মেষ (Aries) রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Monday, February 28 2022, 12:12 pm
highlightKey Highlights

আপনার কী মেষ রাশি? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে হলে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


রাশি চক্রের প্রথম রাশি মেষ(Aries), এই রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একনজরে :

Aries (March 21-April 19)

আজ আপনার লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে।

দাম্পত্য সম্পর্ক/ ভালোবাসা :

স্ত্রীর কোনও কাজের জন্য মনে শান্তি পেতে পারেন। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে।

শুভ সংখ্যা :

১৬

অর্থ :

আজ আপনার প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। 

শুভ রং :

লাল

শুভ দিক :

দক্ষিণ

শুভ রত্ন :

লাল প্রবাল

মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

এই রাশির ব্যক্তিরা শৈশব থেকেই তেজস্বী, স্পষ্টবক্তা এবং নির্ভীক প্রকৃতির হয়ে থাকে। নানা রকম রোমাঞ্চকর কাজ, সাহসিকতার কাজ করতে পারলে এরা খুব আনন্দিত হয়। এই রাশির ব্যক্তিরা সমালোচনা সহ্য করতে পারে না। এরা পরিশ্রমী হয় তবে কায়িক শ্রমের চেয়ে মস্তিষ্কের শ্রমেই বেশি সফল। 

বক্তব্য:

আজ সকালের দিকে কোনও চিন্তা আপনার মাথা খারাপ করবে। নতুন কোনও বন্ধুর জন্য মনে আনন্দ লাভ করবেন। শিক্ষকদের জন্য ভাল খবর। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File