আন্তর্জাতিক

ভারতীয়দের জন্য বিরাট চমক, জি-২০ প্রেসিডেন্সি মোদীর হাতে তুলে দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি

ভারতীয়দের জন্য বিরাট চমক, জি-২০ প্রেসিডেন্সি মোদীর হাতে তুলে দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি
Key Highlights

ভারতের কাছে এ এক গর্বের বিষয়। আগামী বছরের জন্য ভারতের হাতে তুলে দেওয়া হল জি-২০ সম্মেলনের প্রেসিডেন্সি।

বুধবার সম্মেলনের শেষ দিন ছিল। সেই ক্লোজিং সেরিমনিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইওডো ভারতের হাতে তুলে দেন প্রেসিডেন্সি। তিনি তা তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে।

নরেন্দ্র মোদী বলেছেন যে, "ভারত এমন সময়ে জি-২০র দায়িত্ব নিল যে যখন বিশ্ব নানারকম সমস্যার মধ্যে রয়েছে। একদিকে রয়েছে অর্থনীতি ঠিক না থাকা, আবার খাদ্যের সমস্যা। রয়েছে শক্তির মূল্য। বাড়ছে খাবারের দাম। পাসাপাশি প্যান্ডেমিকের জেরে অসুস্থতার পরিমাণ বাড়ছে।"

তিনি এও বলেন যে এমন সময়ে, "বিশ্ব জি-২০ সম্মেলনের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে রয়েছে। আমি বলতে চাই যে ভারত জি-২০ সম্মেলনের দায়িত্ব নেবে তা হবে আগামী দিনের দিকে চেয়ে, অনেক ভালো সিদ্ধান্ত নেওয়া হবে, এবং প্রভাব ফেলবে তা বিশ্বের নানা প্রান্তে।"

ভারত পয়লা জানুয়ারি থেকে জি-২০র দায়িত্ব নেবে। মোদী এও বলেছেন যে এটা খুব গর্বের বিষয় যে ভারত জি-২০র মত সম্মেলনের দায়িত্ব নিচ্ছে। এবং এই সম্মেলন শুধু এক জাগায় দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে। বিভিন্ন শহর বিভিন্ন রাজ্যে তা অনুষ্ঠিত হবে।এটা সত্যি খুব গর্বের বিষয়।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, " আমাদের যারা অতিথি হবেন তাঁরা বুঝতে পারবেন যে দেশের মধ্যে বৈচিত্রের মধ্যে যে ঐক্য রয়েছে তা স্পষ্ট তাঁরা বুঝতে পারবেন। বুঝতে পারবেন আমাদের ঐতিহ্য কি জিনিস। আমাদের সংস্কৃতি যে কতটা সমৃদ্ধ তাও যারা এখানে আসবেন তাঁরা স্পষ্ট বুঝতে পারবেন। আমরা আশা করব যারা এই অনবদ্য আনন্দের মুহূর্তে ভারতে আসবেন তাঁরা নিসন্দেহে একটা আলাদা অনুভূতি পাবেন। আগামী এক বছরে আমি নিশ্চিত করে এটা বলতে পারি যে, জি-২০ অন্য রূপে ধরা দেবে সবার কাছে। অনেক নতুন ভাবনা চিন্তার উদ্ভাবন ঘটবে যা আগামির বিশ্বকে পথে দেখাবে। তবে এটা আমরা একা করব না সবাই নিলে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাব।



Election Commission | ভোটার তালিকার সমস্যা সমাধানে ফোন করলেই পাবেন BLO-কে! হেল্পলাইন নম্বর চালু নির্বাচন কমিশনের
Cyclone Montha | কোথায় ল্যান্ডফল করবে সাইক্লোন 'মান্থা’ ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের ওপর?
Cyclone Mantha-Odisha | ওডিশা উপকূলে ঘূর্ণিঝড় ‘মান্থা’ আছড়ে পড়ার আশঙ্কা, পুরীর সমুদ্রে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের
Delhi | কলেজের রাস্তায় ছাত্রীর ওপর অ্যাসিড হামলা! শোরগোল দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
Gold Rate Today | দীপাবলির পর থেকেই ওঠানামা করছে সোনার দাম, আজ কলকাতায় সোনার দাম কত?
Breaking News | ‘স্কাই’-য়ের কামব্যাকে অসুর বৃষ্টি, বাতিল ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচ!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali