ভারতে কি আর আসছে না চতুর্থ ঢেউ? দেশে হাইব্রিড কোভিড খুব কম হচ্ছে দাবি রিপোর্টে

Thursday, April 28 2022, 1:47 pm
highlightKey Highlights

সম্প্রতি ভারতের স্বাস্থ্য দফতরের অন্তর্গত Indian SARS-CoV-2 Genetics Consortium বা INSACOG এই বিষয়টি নিয়ে একটি রিপোর্ট দিয়েছে। জানেন সেখানে কী বলা হয়েছে?


নতুন করে ফের XE কোভিড আতঙ্ক সৃষ্টি করেছে। বিজ্ঞানীরা মনে করছেন করোনার এই নতুন রূপটি মারাত্মক আকার নিতে পারে বলে। কিন্তু ভারতে নাকি এই ভ্যারিয়েন্টটির সংক্রমণের আশঙ্কা বেশ কম বলে জানা যাচ্ছে রিপোর্টে।

INSACOG রিপোর্ট কী বলছে ?

এই রিপোর্টে বলা হয়েছে, ভারতে এখনও পর্যন্ত এই জাতীয় করোনা সংক্রমণের হার বেশ কম। এমনকী গত কয়েক দিনে করোনা সংক্রমণের হার নিম্নমুখী। ফলে এটা আন্দাজ করাই যায়, এই পরিস্থিতিতে ভারতে খুব মারাত্মক আকার ধারণ করবে না XE কোভিড বা অন্য যে কোনও Hybrid Covid।

Trending Updates

ভারতে ওমিক্রন একটা সময়ে বিপুল সংক্রমণ ছড়িয়েছিল। সেই সময়ে ওমিক্রনে সংক্রমিত হয়েছিলেন বেশির ভাগ মানুষ। তার ফলেই এই ধরনের কোভিডের বিরুদ্ধে রোগ প্রতিরোধ শক্তি ব্যাপকভাবে বেড়ে গিয়েছে শরীরে। তাই এই নতুন হাইব্রিড কোভিড ভারতীদের উপর খুব একটা প্রভাব ফেলছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File