দেশ

ITR Filing | ৩১ সে জুলাইয়ের মধ্যে দাখিল করতে হবে আয়কর রিটার্ন! বাড়তে পারে কী ফাইল দাখিলের সময়সীমা?

ITR Filing | ৩১ সে জুলাইয়ের মধ্যে দাখিল করতে হবে আয়কর রিটার্ন! বাড়তে পারে কী ফাইল দাখিলের সময়সীমা?
Key Highlights

এই মাসের মধ্যেই দাখিল করতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল। এই সময়সীমার মধ্যে ফাইল দাখিল না করলে দিতে হবে জরিমানা।

পরশু দিনের মধ্যে অর্থাৎ ৩১ শে জুলাইয়ের মধ্যে দাখিল করতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন (Income Tax Return) ফাইল অর্থাৎ আইটিআর (ITR)। এই তারিখের মধ্যে আইটিআর ফাইল না করা হলে জরিমানার পাশাপাশি দিতে হতে পারে বেশি টাকাও। তবে ইনকাম ট্যাক্স ফাইল করার সময়সীমা বাড়তে পারে বলে ইতিমধ্যেই উঠেছে জল্পনা।

আইটিআর ফাইলের সময়সীমা বাড়ানোর দাবি তুলেছেন অনেকেই। এই আবহে শুক্রবার দীর্ঘ টুইট করে আয়কর বিভাগ জানায়, ২০২৩-২৪ অর্থবর্ষে ২৭ জুলাইয়ের মধ্যে ৫ কোটিরও বেশি আইটিআর ফাইল হয়েছে। গত বছরের ৩০ জুলাইয়ের তুলনায় এই বছরের বেশি আইটিআর ফাইল হয়েছে। তবে আইটিআর বাড়ানোর সময়সীমা বৃদ্ধির বিষয়ে কোনও কিছু বলা হয়নি টুইটে। ফলে ৩১শে জুলাইয়ের মধ্যেই আইটিআর ফাইল করতে হবে।

আয়কর বিভাগ জানিয়েছে, আইটিআর ফাইলিং (ITR Filing), ট্যাক্স পেমেন্ট (Tax Payment) এবং অন্যান্য সম্পর্কিত পরিষেবায় কোনও সমস্যা দেখা দিলে করাদাতাদের সাহায্যের জন্য হেল্পডেস্ক চালু রয়েছে। জানা গিয়েছে, সেখানে কল, লাইভ চ্যাটের মাধ্যমে নিজেদের সমস্যার কথা জানিয়ে তার সমাধানসূত্র পেতে পারেন করদাতারা। উল্লেখ্য, যে করদাতাদের বার্ষিক আয় ৫০ লক্ষ টাকার বেশি, তাঁদের কাছে আয়কর দফতরের তরফ থেকে নোটিশ পাঠানো হচ্ছে। আবার যাঁরা আয়কর রিটার্ন ফাইল করেননি, তাঁদেরও নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ২০২৪ সালের মার্চের মধ্যে সেইসব নোটিশের স্ক্রুটিনি এবং মূল্যায়নের কাজ শেষ করে ফেলবে আয়কর দফতর। তবে আপনি যদি ৩১ শে জুলাইয়ের মধ্যে আইটিআর ফাইল দাখিল না করেন তাহলে কী কী সমস্যার মুখে পড়তে পারেন দেখে নিন।

  • ১. সময়েসীমার মধ্যে আইটিআর জমা না করলে আয়কর আইন ১৯৬১ এর ধারা ২৩৪ এফ (Section 234F, Income Tax Act, 1961) অনুযায়ী জরিমানা আরোপ করা হবে। যাদের ৫ লক্ষ টাকার বেশি আয় তাদের জন্য, জরিমানা ৫,০০০ টাকা। যাদের আয় ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে, তাদের জরিমানা ১ হাজার টাকা। তবে, মোট আয় ২.৫ লাখ টাকার নিচে হলে কোনও জরিমানা দিতে হবে না।
  • ২. কোনও করের দায়বদ্ধতার ক্ষেত্রে, আইটিআর দাখিল করা এবং কর পরিশোধ না করা পর্যন্ত নির্ধারিত তারিখের পরে প্রতি মাসে ১ শতাংশ সুদ ধার্য করা হবে। আয়কর আইন ১৯৬১ এর ধারা ২৩৪এ (Section 234A) এর অধীনে এই সুদ বাধ্যতামূলকভাবে দিতে হবে।
  • ৩. নির্ধারিত তারিখের মধ্যে আইটিআর দাখিল না করা হলে করদাতা চলতি বছরের জন্য কোনও ক্ষতি পরবর্তী বছরে দেখাতে পারবেন না।
  • ৪. নির্ধারিত তারিখের পরে আইটিআর ফাইল করলে রিটার্ন পেতে দেরি হতে পারে। পাশাপাশি এই ক্ষেত্রে আইটিআর সংশোধন করার জন্যও কম সময় পাওয়া যাবে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই এবছর এখনও পর্যন্ত দাখিল হয়েছে ৫.০৩ কোটি আইটিআর। জানা গিয়েছে, এর মধ্যে প্রায় ৪.৪৬ কোটি আইটিআর ই-যাচাই করা হয়েছে। ইতিমধ্যেই পাঠানো হয়ে গিয়েছে ২.৬৯ কোটিরও বেশি আইটিআর রিটার্ন। উল্লেখ্য, ১ অগস্ট ২০২৩-এ আইটিআর ফাইল করতে গেলে করদাতাকে ১০০০ থেকে ৫০০০ টাকা জরিমানা দিতে হতে পারে।