তুলা ( Libra) রাশির জাতক, জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Tuesday, February 22 2022, 2:57 pm
highlightKey Highlights

আপনার কী তুলা রাশি ? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে হলে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


তুলা (Libra) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি

Libra (Sept. 23-Oct. 22)

স্বাস্থ্য : 
Trending Updates

শারীরিক অসুস্থতার সম্ভাবনা রয়েছে। 

দাম্পত্য সম্পর্ক /ভালোবাসা :

সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশান্তি হতে পারে।

শুভ সংখ্যা :

৯১

অর্থ :

আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। 

শুভ রং :

সাদা

শুভ দিক :

পশ্চিম

শুভ রত্ন :

হিরে

তুলা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

এদের মধ্যে যে লক্ষণ সাধারণত দেখা যায়, তা হল— এরা খুব সৌন্দর্য ও ভোগবিলাস প্রিয়, ভাবপ্রবণ, বিজ্ঞ, রাজনীতিক, প্রখর অনুমান শক্তিসম্পন্ন ও প্রেমিক। চেষ্টা করলে এরা ভাল শিল্পী, গায়ক, চিত্রকর, সুরকার, সাহিত্যিক, নৃত্যশিল্পী, অভিনেতা প্রভৃতি হতে পারে। 

বক্তব্য :

আজ শিল্পীদের সামনে ভালো সুযোগ আসতে পারে এবং তাতে সুনাম বৃদ্ধি পাবে। নিজের ক্ষমতায় ব্যবসায় অগ্রগতির আভাস পাবেন। আজ কোনও কাজই মনের মতো করা অসম্ভব। কাজের জায়গায় হিসাব নিয়ে গণ্ডগোল বাধবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File