WhatsApp Hack | হোয়াটসঅ্যাপেও ট্রু কলারের সুবিধা! আন্তর্জাতিক নম্বর থেকে আপনার ফোনের ডেটা সুরক্ষা করুন!

Saturday, May 13 2023, 1:12 pm
highlightKey Highlights

অসংখ্য ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে আসছে আন্তর্জাতিক নম্বর থেকে স্প্যাম ও স্ক্যাম কল। ডেটা সুরক্ষা করতে ব্যবস্থা নিতে চলেছে ট্রু কলার।


দিন দিন বৃদ্ধি পাচ্ছে নানা রকমের প্রতারণা (Scam)। অফলাইন থেকে এখন অনেকেই শিকার অনলাইন প্রতারণার। বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (Social Media Platform) থেকে প্রতিনিয়ত প্রতারণা বেড়ে চলেছে, আর এরকমই প্রতারণা শুরু হয়েছে হোয়াটসঅ্যাপেও (WhatsApp)।

হোয়াটসঅ্যাপে আসছে আন্তর্জাতিক নম্বর থেকে ফ্রড কল
হোয়াটসঅ্যাপে আসছে আন্তর্জাতিক নম্বর থেকে ফ্রড কল

হোয়াটসঅ্যাপ হয়ে উঠেছে আমাদের প্রতিদিনের সঙ্গী। বর্তমানে বিশ্বের ২.৪৪ বিলিয়ন মানুষ এই অ্যাপ ব্যবহার করে থাকেন। তবে সম্প্রতি ভারতের অসংখ্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে আসছে আন্তর্জাতিক নম্বর প্রতারণার থেকে কল (Scam Call)। সাধারণত এই ফোন আসছে ইন্দোনেশিয়া (+62), মালয়েশিয়া (+৬০), ভিয়েতনাম (+৮৪), কেনিয়া (+২৫৪), ইথিওপিয়া (+২৫১)-র মতো আন্তর্জাতিক নম্বর থেকে। এই সকল নম্বর থেকে প্রতারণার ফোন আসা শুরু করে ১লা মে থেকে।

প্রতারণার এই সকল ফোন আসছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মত দেশ থেকে
প্রতারণার এই সকল ফোন আসছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মত দেশ থেকে

সাইবার বিশেষজ্ঞরা (Cyber Expert) জানিয়েছেন, এই ধরনের কল স্ক্যাম নয় স্প্যাম কল হতে পারে। ভুয়ো নাম, ঠিকানা ও সিম দিয়ে এই ধরনের কল করা হচ্ছে বলে খবর। তবে এই কলের দ্বারা প্রতারণার সম্ভাবনা রয়েছে। ডেটা হ্যাক (Data Hack) থেকে সুরক্ষিত থাকার জন্য, প্রয়োজন ফোন এবং অ্যাপের মৌলিক গোপনীয়তা সেটিংস পরিবর্তনের। ফলে দেখে নিন কীভাবে এই প্রতারণা থেকে ও আপনার ফোনের ডেটা (Data) কীভাবে রক্ষা করবেন।

এই কলের দ্বারা প্রতারণার সম্ভাবনা রয়েছে
এই কলের দ্বারা প্রতারণার সম্ভাবনা রয়েছে

১. গোপনীয়তা সীমাবদ্ধ | Restricted Privacy :

হোয়াটসঅ্যাপে 'হু ক্যান সি ' (Who can See) সেটিংস পরিবর্তন করে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (WhatsApp Account) - এর গোপনীয়তা সীমাবদ্ধ করুন। যদি আপনার প্রোফাইল ছবি (Profile Picture) এবং আপে সর্বশেষ অনলাইন অর্থাৎ লাস্ট সিন (Last Seen) এবং অনলাইন স্ট্যাটাস (Online Status) প্রত্যেকের জন্য অনুমোদিত করা থাকে, তবে এটি শুধুমাত্র আপনার পরিচিতি তালিকার লোকেদের জন্য পরিবর্তন করুন।

হোয়াটসঅ্যাপের সুরক্ষা বৃদ্ধি করতে গোপনীয়তা সেটিংস পরিবর্তন করুন
হোয়াটসঅ্যাপের সুরক্ষা বৃদ্ধি করতে গোপনীয়তা সেটিংস পরিবর্তন করুন

২. টু ফ্যাক্টর অথেনটিকেশন সক্ষম করুন | Enable Two-Factor Authentication :

আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অতিরিক্ত সুরক্ষার জন্য দ্বি-ফ্যাক্টর প্রমাণীকরণ অর্থাৎ টু ফ্যাক্টর অথেনটিকেশন (Two-Factor Authentication) সক্ষম করুন।

হোয়াটসঅ্যাপের সুরক্ষা বৃদ্ধি করতে টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন
হোয়াটসঅ্যাপের সুরক্ষা বৃদ্ধি করতে টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন

৩. ব্লক এবং রিপোর্ট | Block and Report :

আপনি যদি ইতিমধ্যেই আন্তর্জাতিক নম্বর থেকে কল এসে থাকে, তাহলে দ্রুত সেই নম্বরটি রিপোর্ট (Report) করে ব্লক (Block) করুন। এর ফলে ওই নম্বর দিয়ে দ্বিতীয়বার আপনার কাছে কোনও কল বা মেসেজ (Message) আসবেনা।

আন্তর্জাতিক নম্বর থেকে কল এলে রিপোর্ট ও ব্লক করুন
আন্তর্জাতিক নম্বর থেকে কল এলে রিপোর্ট ও ব্লক করুন

ইতিমধ্যেই এই পরিস্থিতি সম্পর্কে ফোন নম্বর সনাক্তকরণ পরিষেবা প্রদানকারী ট্রু কলার (Truecaller) জানিয়েছে, শীঘ্রই এই সংস্থা দ্বারা হোয়াটসঅ্যাপের জন্য কলার আইডেন্টিফিকেশন ব্যবস্থা (Caller Identification) চালু করা হবে। সূত্রের খবর, এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ এবং অন্য মেসেজিং প্ল্যাটফর্মের জন্য কলার আইডেন্টিফিকেশন ব্যবস্থা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে চলতি মাসের অর্থাৎ মে মাসের শেষের দিকেই বিশ্ববব্যাপী ট্রু কলারের নতুন পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছে। এই ব্যবস্থা চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা স্প্যাম মেসেজ সনাক্ত করতে এবং ব্লক করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের জন্য কলার আইডেন্টিফিকেশন ব্যবস্থা আনতে চলেছে ট্রু কলার
হোয়াটসঅ্যাপের জন্য কলার আইডেন্টিফিকেশন ব্যবস্থা আনতে চলেছে ট্রু কলার

অন্যদিকে, দেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থার তরফ থেকে গত ফেব্রুয়ারিতে রিলায়েন্স জিও (Reliance Jio), ভারতী এয়ারটেলের (Airtel) মতো অপারেটরদের কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) ব্যবহার করে টেলিমার্কেটিং কল ব্লক করতে বলা হয়েছিল। এব্যাপারে ট্রু কলারের সঙ্গে আলোচনা হয়েছে বলেই খবর। ফলে খুব শীঘ্রই আন্তর্জাতিক নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপে স্প্যাম কল বন্ধ হতে চলেছে। তবে ব্যবহারকারী হিসেবে নিজের ফোনের তথ্য সংরক্ষণ করতে সচেতন হতে হবে আপনাকেও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File