সিংহ (Leo) রাশির জাতক, জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Wednesday, March 2 2022, 1:55 pm
highlightKey Highlights

আপনার কী সিংহ রাশি? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


সিংহ (Leo) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি 

Leo (July 23-Aug. 22)

স্বাস্থ্য :

রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে।

দাম্পত্য সম্পর্ক /ভালোবাসা :

আজ প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত।

শুভ সংখ্যা :

৩৬

শুভ রং :

কালছে নীল

শুভ দিক :

অগ্নিকোন

শুভ রত্ন : 

 মুনস্টোন

সিংহ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

এই রাশির ব্যক্তিরা অধিকাংশ ক্ষেত্রে দৈহিক সৌন্দর্য যুক্ত হয়ে থাকে। মাঝেমধ্যে এরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। এরা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়। নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে।

বক্তব্য :

বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভালো নয়। বেহিসেবি খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে। উপস্থিত বুদ্ধির ফলে কর্মস্থানে উন্নতি হতে পারে। শরীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File