২৩ (India vs Australia ODI 2023) বিশ্বকাপ ফাইনালে খেলার সঙ্গে সঙ্গে রয়েছে বিনোদনের একাধিক চমক। অনুষ্ঠানে আসবেন একাধিক তারকা। তবে ভারত বনাম অস্ট্রেলিয়া ২০২৩ (India vs Australia 2023) বিশ্বকাপ ফাইনালের সবথেকে বড় চমক বোধ হয় ম্যাচের ট্রফি। ১৯৭৫ সাল থেকে ক্রিকেট বিশ্বকাপ শুরু হলেও তখন ট্রফি দেওয়ার চল ছিল না। বর্তমান ট্রফিটির আর্বিভাব ঘটে ১৯৯৯ সালে। এর আগে প্রতিটি জয়ী দেশকে দেওয়া হতো আলাদা আলাদা ডিজাইন ট্রফি। তবে ১৯৯৯ সালের আগে আইসিসি একটি স্থায়ী ট্রফি দেওয়ার ভাবনায় আসে।

১৯৯৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ক্রিকেট বিশ্বকাপের ট্রফি বানানো সোনা এবং রূপো দিয়ে। তবে ট্রফিটি সম্পূর্ণ সোনা রূপো দিয়ে তৈরি নয়। মূলত ট্রফির রং এবং স্থায়ীত্ব বাড়ানোর জন্য কয়েকবার এটি সোনা রুপোর জলে ভেজানো হয়েছে। রুপোর তিনটি স্ট্যাম্প, বেল, বসানো গোলাকার চাকতিতে। বিশ্বকাপ ট্রফিটি ওজন মত ১১কেজি। ট্রফিটির উচ্চতা ৬০ সেন্টিমিটার। ট্রফির বলটির ওজন প্রায় ৪ কেজি। বর্তমান ট্রফিটি তৈরি করতে খরচ হয়েছে ৩০ হাজার মার্কিন ডলার অর্থাৎ প্রায় ২৫ লক্ষ টাকা। ট্রফিটিতে ১৯৯৯ থেকে সাল ও চ্যাম্পিয়ন দেশের নাম লেখা হয়। এখনও পর্যন্ত ১১টি চ্যাম্পিয়ন দেশের নাম লেখা রয়েছে দেশে। এবার ওডি ওয়ার্ল্ড কাপ ২০২৩ইন্ডিয়া স্কোয়াড (ODI World Cup 2023 India Squad) এদিন ট্রফিতে নাম লেখাতে পারবে কি না তা দেখার অপেক্ষা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File