HS Result 2023 | মাসের শেষেই প্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল! টুইট করে জানালেন শিক্ষামন্ত্রী!
২৪সে মে প্রকাশ হবে ২০২৩ এর উচ্চ মাধ্যমিকের ফলাফল।একাদশ শ্রেণীর নির্বাচন পরীক্ষার নম্বর আপলোড করার ক্ষেত্রে পরিবর্তন।
চলতি মাসের ২৪ তারিখ প্রকাশ হতে চলেছে ২০২৩ এর উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) ফলাফল। সপ্তাহের শুরুতে টুইট করে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
এদিন অর্থাৎ ১৫ই মে সোমবার টুইটারের মাধ্যমে শিক্ষামন্ত্রী জানান, আগামী ২৪সে মে দুপুর বারোটার সময়ে সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা অনলাইনে উচ্চ মাধ্যমিকের ফলাফল (Higher Secondary Result) দেখতে পাবেন বেলা সাড়ে বারোটা থেকে। এছাড়াও জানা গিয়েছে, স্কুলগুলি থেকে পরীক্ষার্থীদের রেজাল্টের হার্ড কপি দেওয়া হবে ৩১সে মে।
চলতি বছরের অর্থাৎ ২০২৩ এর উচ্চ মাধ্যমিকের (Higher Secondary 2023) পরীক্ষার্থীরা অনলাইনে wbchse.nic.in, wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com এই ওয়েবসাইটগুলোতে প্রয়োজনীয় তথ্য প্রদান করে তাদের ফলাফল দেখতে পাবেন।
অন্যদিকে, স্কুলগুলিকে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার (Class XI Annual Examination) ফলাফলও সংসদের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, কীভাবে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর আপলোড করতে হবে সেই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে স্কুলগুলিকে। তবে এবারের একাদশের নির্বাচন পরীক্ষার নম্বর আপলোড করার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সূত্রের খবর, সংসদের তরফ থেকে দেওয়া একটি নির্দিষ্ট ফরম্যাটের মাধ্যমে স্কুলগুলিকে প্রত্যেক ছাত্র-ছাত্রীর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার উত্তরপত্র নম্বর আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
এবছর সর্বকালীন রেকর্ড সময়ে ফল প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। চলতি বছরে ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলেছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই বছর গোটা রাজ্যে পরীক্ষা দেন প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। সূত্রের খবর, এবারও ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল অনেকটাই বেশি। এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এমনকি অতি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর (Metal Detectors) দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা, সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো-সহ একাধিক ব্যবস্থা নেওয়া হয়।
প্রসঙ্গত, এর আগে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে ছড়িয়ে পড়ে ভুয়ো বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি দ্বারা জানায় হয়, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে ২৫ মে সকাল ১১ টায়। তবে এই ভুয়ো তথ্য সমাজে ছড়িয়ে পড়তেই তৎপর হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjeev Bhattacharya) স্পষ্ট জানিয়ে দেন, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে ভুল তথ্য ও বিজ্ঞপ্তি সমাজে প্রকাশ করা হয়েছে। তিনি আরও বলেছিলেন, কবে সত্যিই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে তা জানিয়ে দেওয়া হবে সংসদের তরফ থেকে। এরপরেই মাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়ার দিন কয়েক পরেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের কথা ঘোষণা করলেন খোদ শিক্ষামন্ত্রী।