দেশ

প্রায় ৫৩ কোটি টাকার সোনা উদ্ধার করা হয়েছে আন্তর্জাতিক বিমান বন্দর থেকে

প্রায় ৫৩ কোটি টাকার সোনা উদ্ধার করা হয়েছে আন্তর্জাতিক বিমান বন্দর থেকে
Key Highlights

রবিবার আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিপুল পরিমাণ সোনা সমেত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ৫৩ কোটি টাকা।

সম্প্রতি কলকাতায় প্রায় ৫৫ কোটির সোনা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিপুল নগদের উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিয়োগ সংক্রান্ত কেলেঙ্কারির তদন্তে নেমে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তাল রে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় তাল সোনা উদ্ধারকে করে।

কীভাবে কোথা থেকে কত সোনা মিলেছে? উদ্ধার হওয়া সোনা পাচার চক্রের খোঁজে  চলছে তদন্ত

কাস্টমস অফিসাররা বলছেন, একটি বিশেষ ধরনের আস্তরণ তৈরি করা হয়েছিল যে ছিল অভিযুক্তদের বেল্ট ও জামায়। এইভাবেই বিপুল পরিমাণ সোনা নিয়ে আসা হচ্ছিল দোহা থেকে। পুলিশ এও জানিয়েছে যে যাদের ধরা হয়েছে তাদের অতীতে কোনও এমন কাজের ইতিহাস নেই।

অভিযুক্তদের ১০ নভেম্বর গ্রেফতার করা হয়েছিল। সেদিন থেকে চলছিল জিজ্ঞাসাবাদ। তারপরে এই তথ্য বেরিয়ে আসে যে তারা একটি আন্তর্জাতিক সোনা পাচার চক্রের সঙ্গে কাজ করছিল। এটি ভারত থেকে পরিচালিত হত। এরা আবার আফ্রিকাজাত পাচারকারীদের সঙ্গে কাজ করত।

কাস্টমস অফিসাররা বলছেন ভারতের সবথেকে বড় সোনা পাচার চক্রের সঙ্গে এদের যোগ আছে। তদন্তকারীরা ওই চক্রকে ধরার জন্য তদন্ত করছে।

ভোররাতে একটি গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধারে। কর্তব্যরত পুলিশ আধিকারিকদের অল্টো গাড়িকে ঘিরে সন্দেহ তৈরি হয়। কার্যত চমকে ওঠেন তদন্তকারীরা গাড়িটিতে তল্লাশি করলে। দেখেন গাড়িতে তাল তাল সোনা। জানা যায়, ১১ কেজি সোনা উদ্ধার হয় মারুতির ওই গাড়িটি থেকে। তদন্ত শুরু হয়।এত পরিমাণ সোনা কোথায় কেন নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে। বিপুল এই পরিমাণ সোনার আনুমানিক মূল্য ৫৫ কোটি টাকার কাছাকাছি।তদন্তকারীরা মনে করেন এমনটাই।

চারজনকে গ্রেফতার করা হয় ঘটনায় এখনও পর্যন্ত। গাড়ির চালককেও গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা শুরু হয়েছে ডিসি বলেছিলেন। জেরা শুরু হয় বিপুল পরিমাণ এই সোনা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে । ধৃতদের কাছ থেকে জানার চেষ্টা হয় এর পিছনে আর কারা জড়িত। নজরদারি বাড়ানো হয় ঘটনার পর বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে।


Madhyamik 2024 | ৮০ দিনের মাথায় প্রকাশ মাধ্যমিক ২০২৪-এর ফলাফল! ৬৯৩ নম্বর পেয়ে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন! পাশের হারে কলকাতাকে টেক্কা দিয়ে এগিয়ে জেলা!
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
Largest Airport | প্রায় ২.৯ লক্ষ কোটি টাকা খরচ করে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বানাবে দুবাই! ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনগুলি জানেন?
Love Brain | দিনে ১০০ বার প্রেমিককে ফোন! উত্তর না পেয়ে জিনিসপত্র ভাঙচুর করতেন তরুণী! হাসপাতালে নিয়ে যেতেই ধরা পরে 'ভালোবাসার পোকা বা 'লাভ ব্রেন'!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla