Online Gaming Law | সংসদে পাশ অনলাইন ‘অনলাইন গেমিং বিল, ২০২৫’, বিপাকে Dream11, MPL, Zupee-রা

Saturday, August 23 2025, 3:06 am
highlightKey Highlights

মাত্র ৭২ ঘণ্টায় ‘দ্য প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল, ২০২৫’ পরিণত হল আইনে।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনলাইন মানি গেমিংকে ‘সামাজিক ব্যাধী’ রূপে চিহ্নিত করেছেন। তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই অ্যাপগুলির কারণে প্রায় ৪৫ কোটি ভারতীয় নিজেদের কষ্টার্জিত ২০ হাজার কোটি টাকা হারিয়েছেন। বুধে লোকসভায় ও বৃহস্পতিতে রাজ্যসভার পাশ হলো ‘দ্য প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল, ২০২৫’। রাষ্ট্রপতি সই করতেই মাত্র ৭২ ঘন্টার মধ্যে বিল পরিণত হলো আইনে। ফলে দেশ থেকে পাততাড়ি গোটাচ্ছে Winzo, PokerBaazi রা। পেইড গেম বন্ধ করেছে MPL, Zupeeরা। চিন্তায় Dream11ও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File