কন্যা ( Virgo) রাশির জাতক, জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Tuesday, February 22 2022, 2:58 pm
highlightKey Highlights

আপনার কী কন্যা রাশি ? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে হলে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


কন্যা (Virgo) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি

Virgo (Aug. 23-Sept. 22)

আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকবে। 

দাম্পত্য সম্পর্ক / ভালোবাসা :

দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। 

শুভ সংখ্যা :

২৪

অর্থ :

আর্থিক দিক দিয়ে অবনতি ঘটতে পারে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি বাধতে পারে।

শুভ রং :

সবুজ

শুভ দিক :

পশ্চিম

শুভ রত্ন :

পান্না

কন্যা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

এরা একা থাকতে ভালবাসে না। এদের বন্ধুপ্রীতি অপরিসীম। এই রাশির ব্যক্তিরা উদ্যমী, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় হয়। এদের স্বভাব চরিত্র সহজে বোঝা যায় না।

বক্তব্য :

আজ আপনার কর্মস্থানে নিজেকে খুব অসহায় মনে হতে পারে। পরিবারে কারও কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে বয়সে ছোট কারও সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারেন। আজ আপনি আপনার মনের মতো মানুষের দেখা পাবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File