অর্থনৈতিক

Financial Year 2023-24 | ৩১সে মার্চের আগে সেরে নিন এই কাজ! নাহলে পেনাল্টি দেওয়ার সঙ্গে কিছু ক্ষেত্রে সাসপেন্ড হয়ে যেতে পারে অ্যাকাউন্ট!

Financial Year 2023-24 | ৩১সে মার্চের আগে সেরে নিন এই কাজ! নাহলে পেনাল্টি দেওয়ার সঙ্গে কিছু ক্ষেত্রে সাসপেন্ড হয়ে যেতে পারে অ্যাকাউন্ট!
Key Highlights

বিনামূল্যে আধার কার্ডের আপডেটের সময়সীমা বাড়লো আরও তিন মাস। তবে আর ৩১ সে মার্চ শেষ হতেই চলেছে ২০২৩-২৪ আর্থিক বছর। প্রতি বছরের মতোই এবারও আর্থিক বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ নথি বা কাজেরও ডেডলাইন শেষ হবে। সেই কাজ না করলে পেনাল্টি দেওয়ার সঙ্গে কিছু ক্ষেত্রে সাসপেন্ড হয়ে যেতে পারে অ্যাকাউন্ট।

আর কিছুদিন পর শেষ হতেই চলেছে ২০২৩-২৪ আর্থিক বছর। ৩১ সে মার্চের পর শুরু হবে আর্থিক বছর ২০২৪-২০২৫। প্রতি বছরের মতোই এবারও আর্থিক বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ নথি বা কাজেরও ডেডলাইন শেষ হবে। ফলে ৩১সে মার্চের মধ্যেই সেই কাজ সেরে ফেলা শ্রেয়। না হলে ভবিষতে হতে পারে সমস্যা। এমনকি কিছু ক্ষেত্রে যেমন পেনাল্টি দিতে হতে পারে আবার কিছু ক্ষেত্রে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে ৷ দেখে নিন কোন কোন কাজ ৩১ সে মার্চের মধ্যে করে নিতে হবে।

ফাস্ট্যাগ কেওয়াইসি । FASTag KYC :

গাড়ির ফাস্ট্যাগ কেওয়াইসি (Fastag KYC) ব্যাঙ্ক থেকে আপডেট না করে থাকলে শীঘ্রই তা করে নীতি হবে ৷ ৩১ সে মার্চের পর কেওয়াইসি করা না থাকলে ফাস্টট্যাগকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে বা ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে ৷ এরপর থেকে ফাস্টট্যাগে টাকা থাকলেও পেমেন্ট করা যাবে না ৷

 সুকন্যা যোজনা ও পিপিএফ । Sukanya Yojana and PPF :

সুকন্যা যোজনা (Sukanya Yojana) ও পিপিএফ অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য ন্যূনতম ব্যালেন্স রাখতেই হবে ৷ পিপিএফ নিয়ম (PPF rules) অনুযায়ী, ৩১ সে মার্চ ২০২৪ পর্যন্ত পিপিএফ অ্যাকাউন্টে টাকা না রাখলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে ৷ ফের সক্রিয় করার জন্য ব্যাঙ্কের চক্কর কাটতে হতে পারে। একই নিয়ম সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টের ক্ষেত্রেও। এদিকে পিপিএফ নিয়ম (PPF rules) অনুযায়ী, পিপিএফ-এ ন্যূনতম ৫০০ টাকা জমা রাখতে হবে ৷ সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টের ক্ষেত্রে রাখতে হবে ২৫০ টাকা ৷

আরো পড়ুন: WB Matirkatha Scheme

পেটিএম ওয়ালেট । Paytm Wallet  :

ফাস্ট্যাগের সঙ্গে যুক্ত পেটিএম ওয়ালেট বন্ধ হয়ে যাবে শীঘ্রই। আরবিআই (RBI) এর গাইডলাইন অনুযায়ী, ১৫ই মার্চের পর পেটিএম ওয়ালেটে টাকা জমা করতে পারবেন না৷ সে ক্ষেত্রে আপনার কাছে পেটিএম-এর ফাস্টট্যাগ থাকে তা শীঘ্রই বদলে ফেলুন ৷ বদল না করলে নিষ্ক্রিয় হয়ে যাবে FASTag ৷ ফাস্টট্যাগে পেমেন্ট না হলে দ্বিগুণ টোল দিতে হবে ৷

ট্যাক্স সেভিংস ইনভেস্টমেন্ট । Tax Savings Investments :

২০২২-২৩ এর জন্য ট্যাক্স ইনভেস্টমেন্টের জন্য আর হাতে বেশি সময় নেই ৷ পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ৫ বছরের ফিক্সড ডিপোজিট ও ইএলএসএস-এ (ELSS) বিনিয়োগ করে সেকশন ৮০সি অনুযায়ী ট্যাক্স ছাড় পাওয়া যাবে ৷ তবে এই স্কিমগুলিতে বিনিয়োগ করার শেষ দিন ৩১ মার্চ ২০২৪ ৷

অমৃত কলশ স্কিম । Amrit Kalash Scheme :

স্টেট ব্যাঙ্কের অমৃত কলশ স্কিমে বিনিয়োগ করার সময় শেষ হতে চলেছে ৷ এই স্কিমে সাধারণ গ্রাহকরা ৭.১ শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকরা ৭.৬ শতাংশ সুদ পান ৷ এই স্কিমে ৪০০ দিনের জন্য বিনিয়োগ করতে হবে ৷ ৩১সে মার্চ শেষ হতে চলেছে এই স্কিমে বিনোয়োগ করার সময় ৷

প্রসঙ্গত, বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করার সময়সীমা এতদিন ছিল আগামী ১৪ই মার্চ পর্যন্ত। তবে সেই সময়সীমা বাড়ানো হয়েছে আরও তিন মাস। অর্থাৎ আগামী ১৪ই জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন উপভোক্তারা।  মঙ্গলবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) তরফে বলা হয়েছে, লক্ষ-লক্ষ আধার কার্ডধারীদের স্বার্থে বিনামূল্যে নথি আপলোড করার মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের ১৪ই জুন করা হয়েছে। শুধুমাত্র মাই আধার (My Aadhaar) পোর্টালে বিনামূল্যে সেই পরিষেবা মিলবে। তবে নিজেদের আধার কার্ডের নথি আপডেট করে রাখার পরামর্শ দিচ্ছে ইউআরডিএআই। অনেকেই বছরদশেক আগে আধার কার্ড পেয়েছেন। পরবর্তীতে তাঁদের বিভিন্ন তথ্য পরিবর্তন হয়েছে। সেই নয়া তথ্য সশরীরে কমন সার্ভিস সেন্টারে গিয়ে যেমন সেইসব তথ্য সংশোধন করা যায়, তেমনই অনলাইনে করা যায়। অনলাইনে মাই আধার পোর্টালের (myAadhaar Portal) মাধ্যমে তথ্য আপডেট করলে কোনও টাকা লাগে না। বিনামূল্যেই সেই কাজটা করা যায়।