বৃষ ( Taurus) রাশির জাতক -জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Sunday, March 6 2022, 8:16 am
highlightKey Highlights

আপনার কী বৃষ রাশি ? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে হলে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


রাশি চক্রের দ্বিতীয় রাশি বৃষ(Taurus), এই রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একনজরে :

Taurus (April 20-May 20)

স্বাস্থ্য : 
Trending Updates

রক্তচাপ বৃদ্ধি পাবে।

দাম্পত্য সম্পর্ক /ভালোবাসা :

যাঁরা বিবাহের কথা ভাবছেন তাঁদের আজ ভাল যোগাযোগ আসতে পারে।

শুভ সংখ্যা :

১৩

অর্থ :

আজ খরচ বৃদ্ধি পাবে।

শুভ রং :

সাদা

শুভ দিক :

অগ্নিকোণ

শুভ রত্ন :

সাদা প্রবাল

বৃষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

নিজের প্রতিভায় এরা সকলের কাছে সহজেই আধিপত্য বিস্তারে সক্ষম হয়। আত্মীয় স্বজনের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। এদের জীবনে উত্থান পতন খুব কম। এদের চরিত্রের এক বিশেষ ধর্ম হল দীর্ঘসুত্রিতা। এরা প্রায়ই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, দৃঢ় প্রতিজ্ঞ এবং ধৈর্যশীল হয়ে থাকে। 

বক্তব্য :

অর্থ লাভের শুভ লক্ষণ রয়েছে। ঝুঁকি নেওয়ার ইচ্ছা থাকবে। ব্যবসায় মনোযোগ দেবেন। গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সেরে ফেলুন। পরিকল্পনা গতি পাবে। বড়দের সহযোগিতা থাকবে। পেশাগত ক্ষেত্রে প্রচেষ্টা কার্যকর হবে। প্রতিভার বিকাশ ঘটবে। প্রতিযোগিতায় ভালো ফল করবেন। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File